নামমাত্র আপনজনই বিপদ।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
অনেকদিন হলো জেনারেল রাইটিং লেখা হয়ে উঠে না। ভাবলাম আজকে আপনাদের মাঝে আমার জীবনের বাস্তবতাকে নিয়ে কিছু লিখা প্রকাশ করি৷ জীবনে অনেক কিছুই দেখেছি৷ তবে কিছু আপনদের মধ্যে প্রতারক, বেঈমান,হিংসুক আর নির্লজ্জ দেখিনি।যারা আমার পিছনে বিভিন্নভাবে লেগে আমার ক্ষতি করার জন্য বসে আছে। সেই প্রমাণ তারা দিয়েছে। যাইহোক এই নিয়েই কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম।
বর্তমান সময়ে এমন কিছু দেখি যেগুলো দেখলে আসলে আপনজনদের বিশ্বাস করাটাও ভুল মনে হয়। আপন বলতে সম্পর্কের খাতিরে আপনজনজনদের কথা বলছি। এমনও কিছু লোক আছে যারা তাদের নিজেদের লোকের ভালো সহ্য করতে পারে না।তারা বরং এমন মনমানসিকতা নিয়ে বসে থাকে যে কিভাবে তারা অন্যদের ক্ষতি করবে। আর অন্যের ভালো কিছু সহ্য করাটা তাদের জন্য বিষাক্ত হয়ে পড়ে। তারা চায় যেভাবেই হোক অন্যদের ক্ষতি করতেই হবে।
বাস্তব জীবনের গল্প থেকেই বলছি। জীবনের এই পর্যায়ে এসে বুঝলাম আমি হয়তো কিছুটা হলেও সফল। যার জন্য আমার প্রতি কিছু মানুষের হিংসা দেখেছি। আমার ক্ষতি করার জন্য নিচে নামতে দেখেছি। তবে আমি বিশ্বাস করি একটাই কথা, রাখে আল্লাহ মারে কে?এই কথাটা আমি এতটাই বিশ্বাস করি যে আমি সুযোগ থাকা শর্তেও মানুষকে ছেড়ে দেই।ব্যক্তিগত ভাবে আমি অন্যায় সহ্য করি না। তবে সেটা এখন ধৈর্য শক্তিতে রূপান্তরিত হয়েছে।কারণ প্রতিটি কাজের ফল মানুষকে ভোগ করতেই হবে।
যে ব্যক্তি বা ব্যক্তিরা আমার ক্ষতি করার উদ্দেশ্যে এত বড় পদক্ষেপ নিতে পারে, তাদেরকে আর যাইহোক বিশ্বাস করা যায় না কোনোমতে। হয়তো অনেকেই ভাববেন কি এমন পদক্ষেপ যার জন্য এত কথা বলছি। তবে খোলাসা করে বিষয়টা বলতে চাই না।কারণ আমি বিশ্বাস করি না আল্লাহ আদেশ ছাড়া কেউ কারো খারাপ করতে পারে।বিষয়টা এমন না যে কারো সাথে খারাপ হয় না। কেউ কারো জন্য গর্ত খুড়লে সেই গর্তে সে নিজেই পড়ে। আর যেমনটা কাজ সে করবে তার ফল সে ভোগ করবে।
আমার জীবনের এমন একটা ব্যাপার,যেটা আমি প্রথমবার ভোগ করেছি। একটা মানুষ কিভাবে পারে এত নিচে নামতে সেটাই ভাবি। আমার ক্ষতি করার জন্য শেষ পর্যন্ত নিজের ঈমান নষ্ট করেছে সেটাই ভাবনার বিষয়। ক্ষতি কার হলো! আমার না তার?যে নিজেকে বেঈমান প্রমাণ করলো।আমি নির্দিষ্ট কোন ব্যক্তিকে এর জন্য দায়ী করছি না।তবে ছাড়ছিও না।যে করেছে সে যেন তার কর্মফল পায় সেই দোয়া করি। সবাই ভালো থাকুক নিজ অবস্থানে। কিন্তু অন্যের ক্ষতি করে নিজে ভালো থাকাটা কামনা করাও অন্যায়। এমন অন্যায়ের সুপ্ত বিচার হোক সেই দোয়া রইলো।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জানিনা আপু কি হয়েছে। তবে আমি এতটুকু বলতে পারি যে বর্তমানে মানুষ সাপের চেয়েও ভয়ঙ্কর। কখন যে ক্ষতি করে বসে সেটা বোঝাই মুশকিল। আল্লাহ তোর মঙ্গল করুক। সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক।
একদম ঠিক বলেছেন আপু। কিন্তু কিছু কিছু মানুষ সবকিছু জেনেশুনেও অন্যের ক্ষতি করার জন্য প্রতিনিয়ত রেডি হয়ে থাকে। বিশেষ করে আমাদের কাছের মানুষগুলো আমাদের ক্ষতি করার চেষ্টা করে সবচেয়ে বেশি। তাই সবসময়ই সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।