১০টি ফটোগ্রাফি নিয়ে একটি রেনডম ফটোগ্রাফি অ্যালবাম।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
আজকে চলে এলাম কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আসলে রেনডম ফটোগ্রাফি পোস্ট গুলো করতে একটু আলাদাই ভালো লাগে। কারণ বিভিন্ন জায়গার, বিভিন্ন মুহূর্তের ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং স্মৃতিচারণ করতে পারি। ছবি মূলত আমাদের পুরনো মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়। আর সেখানে কাটানো সুন্দর মুহূর্ত গুলো আবারও মনে করতে পারলে বেশি ভালো লাগে। যাইহোক খুব বেশি কথা না বাড়িয়ে আজকে রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।
লাল রঙের পিটুনিয়া
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
প্রথমে শেয়ার করছি লাল রঙের পিটুনিয়া ফুল।এগুলো অনেক আগের তোলা ছবি।আপনাদের মাঝে এই ছবিগুলো আগে শেয়ার করা হয় নি তাই ভাবলাম আজকে শেয়ার করি।এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর।যেহেতু একসাথে অনেকগুলো ফুল ফুটে তাই দেখতে আরও বেশি সুন্দর লাগে।লাল আর সাদা রঙের সংমিশ্রণে ফুলগুলো অসম্ভব মায়াবী লাগে।আমাদের স্থানীয় বাজারের নার্সারিতে গাছগুলো ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এখন আর সেই নার্সারি নেই।বন্যার কারণে সেই নার্সারি বন্ধ হয়ে গিয়েছে।
কোলাহলমুক্ত রাস্তা
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
আমাদের এরিয়াতে কিছু কিছু জায়গা আছে অনেক মনোরম।জায়গাগুলোতে গিয়ে নিরিবিলি সময় কাটাতে খুব ভালো লাগে। এই রাস্তাটা তেমনই একটি রাস্তা।খুব বেশি মানুষের আনাগোনা নেই।রাস্তাটা দেখতে যেমন সুন্দর তার আশেপাশের জায়গাগুলোও অসাধারণ। চারপাশে নিচু জমি, উপরে আকাশে সাদা মেঘ। সবমিলিয়ে এই জায়গাটা আমার খুব ভালো লাগে।
শরতের আকাশে সাদা মেঘ
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
শরৎকালের দিনগুলো অনেকটা ভিন্ন রকম।কখনো সাদা মেঘের ভেলায় আকাশ ছেয়ে যায় আবার কখনো কালো মেঘ এসে বৃষ্টির আভাস দেয়। তবে আমার কাছে এই ক্ষণিকের মুহূর্তগুলো বেশ উপভোগ্য লাগে। কারণ আকাশের দুটো রূপই সুন্দর। শরৎকাল ছাড়াও অন্যান্য সময় আকাশে এমন মেঘ থাকলেও আবহাওয়া আর পরিবেশ পরিস্থিতি মিলিয়ে শরৎকাল বেশি মনোমুগ্ধকর।যাইহোক ছবিটা তুলেছি আরও অনেক আগে। আজ ভাবলাম এটাও শেয়ার করি।
হলুদ রঙের পিটুনিয়া
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
পিটুনিয়া ফুলগুলো যখন রংবেরঙের হয় তখন দেখতে আরো বেশি ভালো লাগে। এখানে আমি আপনাদের মাঝে আরো এক রঙের ফুল শেয়ার করেছি। দেখেই তো চিনতে পেরেছেন নিশ্চয়। আসলে আমাদের সেই নার্সারীতে অনেক রঙের পিটুনিয়া ফুল ছিল। সাদা, বেগুনি, লাল এবং হলুদ। তার মাঝে আমি কিছু ছবি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। আজকে এগুলো শেয়ার করলাম। সুগন্ধ না থাকলেও এগুলো দেখতে অসাধারণ লাগে।
ঘোড়ার মূর্তি
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
গোল্ডেন শিশুপার্কে যাওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তবে সেখানে থাকা কিছু ফটোগ্রাফি যেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি।রেনডম ফটোগ্রাফিতে আমি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে এসেছি। এখানে অনেক ধরনের পশুপাখির মূর্তি ছিল। তার মাঝে এই ঘোড়াটা ছিল আলাদা সাইডে। এটা এক্সট্রা করে বাড়ানো জায়গার মধ্যেই দেয়া ছিল। আসলে শিশু পার্ক গুলোতে এরকম মূর্তিগুলো অ্যাভেলেবেল থাকে ।
খেজুর গাছ
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
এই ছবিটা মনে হয় মুসাপুরের জায়গাটায় তুলেছিলাম। কারণ সেখানে যখন আমরা একটা আউট সাইডে গিয়েছিলাম তখন দেখলাম সেখানে প্রায় অনেক গাছ কেটে ফেলা হয়েছে। কিছু কিছু গাছ আছে যেগুলো একদম নিষ্প্রাণ হয়ে যাওয়ার মতই অবস্থা। জায়গাটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। যাই হোক সেখানে গিয়ে দেখলাম অনেক বাতাস। তাই ছবিটা তুলে নিয়েছিলাম। একটু লক্ষ্য করলেই দেখবেন একটা খেজুর গাছ বাতাসের তীব্র গতিতে হেলেদুলে যাচ্ছে।
চন্দ্রমল্লিকা ফুল
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
এই চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ এই ফুলগুলো একসাথে অনেকগুলো ফুটে। আর যেহেতু এগুলো খুব বেশি বড় হয় না ছোট আকারেই থাকে এজন্যই আরো বেশি ভালো লাগে। চন্দ্রমল্লিকা গাছগুলো কিছুটা বড় হয়। তবে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোট গাছ। তবুও অনেকগুলো ফুল একগুচ্ছ আকারে ফুটে আছে। যেন কেউ একজন তোড়া বেধে নিয়েছে এই চন্দ্রমল্লিকা ফুলগুলোর। হালকা গোলাপী কালার এর কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
পোস্টের বিবরণ
ধরন | ফটোগ্রাফি প্রতিযোগিতা |
---|---|
ফটোগ্রাফার | @bristy1 |
ডিভাইস | Samsung Galaxy A12 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই রেনডম ফটোগ্রাফি মুলক পোস্ট দেখতে পেরে। যেখানে বেশ দারুন দারুন সুন্দর সব ফুলের ফটোগ্রাফি ছিল আকাশের চিত্রটা অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শহরের নাম পোস্ট উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমারও খুব ভালো লাগলো আপনার মন্তব্য দেখে ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে ফুল আমি খুবই পছন্দ করি। যার কারণে এই সৌন্দর্যময় পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে দারুন লেগেছে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন। এই সৌন্দর্যময় রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ফুলের দৃশ্যগুলো ছিল অসাধারণ। বিশেষ করে শরৎকালের আকাশের দৃশ্যের ফটোগ্রাফি দেখতে পেয়ে আমি মুগ্ধ হলাম।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
আপনি খুবই সুন্দর সুন্দর ১০ টি রেন্ডম ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে হলুদ পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আর শরতের আকাশের দৃশ্য অনেক ভালো লাগলো।
শরতের আকাশ আসলেই অনেক বেশি সুন্দর ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
প্রতিটা ছবি দারুন অ্যাঙ্গেলে তুলেছেন আপনি। পিটুনিয়া আমারও অত্যন্ত পছন্দের ফুল। এক সময় বাগান ভরে নানান রঙের পিটুনিয়া রাখতাম। আপনার ছবিগুলো দেখে সেই দিনগুলি মনে পড়ে গেল। শরতের আকাশের ছবিটাও ভীষণ ভালো। চেনা চেনা মেঘ গুলো কেমন যেন বাঁধনহীন হয়ে উঠেছে৷ আর সব থেকে ভাল অ্যাঙ্গেল করেছেন খেজুর গাছের ছবিটা। চমৎকার এক কথায়।
শীতকালে যখন নার্সারিতে পিটুনিয়া ফুলগুলো দেখেছিলাম তখন বেশি ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে আপু।
খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান ভাই শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।
ধন্যবাদ আপনাকে ভাইয়া,মন্তব্য দেখে খুব ভালো লাগলো।
ফুলের ফটোগ্রাফী গুলো একদম অসাধারণ হয়েছে আপু। আপনি প্রতিটি ফটোগ্রাফি একদম সুন্দর ভাবে ধারণ করেছেন।আর রাস্তার ফটোগ্রাফি টি একদম চোখ জুড়ানোর মতো হয়েছে। বিশেষ করে আপনার শেয়ার করা খেজুর গাছের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, ভালো থাকবেন।
আপু আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। লাল পিটুনিয়া আর চন্দ্রমল্লিকা ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ফুল গুলো দেখতে আসলেই অনেক বেশি সুন্দর আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পিটুনিয়া ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি আপু। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আপনি তো দেখছি চমৎকার ফটোগ্রাফি করেছেন। অসাধারণ সব ফটোগ্রাফি গুলো সবার মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
পিটুনিয়া ফুলগুলো অনেক সুন্দর হয় ভাইয়া। কাছে থেকে দেখলে আরো বেশি ভালো লাগে ধন্যবাদ আপনাকে ।