স্বরচিত কবিতা||প্রতিক্ষা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে হয়তোবা কবিতা নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা লেখার। কারণ কবিতার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে। আজকের কবিতা সম্পর্কে কিছু অনুভূতি নিচে লিখে দিলাম।
♥️প্রতিক্ষা♥️
প্রতিদিন রঙ বদলায় দেখে না তো কেউ,
মনের সাগরের মাঝে উঠে অতৃপ্ত ঢেউ।
নিঃস্ব জীবন দিশেহারা আজ তোমারই অপেক্ষায়,
অশ্রু ঝরা পাতাগুলো আজ নাজেহাল প্রতিক্ষায়।
হৃদয় দুয়ারে আসিছে ঘনিয়ে,
অন্তিম সময়ের আলোড়ন।
এই ভাবনায় কাটছে দিন যেন,
নেই কারো সাথে আলাপন।
নিশ্চুপ দিন কেটে যায় অনায়াসে,
যে যার মত রয়েছে সবাই আজ।
দীর্ঘসময় কাটে না তো আর,
বৃথা যায় যেন সব মনের সাজ।
বিকেল বেলার গোধুলী সময়,
একা একা কেটে যায়।
দিশাহীন এই হৃদয়টা যেন,
বসে থাকে অধীর প্রতিক্ষায়।
না পারি কভু মনের আকুতি,
রাখিতে বুকেরও মাঝে।
শত ব্যাথা সব গেঁথে রেখেছি,
উদাস হয়েছি সকাল সাঁঝে।
আমার অনুভূতি |
---|
মন যখন বিষণ্ণতায় ভরে উঠে তখন মনের মধ্যে বিভিন্ন রকম কথা লালিত হয় যেগুলো হয়তোবা সব সময় মুখ দিয়ে বলা হয়ে ওঠে না। তবে অভিমানগুলো বুকের মধ্যেই জমা হয়ে যায়। পাওয়া না পাওয়ার হিসাব চলে অনেক সময়। এরকম কিছু না বলা অনুভূতি কবিতার ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাপোর্টার আওতায় রেখে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ্।
প্রথমেই বলতে চাই আপু আপনার কবিতাটি সত্যি চমৎকার হয়েছে। কবিতার প্রতিটি লাইন ছিল মনোমুগ্ধকর। সত্যি বলেছেন আপু হৃদয়ের কথাগুলো হৃদয়ে লুকিয়ে থাকে সেগুলো যায়না বলা যায় না কাউকে দেখানো। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
অনেক ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য্।
আপু আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনি সপ্তাহে একটি কবিতা হলেও লেখার চেষ্টা করেন জেনে ভালো লাগলো। ঠিক বলেছেন মন যখন বিষন্নতায় ভরে ওঠে তখন মনের মধ্যে কিছু কথা জমা পড়ে যায়। সত্যি তখন পাওয়া না পাওয়ার কিছু হিসাব চলে আসে। মনের মধ্যে হাজারো ব্যাথা বেদনা জমা করে তার প্রতীক্ষায় বসে রয়েছে কখন তার অভিমান ভাঙাবে এই বিষয়গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার সম্পূর্ণ কবিতা খুব মনোযোগ সহকারে পড়লাম আর অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।
আপনাদের সুন্দর সুন্দর সাপোর্ট অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ।।
আপনার মত আমারও কবিতা লিখতে পড়তে এবং আবৃত্তি পড়তে খুবই ভালো লাগে।।
অনেক সুন্দর একটি কবিতা আজ আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতাটি অনেক অর্থ বহন করে।।
ছন্দ গুলো অনেক সুন্দর মিলিয়েছেন যার কারণে কবিতাটি এত ভালো লাগলো পড়ে।।
শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া সবসময় সাপোর্ট করার জন্য ভালো থাকবেন ্।
খুবই সুন্দর একটা টপিক ফুটে উঠেছে আপনার এই পোষ্টের মাধ্যমে আপনার কবিতার নামটিও অসম্ভব ভালো ছিল প্রতীক্ষা। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে পড়তে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা লাইন আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন বলতে হচ্ছে। খুবই সুন্দর একটা বিষয় ফুটে উঠেছে। আপনার কাছ থেকে এরকম আরো কবিতা উপহার পাওয়ার অপেক্ষায় থাকলাম।
প্রতিনিয়ত সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।।
আপু আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে। সত্যি কথা বলতে কবিতা লিখতে আমারও ভালো লাগে। তবে এত ভালো কবিতা লিখতে পারি না। কবিতার প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে গেছে। দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
আপনি প্রতিনিয়ত কবিতা লিখতেছেন আমারও অনেক ভালো লাগে কবিতা লিখতে। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আজকে প্রতিক্ষা নাম দিয়ে কবিতা অসাধারণ হয়েছে। প্রতিটি মানুষের জীবনে কিছু কিছু প্রিয় মানুষ থাকে যাদের অপেক্ষায় প্রহর গুনে। বেশ সুন্দর কবিতা লিখেছেন অনেক ধন্যবাদ।
প্রতিনিয়ত সাপোর্ট করে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করবেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।কবিতার ভাষা গুলো অসাধারণ ছিলো।
সব সময় পাশে থেকে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
বাহ্! অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন আপু। সত্যিকার অর্থে কবিতাটা পড়ে বেশ ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন দুর্দান্ত হয়েছে। আপনি ঠিক বলেছেন, মন যখন বিষন্নতায় ভরা থাকে তখন অনেক কথাই মনের মধ্যে জমে থাকে। হয়তো কখনও বলা হয়ে উঠে আবার কখনও বলার সুযোগ হয় না। যাইহোক কবিতাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
চমৎকার একটি মন্তব্য করেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন। ্
খুব ভালো লিখেছেন আপু। ইদানিং আপনার কবিতা গুলো বেশ চোখে পড়ছে। খুব সুন্দর ভাষা শৈলীর সাথে দারুন ছন্দ মিল আপনার কবিতার ভাবার্থ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ।।