কথাগুলো একদম ঠিক বলেছেন আপনি।বর্তমান সময়ে দেখা যায় পরীক্ষার্থীরা বেশিরভাগ সময়ই পূর্ববর্তী বোর্ড পরিক্ষার প্রশ্নপত্র সলভ করা নিয়ে ব্যস্ত থাকে।আর এটা নিয়ে সল্যুশনস আলাদাভাবে থাকে।কিন্তু ব্যসিক যে বিষয়গুলো জানলে তারা সবকিছু পারবে সেটা আর করে না। এভাবে আমাদের দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক অবনতি হচ্ছে।সবাই সার্টিফিকেট এর জন্যই দৌঁড়ায় এখন। জ্ঞান অর্জনের জন্য নয়।