এরকম বিষয়টা আমার মধ্যে বিদ্যমান। তবে চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করার। কারণ সচরাচর নিজের আশেপাশে অনেক ভুল কিছু দেখছি কিন্তু বিভিন্ন রকম সম্পর্কের ভিত্তিতে নিজেকে কন্ট্রোল করি। তবে মাঝে মাঝেই কন্ট্রোল করাটাও যেন নিজের প্রতি একটা অত্যাচার হয়ে পড়ে।হুটহাট মাথা গরম করে আবার নিজেকে কন্ট্রোল করার ফলে নিজের প্রতি অন্যায়ও হয়ে যায় অনেক সময় । যদিও সেটা একদম ভিন্ন ভিত্তিতে ঘটে থাকে। যাইহোক আপু ভালো লাগলো পড়ে।
আসলেই,কিন্তু তাও এই ব্যাপারটা কমানো দরকার।