বৃষ্টির দিন মানে ছাতার ছড়াছড়ি। কিছুদিন আগে চট্টগ্রাম গিয়েছিলাম সেখানে ছাতা কিনতে গিয়ে দেখতে পাই bmw নামে ছাতাও আছে। একজন কাস্টমার bmw ছাতা কিনতে ছিল দোকান থেকে।দোকানদার ও বলেছিল bmw ছাতা নাকি ভালো । তখন আমিও তাকে বলি আমাকেও একটা দেন।দুর্ভাগ্যবশত দোকানদার আমাকে দিতে পারল না। কারণ একটাই ছিল অবশিষ্ট। আর সেটি ওই লোকটি আমার আগে নিয়ে গিয়েছে। যাইহোক পরে অন্য কোম্পানির ছাতা নিয়ে বাসায় ফিরলাম।কারণ হাঁটতে আর ভালো লাগছিল না । ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যা আপু ছাতার কোয়ালিটি দেখলাম ভালোই। ডাবল শিক এর ব্যাপারটা বেশি ভালো লেগেছে আমার কাছে।