খুব ভয় পেয়েছিলাম এই কথাগুলো পড়ে।আসলে আমার নিজের কাছেও এত বড় গাড়িগুলো জোরে চলতে দেখলে ভয় লাগে। আমার মনে আছে কিছুদিন আগে হাইওয়ে রোডে রাতের বেলা পার হবো কিন্তু গাড়ির গতি দেখে আমার আর সাহস হচ্ছিলো না।কিন্তু যখন গাড়ি আসা কিছুটা কমেছে তখন পার হয়েছি।আসলেই বাচ্চাদের জন্য তো আরও ভয়ের।
হ্যাঁ আপু বড়োরাই যেখানে ভয়ে কাতর বাচ্চার তো আরো বেশি ভয়ে পড়ে যায় এমন ভয়ংকর পরিস্থিতিতে পড়লে।