আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৩||আজকের ব্লগে শরতের সেরা ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

শরতের সেরা ফটোগ্রাফি



আমার বাংলা ব্লগ মানেই হল নতুন নতুন কিছুর আয়োজন। আর সেই পরিপ্রেক্ষিতে এবার একটা প্রতিযোগিতা চলছে সেটা হচ্ছে শরৎকালের ফটোগ্রাফি। শরৎকাল মানে হলো খুব অসাধারণ একটা সময়। এই সময়টায় আকাশে থাকে মেঘ। কখনো সেটা সাদা মেঘ আবার কখনো ঘন কালো মেঘ। হঠাৎ করে প্রকৃতিতে বৃষ্টি নেমে আসে আবার হঠাৎ করেই যেন রোদ্দৌজ্জ্বল হয়ে ওঠে। চারিদিকে কাশবন গজিয়ে ওঠে। আর সেখানে এত সুন্দর তুলোর মত কাশফুল গুলো দেখতে আরো বেশি ভালো লাগে। বর্ষার পানিতে থই থই করে চারিদিক। নতুন পানি যেন সবার প্রাণ ফিরিয়ে তোলে। তার পরপরই শরতের আগমন।শরৎ কাল মানেই হলো শাপলা ফুলের রাজত্ব। তার পাশাপাশি কচুরিপানাও কিন্তু কম পাল্লা দেয় না। যাইহোক শরৎকালকে উদ্দেশ্য করে আমি কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।



শরৎকালের কাশবন


IMG-20241007-WA0036.jpg

IMG-20241007-WA0047.jpg

IMG-20241007-WA0024.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

প্রথমে শেয়ার করছি শরৎকালের সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস যেটা হলো কাশফুল।সবাই একটু লক্ষ্য করলেই দেখবেন আশেপাশে অনেক কাশফুল এখন বিদ্যমান।এই কাশফুল গুলো দেখতে কাছে থেকে যতটা সুন্দর লাগে তার চেয়ে বেশি ভালো লাগে দূর থেকে দেখতে। আমি ভিন্ন আঙ্গিকে ছবিগুলো তোলার চেষ্টা করলাম। এখানে সাদা মেঘের মাঝে কাশফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। বাতাসের সাথে যখন কাশফুল গুলো এক পাশে হেলে থাকে তখন বেশি ভালো লাগে। আকাশ এবং কাশফুল যেন একাকার হয়ে গেল।



শরৎকালের আকাশ ভরা মেঘ


IMG-20241007-WA0019.jpg

IMG-20241007-WA0020.jpg

IMG-20241007-WA0046.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

আকাশ আমার বরাবরই ভালো লাগে। তবে নীল আকাশে যখন সাদা মেঘগুলো উড়ে বেড়ায় সে মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে। এই যে এখানে দেখতে পাচ্ছেন নীল আকাশে খুব সুন্দর সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। আসলে শরৎকালে দিনের বেলায় এই মেঘগুলো কখন কোন রুপ ধারণ করে সেটা বোঝাই মুশকিল। এখানে দেখছেন সাদা মেঘের ভেলা,কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম কালো মেঘ এসে হাজির হয়ে গেছে এই আকাশে ।



শরৎকালের নদীতে নৌকা


IMG-20241007-WA0048.jpg

IMG-20241007-WA0033.jpg

IMG-20241007-WA0032.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12



শরৎকালে বর্ষার পানি যখন নদীতে থৈ থৈ করে তখন এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য মানুষকে নৌকা পাড়ি দিতে হয়। আর সেই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি গুলো পাড় থেকেই করেছিলাম। তবে খুব ইচ্ছে ছিল এই নৌকায় ওঠার জন্য। কিন্তু পানির গভীরতা দেখে আর সাহস করিনি নৌকায় চড়ার জন্য। তবে ফটোগ্রাফিতে দেখে কি যে ভালো লাগছে সেটা আপনারা নিজেরাই বুঝে নেন।তাছাড়া এই পানিতে কচুরিপানাও অনেক জমেছে। সর্বোপরি এই নৌকাটা এখানে অনেক সুন্দর মানিয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এই ফটোগ্রাফি গুলো করলাম।



শরৎকালের নদী পানিতে পরিপূর্ণ


IMG-20241007-WA0034.jpg

IMG-20241007-WA0027.jpg

IMG-20241007-WA0022.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12



এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে নৌকা দাঁড় করানো আছে। এটা হল ব্রিজের উপর থেকে তোলা একটি ছবি। ব্রিজের একপাশের অংশে কচুরিপানায় ভরপুর রয়েছে। ব্রিজের অপর অংশে একটা কচুরিপানাও দেখা যাচ্ছে না। দুই পাশের দুটো ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। তার পাশাপাশি নিচে যে ছবিটি দেখা যাচ্ছে এটা হল অন্য একটা জায়গা ছবি। যেখানে আসলে অনেক পানি দেখা যাচ্ছে। এটা হল মুসাফুরের ছবি।গতবছর এই সময়টায় সেখানে গিয়েছিলাম।তখনই ছবি তুলেছি। যেখানে একপাশ থেকে ছবিটা তোলার পর দেখলাম খুব বেশি ভালো লাগছিল। তাই ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করা যাক।



শরৎকালের প্রকৃতি


IMG-20241007-WA0029.jpg

IMG-20241007-WA0028.jpg

IMG-20241007-WA0025.jpg

IMG-20241007-WA0026.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12



এখানে একসাথে চারটা ছবি শেয়ার করলাম। ছবিগুলো দেখলে আসলে একটু ভিন্ন রকম লাগে। কারণ এই সময়টায় গাছগাছালি গুলো পাতায় পরিপূর্ণ থাকলেও এখানে কিছু গাছ আছে দেখবেন গাছের মাঝে পাতা নেই। দাঁড়িয়ে থাকা অবস্থায় আশেপাশের প্রকৃতিটা বেশ মনোরম লাগছিল।এখানে আলাদাভাবে একটা গাছ দেখছেন এটা হল কাঠবাদাম গাছ। পাতাগুলো অসম্ভব সুন্দর লাগছিল। দূর থেকে এই ছবিটা তুলেছে।তাছাড়া একটা বাড়ির পাশের জমিতে দেখলাম বেশ কিছু সবজি রোপন করেছে। আসলে শীতকাল তো চলেই আসছে তাই পূর্ব প্রস্তুতি হিসেবে দেখলাম কিছু শাকসবজি সেখানে লাগানো আছে।



শরৎের ফুল


IMG-20241007-WA0049.jpg

IMG-20241007-WA0040.jpg

IMG-20241007-WA0044.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

শরৎকালে মূলত বিভিন্ন পুকুর বা পানি ভর্তি জমিতে দেখা যায় শাপলা ফুল। ভোরবেলা যখন এই শাপলা ফুলের জমিতে যাওয়া হয় তখন দেখা যায় শাপলা ফুলগুলো অসম্ভব সুন্দরভাবে ফুটে আছে। আর চারদিকে এত সুন্দর লাগছে যেন একটা পরিপূর্ণ বাগান। রোদ উঠতে উঠতেই দেখা যায় ফুলগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। তবে পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এখানে একটা শাপলা ভর্তি জমির ছবি শেয়ার করলাম। তার পাশাপাশি কচুরিপানা গুলো কি সুন্দরভাবে ফুটে আছে পুরো নদী জুড়ে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনফটোগ্রাফি প্রতিযোগিতা
ফটোগ্রাফার@bristy1
ডিভাইসSamsung Galaxy A12
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

আমার বাংলা ব্লগের ৬৩ তম ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাজে ভাল লেগেছে। শরতের প্রাকৃতিক দৃশ্য হৃদয়কে মুগ্ধ করে। এই প্রতিযোগিতায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অভিনন্দন জানাই আপু।আপনি প্রতিযোগিতায় চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে অংশগ্রহন করেছেন।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেলো।ঢাকাতে প্রকৃতির অভাব।অথচ কত চমৎকার বাইরের প্রকৃতি। ভীষন ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

শরতের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি আপু। বিশেষ করে কাশফুল গুলো দেখতে বেশি আকর্ষণীয় হয়েছে। চমৎকারভাবে আপনি ফটোগ্রাফিগুলো করেছেন। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে।

 2 months ago 

শরতের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি শরৎকালের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

শরৎ কালের সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো।আর আপনি একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে প্রতিটি ফটোগ্রাফি সংগ্রহ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাধ্যমে সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার সুযোগ হলো।

 2 months ago 

প্রতিযোগিতা মানে নতুনত্বের দেখা মেলা। আর ফটোগ্রাফির প্রতিযোগিতা মানেই বিভিন্ন ধরনের সৌন্দর্য আমাদের সামনে উপস্থাপন করে থাকে। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আসলেই কাশবনের সাথে নীল আকাশ অসম্ভব সুন্দর লাগছে।

 2 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দর সুন্দর অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করেছেন আপনি। শরৎকাল টা এমনিতেই সুন্দর তার ওপরে আবার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্ট অংশগ্রহণ করার জন্য। শরতের কন্টেস্ট চলছে। যেখানে খেয়াল করে দেখবা অনেকেই সুন্দর আকাশের মেঘ এবং কাশফুলের চিত্র ফটো ধারণ করে শেয়ার করেছে। খুবই ভালো লাগলো এবং সুন্দর পোস্ট করবে দেখে।

 2 months ago 

শরতের দৃশ্যগুলো সত্যিই অসাধারণ। এই শরতের দৃশ্যগুলো যত দেখি ততই ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে শরতের অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো যেন ফুটে উঠেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 92922.43
ETH 3362.42
USDT 1.00
SBD 3.72