বিষয়টা আসলেই ভয়ংকর। মানবপাচার হতে শুনেছি তবে যদিও এটা সম্পর্কে বিশ্লেষণ করার সুযোগ পায়নি বা পাবনা। তবে আপনি যে লেখাগুলো লিখলেন এটা পড়ে বুঝলাম এই লোকটার ব্যাপারে যে এলিগেশন আনা হয়েছে এগুলো যদি সে নাও করে, অন্য কেউ নিশ্চয়ই করছে। আর বর্তমান সময়ে ঢাকা-চট্টগ্রামে নাকি অনেক লোকজন নিখোঁজ হচ্ছে। আসলে বিষয়গুলো কোথা থেকে কি হচ্ছে সেটা কেউই জানে না। আর এটার হদিস পাওয়া যাবে কিনা তাও জানা নেই। তবে এরকম মানব পাচারকারীর কারণে সুন্দর সমাজ সুন্দর পরিবার নষ্ট হয়ে যায়।হয়তোবা তারা রাস্তায় থাকা মানুষদের টার্গেট করে যাতে তাদের কেউ খোঁজ খবর না নেয়,আর এটাই সত্য তাদের খোঁজখবর কেউ নিবেও না।