স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
অনুকবিতা হলো আমার এক প্রশান্তির উৎস। কারণ মাঝে মাঝে অনুকবিতা লেখার মাধ্যমে নিজের মনের মাঝে থাকা দুঃখ বা আবেগ অনুভূতি শেয়ার করতে পারি। কখনো বা আবার কল্পনাকে কবিতার মাঝে ঠাঁই দেয়া যায়।আজকের অনুকবিতাগুলোতে বেশিরভাগ কিছু অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছি। যেখানে ভালোবাসা, চাওয়া পাওয়া এবং হারানোর বেদনা বিদ্যমান।যাইহোক আজকের এই বৃষ্টিমুখর দিনে এই অনুকবিতাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার লেখা কবিতাগুলো ভালো লাগবে।
(১)
অদ্ভুত খেয়ালে আমায় রাঙালে,
এ জীবন বেদনায় তুমি হারালে,
দেখিনি আমি তোমার চেয়ে দামী,
জীবনে তুমি ভালোবাসা ছোঁয়ালে।
(২)
নেই তুমি নেই কিছু এই জীবনে,
আমি মানি তুমি শুধু আমারই,
জীবন নদীর উত্তাল ঢেউ করবে না আলাদা,
এ প্রত্যয়ে তোমাকেই কাছে টানি।
(৩)
হাতে হাত রেখে পাড়ি দেব বহুদূর,
বিশ্বাস রেখে পাড়ি দেব সমুদ্দুর,
দুজন মিলে হারাবো নীল নদের মোহনায়,
জীবন যুদ্ধে জিতবো দুজনে এক করবো সীমানা।
(৪)
একা নিঃসঙ্গতা ঘিরেছে আমায় আপন করে,
নিশ্চুপ হৃদয় নিশ্চল হয়েছে নিজ নিয়মে,
দীর্ঘশ্বাস জমে মন হয়েছে আজ নিস্তব্ধ,
বিশালতার মাঝে আজ নিজেকে লাগছে ক্ষুদ্র।
(৫)
বেঁধেছিলে তুমি বিশ্বাস দেখিয়ে,
ভালোবেসেছিলে তুমি তোমার মত করে,
নিঃস্ব করে দিলে তুমি আমার সব কিছু,
উদাস হয়ে আমি নিচ্ছি মৃত্যুর পিছু।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। প্রথম এবং তিন নং অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা কবিতা খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার বাংলা ব্লগের একটি অনন্য সংযোজন হলো অনু কবিতা। আর এই অনুকবিতা গুলোই এথন অনেকের প্রিয় হয়ে উঠেছে। আপনি দারুন সুন্দর করে আপনার অনু কবিতা গুলো আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনুকবিতাগুলোর প্রতিটিই বেশ দারুন ছিল।
অনেক সুন্দর সুন্দর টপিক তুলে ধরে আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন আপনি। আপনার প্রতিটা অনু কবিতা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। আপনার লেখা অনু কবিতা গুলো প্রায় সময় আমার পড়া হয়। তেমনই আজকেও আমি চেষ্টা করেছি কবিতা গুলো পড়ার জন্য।
ভালবাসার অনুভূতি নিয়ে চমৎকার সব অণুকবিতা লিখেছেন আপনি। শেষের কবিতায় বিচ্ছেদের বিরহ সুর অনেক মনে দাগ কাটল। ভালো লাগা জানাই। এবানেই লিখে যান। আপনাকে শুভেচ্ছা জানাই ।
একদম ঠিক কথা বলেছেন আপু, অনু কবিতা লেখার মাধ্যমে মনের ভাব গুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়। আজকে আপনি চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপু। পড়ে অনেক ভালো লাগলো।
বাহ আপনি তো চমৎকার অনু কবিতা লিখলেন আপু। পড়ে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আপনার লেখা তিন নাম্বার কমিটি আমার খুবই পছন্দ হয়েছে। আর অন্যান্য কবিতাগুলো তো দুর্দান্ত লিখলেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য।
আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগে। আজকেও সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো আমার কাছে দারুন লেগেছে।