স্বরচিত কবিতা||কর্মফল

in আমার বাংলা ব্লগ4 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

Green Watercolor Save The Date Card.png

আজ আপনাদের মাঝে দারুন একটা কবিতা শেয়ার করব। যেটা বাস্তব অনুভূতির ভিত্তিতে লিখা হয়েছে। আসলে আমি চেষ্টা করি বিভিন্ন সময়ে আপনাদের মাঝে কবিতাগুলো শেয়ার করার জন্য। একটু সময় পেলে বড় কবিতা গুলো লেখার চেষ্টা করি। তবে প্রায়ই অনুকবিতাগুলো লেখা হয়ে থাকে। যাই হোক আজকে বাস্তবতার ভিত্তিতে একটা কবিতা তুলে ধরলাম। কারণ বাস্তব জীবনে আমরা অনেক কিছু সম্মুখীন হয়ে থাকি।সুখের সময়ে মানুষের আলোড়ন থাকে। কিন্তু দুঃখের সময় সেই মানুষগুলোই দূরে পালায়। নানারকম রূপ এবং অজুহাত দেখিয়ে তারা সব সময় দূরে থাকে। কিন্তু তাদের এই কাজগুলো একটা সময় শিক্ষা হিসেবে অন্যকে বুঝিয়ে দেয় তারা কেমন মানুষ হতে পারে। আর এমন কিছু অনুভূতি নিয়ে আজকের কবিতাটা লিখলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

♥️কর্মফল♥️

সুখের সময়ের ঢেউ হয় উত্তাল,
দুঃখের সাগরে নেই আলোড়ন,
সুখের নদীতে আপনের নৌকা পাল তোলে,
দুঃখের নদীতে মৃত মাছ খেলা করে,

আপন পরের তালিকায় দেখা যায় ভিন্নতা,
টাকার অহংকারে নেই নমনীয়তা,
রূপের জাদুতে সঠিক পথ যায় ভুলে,
অসৎ এর আহব্বানে যায় রসাতলে।

অজুহাতের দোহাই দিয়ে পালিয়ে বেড়ায় মন,
অনুরোধের ছোঁয়ায় ধরা দেয় ভীষণ,
লজ্জাবস্তু নেই তাহাতে বিন্দু পরিমাণ,
ইজ্জতের দোহাই দিয়ে হতে চায় মহান।

চাহিদার প্রাপ্তিতে নেই শুকরিয়া,
অধিকার আদায়ে নেই নিরবতা,
চেতনার অভাবে হারিয়ে গেল আপন,
দিনশেষে দুঃখগুলো থাকবে না গোপন।

সময়ের যাতাকলে পিষছে সবকিছু,
সময় দিবে প্রতিউত্তর ছাড়বে না পিছু,
অজুহাত দিয়ে যদি নিজেই পিছিয়ে যায়,
পুড়বে কপাল নিজে নিজে দোষ যাবে কোথায়?

মনের মাঝে থাকে যদি বিষাক্ততার ছোঁয়া,
আপন পর কেউ রবে না, হবে না তো ছায়া,
নিজ গতিতে চলছে সবাই নিজের মত করে,
সময় দিবে কর্মের ফল ভুগবে নিজেই পরে।

আমার অনুভূতি

সুখের সময়ে অনেক মানুষকে পাওয়া যায় তাই তখন সবদিক উত্তাল থাকে। কিন্তু দুঃখের সময়ে দুঃখী ব্যক্তি ছাড়া নামমাত্র আপনজনেরা দূরে পালায়,গা ঢাকা দেয়।কত অজুহাতের বিনিময়ে নিজেদের আলাদা করে সম্মানের দোহাই দেয় সেটা তখনই বোঝা যায়।আসলে সময়ের কাজগুলো পরবর্তী সময়ে গিয়ে নিশ্চয়ই ফল দিবে এটাই বিশ্বাস করি।আর এমন কিছু নিছক ভালো মানুষের রূপের প্রতিস্থাপন করতেই আজকের এই কবিতা।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 days ago 

Screenshot_20250207-113645_Chrome.jpg

Screenshot_20250207-113524_Chrome.jpg

 4 days ago 

আপু আপনার স্বরচিত কর্মফল কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 days ago 

আমার কবিতাটা পড়েছেন দেখে বেশ ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 4 days ago 

বর্তমান সমাজের রূপরেখা নিয়ে এই কবিতাটি লিখেছো। আর কবিতাটি একদম বাস্তবতার সাথে মিল। অহংকারের মাত্রা মানুষের এমন বেড়েছে যেখানে নমনীয়তার নামও নেই। রূপের মোহে অন্ধ হয়ে আপন পর চেনে না। যাইহোক বেশ বাস্তববাদী একটি কবিতা লিখেছ ধন্যবাদ।

 2 days ago 

আসলে আমাদের আশেপাশে এমন মানুষের অভাব নেই। এজন্যই মাঝে মাঝে মেজাজটাও খারাপ হয়ে যায়। তাই এই কবিতাগুলো লিখতে সুবিধা হয়,হাহাহা।

 4 days ago 

বাস্তবধর্মী একটা কবিতা লিখেছেন আপু। কবিতাটি পড়ে একদম বাস্তবতাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম। আসলে আপু আপন কিছু কিছু মানুষ দুঃখের সময় এভাবেই পালিয়ে যায়। ছন্দের যাদুতে বাস্তবতাকে ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার প্রতিভা কে সাধুবাদ জানাই।

 2 days ago 

বাস্তবতাকে কেন্দ্র করেই লিখেছি আপু। যেটা জীবনের সাথে অনেক মিল আছে, ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

অজুহাত দিয়ে যদি নিজেই পিছিয়ে যায়,
পুড়বে কপাল নিজে নিজে দোষ যাবে কোথায়?

এটা কিন্তু দারুণ বললেন। অজুহাত দিয়ে পিছিয়ে যায় বলেই আমাদের এই দূর অবস্থা। এই খারাপ সময় আমাদের অতিবাহিত করতে হয়। দারুণ লাগল আপনার কবিতা টা আপু। সুন্দর লিখেছেন আপনি।।

 2 days ago 

অজুহাত দিয়ে পিছিয়ে যায় সাময়িকভাবে ভালো থাকার জন্য। কিন্তু পরবর্তীতে এর ফল তো ভোগ করতেই হবে তাই না ভাইয়া।

 yesterday 

ঠিক বলেছেন আপু দুঃখের সময় যেন মানুষরা দূরে পালায়। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। কবিতার লাইন গুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন ধন্যবাদ আপু শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 96998.94
ETH 2666.65
SBD 2.80