এমন অনেক বাস্তব ঘটনা আমাদের আশেপাশে ঘটছে হয়তো আমরা কেউই সেগুলো জানি না। অতীত নিয়ে অনেকেই অনেক বড় কিছু তৈরি করে ফেলে যেটা বর্তমান এবং ভবিষ্যত দুটোই নষ্ট করে। আর আপনার আপু এবং দুলাভাইয়ের মধ্যে সেই ঝামেলাটা হয়েছে।আর যেখানে মাত্র ১মাসের রিলেশন সেখানে ব্যাপারটাকে এত বড় করে দেখার কোনো মানে হয় না। যাইহোক সবার বিবেক জাগ্রত করা উচিত,অতীত আর বর্তমানের ফারাক বিবেচনা করা উচিত।