গান কভার-:দিন থেকে রাত আর রাত থেকে দিন, তোমাকে দেখি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে একটি গান কভার নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
বাস্তবতার দিক থেকে অনেক কিছুই মেনে নিতে হয় মানিয়ে নিতে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এগুলো অনেক বেশি সীমা অতিক্রম করে ফেলে। সহ্য করার ক্ষমতা অনেক কমে যায়। তবে নিজেকে যথেষ্ট সংযত রেখে এটাই মন কে সান্ত্বনা দিতে থাকি যে, যে যার কর্মফল ভোগ করবে। অন্তত প্রকৃতি তাকে ছাড় দেবে না। আর সেই চিন্তা ভাবনা থেকে অনেক কিছু সহ্য করে যাচ্ছি প্রতিনিয়তই। যেগুলো আসলে রীতিমত একটা মানসিক টর্চার হয়ে দাঁড়িয়েছে। মন মানসিকতা ভালো না থাকলে অনেক সময় গান গাইতে ভালো লাগে না। যদিও এই গানটা আমি গত পরশুদিন গেয়ে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে।
আসলে গান গাইতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা অনেকেই জানেন আমি প্রায় সময় আপনাদের মাঝে গানগুলো শেয়ার করে থাকি। তবে আমার পছন্দের গান যেগুলো আমি খুব ভালোভাবে গাইতে পারি সেগুলোই শেয়ার করা হয়ে থাকে। আসলে গান গাওয়ার মত একটা সুন্দর স্থান থাকতে হয়, মন মানসিকতা ভালো থাকতে হয়। মন মানসিকতা ভালো না থাকলে কখনোই কোনো গান শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। এই যে এখন পোস্টটা লিখছি কিন্তু মন মানসিকতা একদমই ভালো নেই। তবুও কাজ করে যেতে হচ্ছে। কারণ কাজ ছাড়া জীবনে টিকে সম্ভব নয়। তবুও মাঝে মাঝে ইচ্ছে করে সবকিছু ছেড়ে একটা শান্তির ঘুম দেই। যেন সব ক্লান্তি, অবসাদ,মন খারাপ কেটে যায়। কিন্তু তা কখনোই সম্ভব হবে বলে মনে হয় না।কারণ আমি ভালো থাকতে চাইলেও সবাই তো আর ভালো থাকতে চায় না।কারণ অনেকেই আছে যাদেরকে সুখে থাকতে ভুতে কিলায়, এই অবস্থায় দিন পার করে।যদিও বেশি কিছু এই বিষয়ে বলতে চাই না, তবে এই নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করবো।
যাইহোক অনেক কথাই বলে ফেললাম।আর কথা না বাড়িয়ে আমার আজকের কভার করা গান শুনে আসুন সবাই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
গানের নামঃ- [দিন থেকে রাত আর রাত থেকে দিন,,,]
সিংগার
তৌসিফ, মুক্তা।
কভারঃ
@bristy1
গান কভার। |
---|
এই ছিল আমার আজকের গানের কভার।ভালো লাগার মত একটি গান এটি।
গানের লিরিক্স । |
---|
দিন থেকে রাত
আর রাত থেকে দিন
তোমাকে দেখি...
পুরো আকাশ জুডে তোমার ছবি
কি করে দুটি আঁখি বুঝি
দিন থেকে রাত
আর রাত থেকে দিন
তোমাকে দেখি...
পুরো আকাশ জুড়ে তোমার ছবি
কি করে দুটি আঁখি বুঝি
একটু যদি তুমি হাসো
বুঝে নেবো ভালবাসো
তোমাকে তোমাকে মনেরি ভেতরে
রাখিবো তুলে বন্ধু আমার
তোমাকে তোমাকে মনেরি ভেতরে
রাখিবো তুলে বন্ধু আমার
খুজে দেখোনা পুরো জোসনা
ঘিরে রেখেছি তোমাকে
আলোর চাদরে জড়িয়ে রেখে
ভাবি শুধু তোমাকে
যদি বল এই জীবন দিতে
হাসি মুখে তা দিতেও রাজি
একটু যদি তুমি হাসো
বুঝে নেব ভালবাসো
তোমাকে তোমাকে মনেরি ভেতরে
রাখিব তোলে বন্ধু আমার
তোমাকে তোমাকে মনেরি ভেতরে
রাখিব তোলে বন্ধু আমার
ভালবাসার রঙ যত আছে
সব রঙে রাঙাবো তোমাকে
সুখ যত আছে এই পৃথিবীতে
বিছিয়ে দেবো তোমার পায়ে
যদি বল এই জীবন দিতে
হাসিমুখে তা দিতেও রাজি
একটু যদি তুমি হাসো
বুঝে নেব ভালবাসো
তোমাকে তোমাকে মনেরি ভেতরে
রাখিবো তোলে বন্ধু আমার
তোমাকে তোমাকে মনেরো ভেতরে
রাখিবো তোলে বন্ধু আমার
দিন থেকে রাত
আর রাত থেকে দিন
তোমাকে দেখি...
পুরো আকাশ জুড়ে তোমার ছবি
কি করে দুটি আঁখি বুঝি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | গান কভার |
ক্যামেরা.মডেল | M12 |
ফটোগ্রাফার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আগে পুরো গানটি শুনেছি তারপর মন্তব্য করলাম আপু। কি ভালো গেয়েছেন খুবই ভালো লাগলো শুনে।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু,আমার গাওয়া গান শুনে এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🤗🤗
https://x.com/bristy110/status/1891529449725722843
গানটি একটি গভীর প্রেমের অনুভূতির প্রকাশ। "দিন থেকে রাত আর রাত থেকে দিন" এই লাইনটি এক ধরনের নিরবচ্ছিন্ন ভালোবাসার অনুভূতিকে তুলে ধরে, যেখানে প্রেমিকা বা প্রেমিকের ছবি কখনোই মনের থেকে মুছে যায় না। পুরো আকাশ জুড়ে সেই ছবির উপস্থিতি যেন পুরো বিশ্বটাই প্রেমের আলোয় ভরে উঠেছে। আপনার কন্ঠে গানটি শুনে ভালো লাগলো ধন্যবাদ আপু অনেক সুন্দর হয়েছে।
আপনার মন্তব্য দেখে অনেক বেশি ভালো লাগলো আপু। আপনি খুব সুন্দর করে বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু যার যার কর্মফল সে ভোগ করবেই। কিছু কিছু ক্ষেত্রে চুপ থেকে সহ্য করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তা ঠিক মন ভালো না থাকলে গান গাইতেও ভালো লাগে না। আপনি পরশুদিন গেয়ে রেখেছেন বলেই হয়তো আজ শেয়ার করতে পারছেন। যাই হোক আপনার মিষ্টি কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা লাইন কভার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান কভার করার জন্য।
হ্যাঁ আপু কারণ যেখানে কখনোই কোনোভাবে কিছু ঠিক করা যাবে না সেখানে আসলেই চুপ থাকাই ভালো। তবুও সহ্য ক্ষমতার বাইরেও চলে যায় অনেক সময়। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
অসাধারণ একটি গান কভার করেছো। আসলে তোমার গলায় গান শুনতে অনেক ভালো লাগে। আশা করছি প্রতিনিয়ত এভাবেই গান শুনিয়ে যাবে। যাই হোক সবার উদ্দেশ্যে গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাকে। ভালো থেকো সব সময়।
অবশ্যই সময় সুযোগ পেলে তো গানগুলো দেওয়া হবে এবং সবার মাঝে শেয়ার করা হবে। ধন্যবাদ তোমায় সুন্দর মন্তব্য করার জন্য।
💓❣️💓
,।
দিন থেকে রাত আর রাত থেকে দিন, তোমাকে দেখি গানটি খুব সুন্দর ভাবে কাভার করেছেন আপু। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগছে। এত সুন্দর একটি গান আমাদের গেয়ে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমার গাওয়া গানটি শুনেছেন দেখে বেশ ভালো লাগলো।
আপু আপনি আজকেও অনেক সুন্দর একটা গানের কভার শেয়ার করেছেন। আপনার কন্ঠে এই সুন্দর গানটা শুনতে আমার অনেক ভালো লেগেছে। এই গানটা আগে কখনোই শোনা হয়নি। আজকে প্রথম বার আপনার কন্ঠে শুনলাম। তবে আপনার কন্ঠে প্রথমবারের মতো শুনতে পেলে ভালো লেগেছে। আশা করি সব সময় এরকম সুন্দর সুন্দর গানের কভার আপনি সবার মাঝে শেয়ার করবেন।
আমি প্রায় সময় এই গানটা শুনতাম। শুনতে শুনতে অনেকটাই মুখস্ত হয়ে গিয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে কভার করে শেয়ার করা যাক। অসংখ্য ধন্যবাদ আমার গানটা শোনার জন্য। ভালো থাকবেন।
বেশ সুন্দর গেয়েছেন গানটি। তবে গানটি শোনা হয়নি। গানের কথাগুলো বেশ সুন্দর। প্রতিটি কথায় প্রেমের গভীরতার প্রকাশ ঘটেছে। বেশ ভালো লাগলো গানটি আপনার গলায় শুনে। ধন্যবাদ সুন্দর একটি গান শেয়ার করার জন্য।
কি বলেন আপু,এটা অনেক পুরনো একটা গান। আর শুনতে বেশ ভালো লাগে। আমি তো প্রায় সময় শুনতাম। ধন্যবাদ ভালো লাগলো মন্তব্য দেখে।