আপনার মত আমিও মিষ্টি জাতীয় কিছু তেমন একটা খাই না। তবে রসমালাই খুব পছন্দের। কুমিল্লার রসমালাই আমিও খেয়েছি। আমার হাজব্যান্ড ঢাকা থেকে আসার সময় রসমালাই আর দই নিয়ে এসেছিল, কুমিল্লার মাতৃভাণ্ডার থেকে। তবে সুজির রসমালাই কখনো খাওয়া হয়নি। প্রসেসিংটা একদম ভালোভাবে দেখে নিলাম আপু। একদিন তৈরি করব। ধন্যবাদ আপু খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।