হোমমেড ক্রিম কেক তৈরি।

in আমার বাংলা ব্লগ15 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240826_130931.jpg

আজ আপনাদের মাঝে একটা মজাদার রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম।সচরাচর আমরা কেক খেতে পছন্দ করি।যদিও বিভিন্ন অনুষ্ঠানে এই ক্রিম কেকগুলো খাওয়া হয়। তবে আমি সেদিন হঠাৎ করেই কেকটা বানিয়েছিলাম।এটা তৈরি করেছি অনেকদিন হলো তবে শেয়ার করার সুযোগ হয়নি। গরমের সময়েই এটা তৈরি করেছিলাম।গরমের কারনে ক্রিম গলে যেতে শুরু করেছিল। তাই তাড়াতাড়ি করে ক্রিম সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম।একটু ভিন্ন আঙ্গিকে আমি এটা তৈরি করেছি।

20240826_130902.jpg

খেতে তো অনেক মজার ছিল। আমি এর আগে একবার আমার ভাইয়ের জন্মদিনে একটা কেক তৈরি করেছিলাম।আর এই কেকটা অন্য একটা দিন তৈরি করেছিলাম।মাঝের কমলা রঙের যে ফাঁকা অংশ দেখা যাচ্ছে এখানে নাম লেখার জন্য করেছিলাম।কিন্তু ক্রিম গলে যাচ্ছিলো দেখে তৎক্ষনাৎ করা হয়নি। পরে করেছিলাম।আর আগেই ছবি তুলে রেখেছিলাম।এই কেক আমার খুব পছন্দের। এজন্য মাঝে মাঝে বাসায় তৈরি করি।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
ময়দা১ কাপ
চিনি১/২কাপ
তরল দুধ১/৩ কাপ
বেকিং সোডা১/৩ চা চামচ
বেকিং পাউডার১/২ চা চামচ
ডিম৩টি
সয়াবিন তেল১/৩ কাপ
হুইপড ক্রিম১ কাপ
ফুড কালার১/২ চা চামচ

VideoCapture_20240912-173623.jpg

প্রথম ধাপ

প্রথমেই একটি বাটিতে তিনটি ডিম ভেঙে নিলাম।তারপর ডিমের কুসুমগুলো আলাদা করে তুলে রেখে দিলাম।

20241207_201521.jpg

দ্বিতীয় ধাপ

এ ধাপে ডিমের সাদা অংশকে বিটার দিয়ে বিট করতে থাকলাম অনেকটা ঘন ফোম হয়ে আসবে। এর মাঝে ফাঁকে ফাঁকে চিনি অল্প অল্প করে দিয়ে দিতে থাকলাম।

20241207_201607.jpg

তৃতীয় ধাপ

এখন ফোম আরো ঘন হয়ে এলে এর মাঝে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আবারো ঘন ফোম করে নিলাম।

20241207_201618.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দিলাম। যেমন ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো একটি ছাকনীতে নিয়ে ভালোভাবে মিক্স করে চেলে ডিমের ফোমের সাথে ধীরে ধীরে মিক্স করতে থাকলাম।

20241207_201646.jpg

পঞ্চম ধাপ

এইধাপে ডিমের কুসুম গুলোকে ভালোভাবে ফেটিয়ে ময়দা আর ডিমের মিশ্রণের সাথে যোগ করলাম।

20241207_201700.jpg

ষষ্ঠ ধাপ

একটি বেকিং মোল্ডে তেল ব্রাশ করে তার মাঝে বেকিং পেপার দিয়ে ভালোভাবে সেট করে নিলাম।

20241207_201722.jpg

সপ্তম ধাপ

তারপর বেকিং মোল্ডে ব্যাটার দিয়ে ২৫ মিনিট বেক করে নিলাম।

20241207_201737.jpg

অষ্টম ধাপ

সুন্দর একটা কেক হয়ে গেল।এরপর এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম।

20241207_201812.jpg

নবম ধাপ

এখন ১কাপ ক্রিম একটা বড় বাটিতে নিয়ে বিট করে ক্রিম তৈরি করে নিলাম।

20241207_201836.jpg

দশম ধাপ

কেক ২ভাগে ভাগ করে ধাপে ধাপে ক্রিম লাগিয়ে সেট করে নিলাম।
20241207_201851.jpg

একাদশ ধাপ

অল্প একটু ক্রিমের মধ্যে কমলা রঙের ফুড কালার মিক্স করে নিয়েছিলাম।সেটা দিয়ে কিছু ডিজাইন করে নিলাম।

20241207_201914.jpg

পরিবেশন

এইতো মজাদার একটা কেক তৈরি হয়ে গেল।

20240826_130855.jpg

20240826_130902.jpg

20240826_130910.jpg

20240826_130931.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 15 days ago 

ক্রিম কেক দেখতে অনেক লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। দারুন ভাবে কেক তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার জন্য শুভকামনা রইলো।

 14 days ago 

লোভনীয় দেখতে যেমন তেমনি খেতে অনেক সুস্বাদু ছিল আপু ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 days ago 

বাহ্ আপু আপনি নিজে হাতে বাসায় কেক তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। হোমমেড কেকগুলো আমিও অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর করে ক্রিম লাগিয়ে ডিজাইন করেছেন দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 15 days ago 

আমার কাছেও হোমমেড কেক গুলো খেতে খুব ভালো লাগে।

 15 days ago 

নিজের হাতে পছন্দের খাবার বানানোর মজাই অন্য রকম।খুবই চমৎকার একটি রেসিপি করেছেন আপু।অনেক দারুন হয়েছে রেসিপিটা ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

আমি আমার পছন্দের খাবারগুলো বাসায় তৈরি করার চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া।

 15 days ago 

20241208_142733.jpg

 15 days ago 

ঘরোয়া ভাবে আপনি এত মজাদার কেক তৈরি করে নিয়েছেন দেখে ভালো লাগলো। এমনিতে কেনা কেক গুলোর থেকে ঘরোয়াভাবে তৈরি করা কেকগুলো অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। ঘরের তৈরি করা কেকগুলো আমিও অনেক পছন্দ করি। আমি নিজেও বেশ কয়েকবার কেক তৈরি করেছি নিজের হাতে। দেখেই বুঝতে পারছি আপু, এই কেক খেতে অনেক বেশি ভালো লেগেছিল।

 15 days ago 

জি আপু এটা খেতে অনেক মজা হয়েছিল ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

কেকটা যেমন দেখতে চমৎকার তেমনি খেতে অনেক সুস্বাদু হয়েছিল।আর বিশেষ করে নিভৃত অনেক বেশি আনন্দিত হয়েছিল কেক দেখে। কারণ তারও আমার মতো কেক অনেক পছন্দ। ধন্যবাদ চমৎকার একটি কেক শেয়ার করার জন্য।

 14 days ago 

নিভৃত তো এই কেক দেখলে আনন্দে আত্মহারা হয়ে যায়।

 15 days ago 

ঘরে এতো চমৎকার কেক তৈরি করতে পারলে বাইরে না যাওয়াই ভালো। খুব সুন্দর হয়েছে কেকটি আপু।ডেকোরেশন দারুন হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 14 days ago 

আমি মাঝে মাঝে তৈরী করি আপু এর আগেও তৈরি করেছিলাম।

 15 days ago 

আপু ঠিকানা দিবো নাকি? এত সুন্দর একটি কেক দেখে তো মাথা ঘুরাচ্ছে। যদি সুন্দর এই কেক এর ভিতর আমার নাম লিখে পাঠানো যায় তাহলে কিন্তু খেতে দারুন লাগবে। ধন্যবদা এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 15 days ago 

আমি ঠিকানা দেই আপনি চলে আসেন আপু অনেক কিছুই খাওয়াবো ইনশাল্লাহ।

 15 days ago 

ক্রিম কেক আমি বাসায় কখনো ট্রাই করিনি। আপনার কেকের রেসিপি টা দেখে বেশ ভালো লাগলো আপু। দারুন হয়েছে পুরো রেসিপিটা। পুরোটা বাসায় খুব সুন্দরভাবে তৈরি করেছেন। চেষ্টা করলে আসলে সবকিছুই তৈরি করা যায়। কেকের ডেকোরেশন টা খুবই সুন্দর হয়েছে। সুস্বাদু এই রেসিপিটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

আমি কয়েকবার ট্রাই করেছি আপু খেতে অসম্ভব মজার হয়।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93333.46
ETH 3336.69
USDT 1.00
SBD 3.26