You are viewing a single comment's thread from:

RE: উলট পালট প্রকৃতির যত প্রভাব || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 months ago

ভাইয়া,আপনার মত আমারও ঠান্ডা লাগার বেশ ভালো ভীতি আছে। সত্যি বলতে এই গরমের দিনেও যখন বৃষ্টি হয়,তখন গোসল করলেই আমার ঠান্ডা লেগে যায় মাস্ট। কারণ তখন পানি ঠান্ডা থাকে,আর এটাই হলো সমস্যা।একবার ঠান্ডা লাগলে আর সারতে চায় না। তাই গরমের সময়ে দিনে কয়েকবার গোসল করতে পারলেও,গরমের বৃষ্টির সময় গোসল করতেই ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লাগলে আমার চোখ এবং নাক দুটো দিয়েই একদম গড়গড় করে পানি বের হতে থাকে। যেটা আসলে এতটাই বিরক্তিকর যে ইচ্ছে করে নাক কেটে ফেলি, হাহাহা।যাইহোক সকল পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নেয়াটাই উত্তম।কারণ পরিস্থিতিকে আমরা হ্যান্ডেল করতে পারবো না,পরিস্থিতিই আমাদের হ্যান্ডেল করবে। ভবিষ্যৎ প্রকৃতি আরও বেশি ভয়ংকর হতে যাচ্ছে।

Sort:  
 3 months ago 

আমি তো এখন পর্যন্ত একদিনও বৃষ্টিতে ভিজতে পারি নাই এই ঠান্ডার ভয়ে কিন্তু তবুও কিভাবে যেন আবার চলে আসলো। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62067.61
ETH 2414.80
USDT 1.00
SBD 2.57