তাই বলছিলাম বাচ্চাদের এই সময়টাতে খুবই সতর্ক এবং সাবধানে রাখতে হবে। যাতে তাদেরকে ঠান্ডা জনিতে সমস্যাগুলো থেকে দূরে রাখা যায়।
ঠিক বলেছেন ভাইয়া,এখন এই সময়টায় বাচ্চাদের যতটা সম্ভব ঠান্ডা থেকে দূরে রাখতে হবে।আমার ছেলেরও গত কয়েকদিন আগে সর্দি-কাশি হয়েছিল।বেশি হওয়ার আগেই ডাক্তার দেখিয়েছি।আলহামদুলিল্লাহ এখন গত কয়েকদিন থেকে ভালো আছে।এখন ও ভালো থাকলেই আমাদের ভালো থাকা।
সুখের কথা কি বলব।এখন হয়তবা আমরা কেউই সুখী মনে করি না নিজেকে।কোনো কমতি থাকলেই মনে করি সুখী নই।কিন্তু সবার কথা ভাবলে তখন বুঝা যায় আমরা হয়তবা অন্যদের থেকে ভালোই সুখে আছি।