ব্রেড দিয়ে তৈরি করা পকোড়া গুলো একটু অন্যরকম খেতে লাগে।আর আমার কাছে এটা খুব বেশি ভালো লাগে। তার সাথে চিকেন এড করায় এটা তো আরো মজার একটা খাবার হয়ে গেল আপু।বাচ্চাদের কথা কি বলবো? আমার নিজেরও একেক দিন একেকটা খেতে মন চায়। এজন্যই তো প্রায় সময় তৈরি করে থাকি বিভিন্ন রকম খাবার।যাই হোক মজার একটা রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু।