দারুণ ছিল মুভিটি।তবে এখন আর সময় করে দেখাই হয় না।পুরোটা পড়ে খুবই ভালো লেগেছে।আর এটা ঠিক আমাদের সমাজ কোথাও কোনো খুঁত দেখলেই উঠেপড়ে লাগে।কিন্তু তাদের মাঝেও যে খুঁত আছে সেটা তারা দেখে না।কেউই পারফেক্ট না, আর এটাই কেউ মানতে পারে না।সবসময় অন্যের বিষয় নিয়ে পড়ে থাকে। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন দাদা,অনেক ভালো লেগেছে পড়ে।