You are viewing a single comment's thread from:

RE: লোভনীয় অফার ! বিকাশে বা নগদে ২০০০ টাকা সেন্ড করলে ২৮০০ টাকা রিটার্ন আসে।

in আমার বাংলা ব্লগlast year

বাহ,কি সুন্দর করে টাকা অফার করছে। এতে করে তো মানুষ রাতারাতি কোটিপতির তালিকায় নাম লেখাবে।কিন্তু এর সত্যতা কতটুকু?কে জানাবে? এজন্যই এসব ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে,ফাঁদে পা দেয়া যাবে না।মূলত এরা প্রথমে লোভ দেখায় আর পরে মানুষের থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায়।আমার কাছে সবটা পড়ে মনে হচ্ছে এটা নতুন কোনো প্রতারক টিম। যারা নিজেরা পেমেন্ট করে এভাবে স্ক্রিনশট নিয়ে দিচ্ছে আবার সেটা বাড়তি করে রিটার্ন পায় সেক্ষেত্রে এটা নিশ্চয়ই কোনো ফাঁদ,কোনো টিমের কাজ।যাইহোক আপনি টাকা পেমেন্ট করেননি ভালোই হয়েছে,হয়তো ৪৫০টাকা দিয়ে ২০০০টাকা নিয়ে যেত।

Sort:  
 last year 

জী আপু ৮৯ হাজার টাকা দিলে একলাখ চব্বিশ হাজার টাকা দেয়। এগুলো কি তাদের বাবার জমি বিক্রয় করে দিবে,হা হা হা। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 95759.32
ETH 2678.81
SBD 0.68