আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৭||ভেজিটেবল জালি কাবাব।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241231_180315.jpg

আমার বাংলা ব্লগ মানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা। আর এখানে প্রতিনিয়ত এমন এমন কিছু ইউনিক প্রতিযোগিতার আয়োজন করা হয় সেজন্য খুব বেশি ভালো লাগে। তবে ব্যক্তিগতভাবে রেসিপিগুলো তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়তই কোনো না কোনো রেসিপি আমাকে করে যেতে হচ্ছে। এর কারণ প্রায় এক বছর ধরেই আমার একটা ইউটিউব চ্যানেলে কাজ চলছে রেসিপি নিয়ে। যাই হোক এজন্যই আমি রান্নাবান্না নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। আর খুব বেশি ভালো লাগে যখন প্রতিযোগিতায় কোন রেসিপি নিয়ে আসা হয়। এর কারণ হলো ইউনিক রেসিপি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এমনিতেও আমি চেষ্টা করি ইউনিক বিভিন্ন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

20241231_180546.jpg

20241231_180539.jpg

শীতকাল মানে বিভিন্ন রকম সবজির সমাহার। আর এই সবজিগুলো দিয়ে কত রকম কিছু তৈরি করা যায়। শুধু সবজি রান্না করা নয় এটা দিয়ে বিভিন্ন রকম স্যুপ, কাবাব, পকোড়া অনেক কিছুই তৈরি করা যায়। তবে আমি অনেক ভাবনা চিন্তা করেই আপনাদের মাঝে এই ভেজিটেবল জালি কাবাব রেসিপিটা তৈরি করেছি। জালি কাবাব মূলত মাংসের কিমা দিয়েই তৈরি করা হয়ে থাকে। সবজি দিয়ে কখনো জালি কাবাব ট্রাই করা হয়ে ওঠেনি। তবে আমি চেষ্টা করেছি স্বাদ অটুট রেখেই এই ভেজিটেবল জালি কাবাব তৈরি করার জন্য। আসলে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো না গেলেও এরকম মুখরোচক খাবারগুলো যদি তৈরি করে দেয়া যায় তাহলে অনায়াসেই তাদেরকে সবজি খাওয়ানো হয়ে যায়। বিভিন্ন রকম সবজির আইটেম এখানে যোগ করা যায়। শীতকালের বিভিন্ন সবজি দিয়েই আমি এই জালি কাবাব টা তৈরি করেছি। গতকালকের সন্ধ্যা বেলাটায় এই জালি কাবাব দিয়েই চালিয়ে দেয়া হয়েছে। এত মজার হয়েছিল যে ছোট থেকে বড় সবাই খেয়ে খুব মজা করে খেয়েছিল। যাইহোক কথা আর না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
ফুলকপি কুচি১কাপ
বাঁধাকপি কুচি১কাপ
গাজরকুচি১/২ কাপ
বরবটি কুচি১/২ কাপ
পেঁয়াজপাতা কুচি১/৩ কাপ
ধনেপাতাকুচি১/২ কাপ
পুদিনা পাতা১/৩ কাপ
কাঁচামরিচ কুচি১/৩কাপ
পেঁয়াজকুচি১/২ কাপ
পেঁয়াজবেরেস্তা১/২ কাপ
ময়দা১/২ কাপ
ব্লেন্ড করা পাউরুটি১ কাপ
গোলমরিচগুঁড়া১ চা চামচ
মরিচগুড়ো১ চা চামচ
মাংসের মসলা২ চা চামচ
লবণ১চা চামচ
ডিম২টি
বিস্কুটের গুড়া১/২ কাপ
আদা কুচি১/২ চা চামচ
রসুনকুচি২চা চামচ
সয়াসস২ চা চামচ
টমেটো সস২ চা চামচ
গরমমসলা গুড়া১/২ চা চামচ
তেলভাজার জন্য

VideoCapture_20241231-184830.jpg

প্রথম ধাপ

প্রথমে একটা বাটিতে গাজর কুচি, ফুলকপি কুচি এবং বাঁধাকপি কুচি নিয়ে নিলাম। তার পাশাপাশি ধনেপাতা দিয়ে দিলাম।

20241231_185259.jpg

দ্বিতীয় ধাপ

এ ধাপে পুদিনা পাতা এবং পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ হালকা কচলে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি।

20241231_185325.jpg

তৃতীয় ধাপ

এখন দিয়ে দিলাম বরবটি কুচি। তারপর দিলাম আদা কুচি এবং রসুন কুচি। তারপর দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং গুঁড়ো মসলাগুলো।

20241231_185350.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর দুটো ব্রেড ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিলাম। তার পর সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম।

20241231_185412.jpg

পঞ্চম ধাপ

এখন সয়াসস, টমেটো সস এবং ময়দা দিয়ে দিলাম। তারপর সবকিছু ভালোভাবে মেখে নিলাম।

20241231_185429.jpg

ষষ্ঠ ধাপ

এবার কিছুটা পরিমাণ মিশ্রণ দুহাতে নিয়ে ভালোভাবে গোল করে কাবাবের শেপ দিয়ে দিলাম। তারপর বিস্কুটের গুড়ার মধ্যে এপিঠ ওপিঠ গড়িয়ে সবগুলো তৈরি করে নিলাম।

20241231_185454.jpg

সপ্তম ধাপ

একটি ডিম বাটিতে নিলাম তারপর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। একটা কাবাব এর মধ্যে দিয়ে উল্টে পালটে নিলাম।

20241231_185508.jpg

অষ্টম ধাপ

ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে সাথে সাথেই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এভাবে একেক করে কাবাবগুলো ভেজে নিয়ে তুলে নিলাম ।

20241231_185523.jpg

VideoCapture_20241231-185225.jpg

পরিবেশন

ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মিক্সড সব্জির জালি কাবাব।এ কাবাব সন্ধ্যার নাস্তায় একদম পারফেক্ট একটা রেসিপি।

20241231_180546.jpg

20241231_180610.jpg

20241231_180456.jpg

20241231_180539.jpg

20241231_180445.jpg

20241231_180406.jpg

20241231_180432.jpg

20241231_180426.jpg

20241231_180315.jpg

20241231_180222.jpg

20241231_180141.jpg

20241231_180201.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

প্রতিযোগিতা উপলক্ষে খুব মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা ভেজিটেবল জালি কাবাব দেখে আমার তো লোভ লাগলো অনেক বেশি। এটা কিন্তু বিকেল বেলায় খেতে একটু বেশি ভালো লাগবে। ইউনিক একটা রেসিপি দেখলাম আপনার মাধ্যমে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last month 

এই জালি কাবাব অসম্ভব মজার হয়, ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

20250101_095155.jpg

Screenshot_20250101-095133_SuperWalk.jpg

 2 months ago 

চিকেনের পরিবর্তে ভেজিটেবল জালি কাবাব রেসিপি আইডিয়াটা দারুণ লেগেছে। সেই সাথে অনেক লোভনীয়ভাবে উপস্থাপন করেছেন ভিন্ন ধরনের মজাদার রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

চিকেনের থেকে কোনো অংশে কম না।বেশ মজা হয়েছিল এই রেসিপিটি।

 2 months ago 

মিক্স ভেজের এই জালি কাবাবটা আমার মায়ের খুব প্রিয়৷ আমি এতে সামান্য পনীর কুরিয়ে দিই৷ আর সত্যি বলতে কি এতো চমৎকার খেতে হয়৷ আমার তো রেসিপিটি দেখেই জিভে জল আসছে৷ রাতে বাড়ি ফিরব। এক দু দিনের মধ্যেই বানিয়ে খেতে হবে৷ নইলে আপনার রেসিপিতে লোভ দিয়েই থেকে যেতে হবে৷ হা হা হা। দারুণ রেসিপি শেয়ার করেছেন আপু৷

 last month 

আমাদের এখানে পনির পাওয়া যায় না আপু। এভাবেই আমরা তৈরি করে থাকি। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এত সুন্দর ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিভিন্ন ধরনের সবজি দিয়ে চপ তৈরি করে খেয়েছি কিন্তু আপনি একদম ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা জালি কাবাব এর রেসিপি টা দেখে খুবই ভালো লাগবে। এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য। ভাল থাকবেন।

 2 months ago 

দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। ভেজিটেবল জালি কাবাব দেখেই তো লোভ লেগে যাচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। দারুন একটি রেসিপি তৈরি করে বিস্তারিত সহকারে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। নতুন একটি রেসিপি শিখে নিলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 last month 

খুব ভালো লাগলো আপনার সুন্দর একটা মন্তব্য দেখে। ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ভেজিটেবিল দিয়ে যে এমন দারুন করে জালি কাবাব তৈরি করা যায় সেটা কিন্তু জানতাম না। আপনি দারুন একটি রেসিপি করেছেন। এমন একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last month 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 months ago 

ভেজিটেবল জালি কাবাব রেসিপি দারুন হয়েছে আপু। দেখেই তো খেতে ইচ্ছে করছে। আর আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হলাম। অসাধারণ হয়েছে আপনার এই রেসিপি। আশা করছি প্রতিযোগিতায় ভালো একটি অবস্থান অর্জন করবেন।

 2 months ago 

খেতে অসাধারণ লেগেছিল আপু একদিন ট্রাই করে দেখতে পারেন
ধন্যবাদ আপনাকে।

 2 months ago (edited)

আপনার আজকের দেয়া রেসিপিটা তো পড়েই আমার খেতে ইচ্ছে করছে। আসলে এমন ধরনের ভাজা বড়া খেতে আমার খুব ভালো লাগে। আর সেখানে কত সুন্দর করে আপনি ভেজিটেবল কাবাব বানিয়ে ফেলেছেন। ধাপে ধাপে সেই রেসিপি দুর্দান্ত উপস্থাপনা করেছেন আমাদের সামনে।

 last month 

এরকম রেসিপি গুলো আমি প্রায়ই তৈরি করে থাকি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96274.97
ETH 2711.89
SBD 0.63