ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ ||রেনডম ফটোগ্রাফি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
পোস্ট ভ্যারিয়েশন এর ভিত্তিতে বিভিন্ন রকম পোস্ট প্রতিনিয়তই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আর ঠিক তেমনি আজকে আপনাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করার জন্য চলে এলাম। আসলে ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। তার পাশাপাশি বিভিন্ন রকম ফটোগ্রাফি গুলো শেয়ার করতেও খুব ভালো লাগে। আপনাদের উৎসাহ পেয়েই মূলত এত সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে আসি। আজকে যে ফটোগ্রাফি গুলা আপনাদের মাঝে শেয়ার করব এখানে সবগুলো ফটোগ্রাফি কিন্তু ডিসি পার্ক থেকে তোলা বিভিন্ন জায়গার।
আসলে ডিসি পার্কে গিয়েছি গত বছর। কিন্তু এই বছর যাওয়া হয়নি। গত বছরের পর্বগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়ে ওঠেনি। ভাবলাম আজকে আপনাদের মাঝে সেখানকার কিছু ফটোগ্রাফি শেয়ার করে নেই। কারণ ভ্রমণ পোস্টে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেও অনেক ফটোগ্রাফি থেকে যায়। এজন্যই সেই ফটোগ্রাফি গুলোর জায়গা হয় রেনডম ফটোগ্রাফিতে। রেনডম ফটোগ্রাফি মানেই হলো বিভিন্ন রকম ছবি থাকবে। আজকে যে ফটোগ্রাফি গুলা আপনাদের মাঝে শেয়ার করলাম সবগুলো ফটোগ্রাফি কিন্তু দেখতেই নান্দনিক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নিন।
লিলিয়াম
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
এই ফটোগ্রাফিটা নিশ্চয়ই আপনারা আগেও দেখেছেন। কারণ এই ফটোগ্রাফির মধ্যে কিছু ফটোগ্রাফি আমি প্রতিযোগিতার জন্য শেয়ার করেছিলাম। এটা হল লিলিয়াম ফুল। আর এটা দেখতে দারুন সুন্দর। লিলিয়াম ফুল গুলো মূলত একদম একটা জায়গায় শারিবদ্ধভাবে ফুটেছিল, কিছু কলিও ছিল। দেখতে কিন্তু দারুন লাগছিল। আর এগুলো অনেকটা কলাবতীর ফুলের মতো দেখতে। যদিও এই জাতের অনেকগুলো ফুল সেখানে ছিল। তবে এই ফটোগ্রাফিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
বেগুনি পিটুনিয়া
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
শীতকালের সময়টায় পিটুনিয়া ফুলের সমাহার দেখা যায়। আসলে পিটুনিয়া ফুলগুলো আগে তেমন একটা ছিল না। কিন্তু গত দুই তিন বছর যাবত এই পিটুনিয়া ফুলের সমাহার বেশ ভালো পরিমাণেই বেড়েছে। বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের ফুল গুলো দেখা যায়। তবে এই বেগুনি রংয়ের ফুল টা কিন্তু দেখতে। অনেক বেশি সুন্দর লাগে পিটুনিয়া ফুলগুলো। একদম নরম পাপড়ি যুক্ত হয়ে থাকে। আর এজন্যই মূলত এগুলোতে হাত দিলেই এগুলো অনেকটা চুপসে যায়।
ডিজাইনিং ল্যাম্প
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
ডিসিপার্ক শুধুমাত্র যে ফুলের মেলা সেটা বললে একদম ভুল হবে। কারণ এখানে বিভিন্ন রকম ডেকোরেশন এর জিনিসপত্র দেখেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর বেতের তৈরি ল্যাম্প। যেটা একদম ইউনিক দেখতে লাগছে। আসলে এই ল্যাম্পের প্রতিটি বেতের অংশেই আলাদা করে লাইট লাগানো আছে। যেগুলো খুব সূক্ষ্মভাবেই বোঝা যাচ্ছে। সন্ধ্যার সময় এই লাইটগুলো জ্বালালে বেশি দারুন লাগবে। যদিও আমরা যখন গিয়েছি তখন দিনের বেলায় ছিল। আর এগুলো জ্বালানো ছিল না। তবে দেখতে দারুন লাগছিল।
বসার জায়গা
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
পুরো জায়গাটায়ই অনেকগুলো বসার জায়গা ছিল। যদিও বসার জায়গায় আমরা বসার জন্য সুযোগ পাইনি। কারণ সেখানে অনেক মানুষ ছিল। সবাই কিন্তু ঘুরাঘুরি করে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল এই জায়গাগুলোতে। আর ফটোস্টেশনও বলা যায়। কারণ এটা একদম ফুলে ফুলে ডেকোরেটেড করা ছিল। এত সুন্দর জায়গাটা যে প্রতিটি পদে পদে অনেকগুলো ছবি তোলা যায়। আসলে আমার মোবাইলের গ্যালারিতে ডিসি পার্কের অনেক ছবি রয়েছে। যেগুলো আপনাদের মাঝে ধীরে ধীরেই শেয়ার করব। এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল।
ডেকোরেশন
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
প্রথমেই গেট দিয়ে ঢুকে ভেতরের দিকে যেতে এই ডেকোরেট করা জায়গায় যেখানে খুব সুন্দর করে লেখা আছে এবং ফুল দিয়ে সাজানো আছে। যদিও ফুলগুলো ছিল আর্টিফিশিয়াল। তবে দেখতে কিন্তু দারুন লাগছিল। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছবি তুলছিল। তাই আমি একপাশ থেকে পুরো ছবিটা নেয়ার চেষ্টা করেছি। এটা দেখতে ছোট হলেও এটার আকৃতি আমাদের থেকেও বড় ছিল । জায়গাটায় অনেক মানুষ দাঁড়িয়ে ছবি তুলছিল বিধায় সরাসরি সামনে থেকে ভালো স্কোপ করে তুলতে পারিনি।যাইহোক এক এঙ্গেল থেকে ছবিটা শেয়ার করলাম।
ফুলের মেলা
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
বড় একটা গোল বালতির মত জায়গা থেকে অনেকগুলো ফুল একসাথে নিচের দিকে গড়িয়ে পড়ছে, এরকম একটা ডেকোরেশন করা হয়েছে। যেটা ছবিতেই দেখতে পাচ্ছেন। আসলে ডিসি পার্কে বিভিন্ন রকম শেপে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে সবগুলো ছিল বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল। দেখতে খুব দারুণ লাগছিল। সরাসরি তো একদম মনকাড়া ছিল।বিভিন্ন রং এর পিটুনিয়া ফুল গুলোর কারণে এটা অনেক বেশি আকর্ষণীয় লাগছিল।
সজ্জিত গাছ
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
সত্যি বলতে সেখানে সবগুলো গাছ বিভিন্নভাবে ডেকোরেট করা ছিল। তবে এই বাদাম গাছগুলোকে আলাদাভাবে সজ্জিত করা হয়েছে বিভিন্ন রকম লাইট দিয়ে। আর এই জায়গাগুলোতে মানুষ বসে বিশ্রাম নিচ্ছিল। তবে খুব সুন্দর লাগছিল দূর থেকেই। গাছের মধ্যে খুব বেশি পাতা ছিল না বিধায় ডেকোরেশনটা একদম সুন্দরভাবেই বোঝা যাচ্ছিল। আশা করি আপনাদের কাছে আমার এই ফটোগ্রাফিটিও ভালো লাগবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
পোস্টের বিবরণ
ধরন | রেনডম ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @bristy1 |
ডিভাইস | Samsung Galaxy A12 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
চমৎকার কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপু। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। চট্টগ্রাম ডিসি পার্ক থেকে তোলা বালতির মধ্যে থেকে ফুল পড়ছে এই ফটোগ্রাফিটি বেশ ভালো লাগলো। বাকি ফটোগ্রাফি গুলোও চমৎকার হয়েছে। নিখুঁতভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন আপু। চমৎকার ফটোগ্রাফি গুলো সহ দুর্দান্ত বর্ণনার মাধ্যমে দারুন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
ডিসি পার্কের দৃশ্যগুলো সরাসরি যদি দেখতেন খুবই ভালো লাগতো আপু। আমার কাছে তো বেশ ভালোই লেগেছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
গত বছর ডিসি পার্কের ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এবারও সেখানে দেখেছিলাম বিশাল বড় ফ্লাওয়ার ফেস্ট হয়েছে। চট্টগ্রামের এই জায়গাটাতে যাওয়ার কখনো সুযোগ হয়নি। তবে ইচ্ছা আছে একবার যাওয়ার। আসলে যেই টাইমে ছুটি পাওয়া যায় ওই সময় ফ্লাওয়ার ফেস্ট থাকে না। যাইহোক আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি চমৎকার ছিল আপু। বসার জায়গাটা চমৎকার লাগছে দেখতে। বালতি থেকে ফুল গড়িয়ে পড়ছে দৃশ্য টা অসাধারণ। মুগ্ধ হয়ে গেলাম ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপু চমৎকার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
জায়গাটা অনেক বেশি সুন্দর। ফুলে ফুলে যেমন সাজানো তেমনি বসার জায়গা গুলো দারুন তৈরি করেছিল। এগুলো গত বছরের দৃশ্য যদিও এবার যাওয়া হয়নি।
বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। বিশেষ করে আপনার শেয়ার করা বেগুনি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
বেগুনি রংয়ের ফুল টা কিন্তু আসলেই দারুন। দেখতে ভালোই লাগে এগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
আপু আজকে আপনি চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল।কোনটা ছেড়ে যে কোনটাকে ভালো বলবো কিছুই বুজতে পারতেছি না। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমাকে মুগ্ধ করেছে। ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু।
খুব ভালো লাগলো আপনার এত সুন্দর হচ্ছে উৎসাহমূলক মন্তব্য দেখে। ভালো থাকবেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।
রেনডম ফটোগ্রাফি আমি সব সময় অনেক অনেক পছন্দ করে থাকি। একটি পোষ্টের মাঝে বিভিন্ন রকমের ফটো থাকে তাই দেখতেও খুব ভালো লাগে। ঠিক সেভাবে আপনি আপনার ব্লগ সাজিয়েছেন আপু। যেখানে ফুলের ফটোগ্রাফি সুন্দর লোকেশন। সব মিলে ছিল অসাধারণ। আমার কাছে দারুণ লেগেছে আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট।
রেনডম ফটোগ্রাফিতে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করা হয় বলেই ভালো লাগে একটু বেশি। ধন্যবাদ আপু ভালো লাগলো আপনার মন্তব্যটা দেখে।
,,
ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কম সংখ্যক রয়েছে। আর এই জন্যই তো আই লাভ ফ্লাওয়ার তার বাস্তব প্রমাণ। যাহোক আপনার চমৎকার সব ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দেখে খুশি হলাম। আমি ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি পোস্টগুলো অনেক অনেক পছন্দ করে থাকি। যেন সৌন্দর্য খুঁজে পাই এর মাঝে।
ফুলের মাঝে ভিন্ন রকম সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। ফুল দেখলেই মনের ক্লান্তি যেন দূর হয়ে যায়। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
বাহ্ আপনি দেখছি অসাধারণ ফোটোগ্রাফি শেয়ার করেছেন।বেগুনি পিটুনিয়া ও লিলিয়ামের রঙিন সৌন্দর্য, সজ্জিত গাছের শোভা, এবং ডিজাইনিং ল্যাম্প মিলে এক দারুণ পরিবেশ তৈরি করেছে। বসার জায়গার আভিজ্ঞান এবং ডেকোরেশন এক নতুন রূপ দিয়েছে প্রতিটি ফটোগ্রাফির মাঝে। ফুলের মেলা যেন প্রকৃতির এক জীবন্ত প্রদর্শনী, যা সৃষ্টির সৌন্দর্যকে নতুনভাবে ফুটিয়ে তুলছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
জায়গাটা সত্যিই দারুন ছিল। গতবার একরকম সাজিয়েছিল, এবার একটু ভিন্ন রূপে সাজিয়েছিল। যদিও এবার যায়নি।
আপু আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে ডিসি পার্কের ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য। ভালো থাকবেন আপনিও।
সুন্দর কিছু দৃশ্য দেখতে পেয়েছি আপু আপনার আজকের ব্লগের মাধ্যমে। সত্যি কথা বলতে রেনডম ফটোগ্রাফি গুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে সমুদ্রের দৃশ্যের এমন ফটোগ্রাফিটা খুবই ভালো লাগলো। আর ফুল বাগানের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।
ডিসি পার্কের জায়গা গুলো দারুন সুন্দর করে সাজিয়েছিল আপু। সরাসরি দেখলে আরো ভালো লাগতো।