আজ সারাদিনই মেঘাচ্ছন্ন, কয়েকবার বৃষ্টির হালকা ফোটা পড়ে চলে যায়। আর আজ রাতেই এই ঝড় হানা দেবে।আসলে ভয় করছে তাদের জন্য যারা বাইরেই খোলা জায়গাগুলোতে দিন কাটায়। এই ঘুর্ণিঝড় মানেই সবার জন্য বিপদ।তবে বোঝা যাচ্ছে কোলকাতার উপরের ভালোই বিপদ আসতে চলেছে।এক্ষেত্রে একদম জরুরী কারণ ছাড়া বাইরে বেরোনো উচিত হবে না।