স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
আজকের দিনটা ব্যস্ততায় ভরপুর। কারণ আজ আমাদের মেহমান আসবে।তাই মেহমানের জন্য আয়োজন করতে করতে বেলা যাচ্ছে। যদিও আজকের অনুকবিতাগুলো গতকাল রাতেই লেখা হয়েছিল। তাই ভাবলাম সময় করে শেয়ার করে ফেলি। বরাবরই আপনাদের মাঝে অনুকবিতা শেয়ার করতে ভালো লাগে।
অনুকবিতা হলো আমার এক প্রশান্তির উৎস। কারণ মাঝে মাঝে অনুকবিতা লেখার মাধ্যমে নিজের মনের মাঝে থাকা দুঃখ বা আবেগ অনুভূতি শেয়ার করতে পারি। কখনো বা আবার কল্পনাকে কবিতার মাঝে ঠাঁই দেয়া যায়।আজকের অনুকবিতাগুলোতে বেশিরভাগ কিছু অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছি।একেকটা অনুকবিতায় একেক রকম অনুভূতি ব্যক্ত করা হয়েছে। আর এই অনুভূতিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারলে খুবই ভালো লাগে। ভিন্ন ভিন্ন অনুভূতিগুলো যখন কবিতায় প্রকাশ করা হয় তখন মনে হয় যেন মনের তৃপ্তি গঠিত হয়। যাইহোক কথা না বাড়িয়ে আজকে ছোট ছোট অনুকবিতা গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।
(১)
দিন ফুরাচ্ছে হচ্ছে নতুন অভিজ্ঞতা।
মনের অগোচরে জমছে কালো মেঘ।
সময় যেন থমকে যায় মাঝে মাঝে।
আবার কখনো কখনো হয় ভীষণ গতিশীল।
(২)
বাস্তবতার শহরে অহংকার করা,
এ যেন বড্ড বেমানান।
আজ আছে তো কাল নেই,
পৃথিবীতে আছে এমন অনেক প্রমাণ।
(৩)
এলোমেলো জীবনে তুমি আশার আলো।
সব কিছু ভুলে তোমায় বাসি ভালো।
অজানা পথে একলা পথিক আমি,
তোমার সঙ্গ পেলে হই অনেক দামি।
(৪)
জীবন নদীর তীরে বহমান ঢেউ,
মনে করিয়ে দেয় আপন নেই কেউ,
স্বার্থের সন্ধানে সবাই হয় আপন,
নিরবতার অপঘাতে হারায় প্রিয়জন।
(৫)
নিঃস্বার্থ ভালোবাসা হারিয়ে গেছে কোথায়,
নেই কোনো আয়োজন ভালোবাসার জায়গায়,
আছে শুধু বুক ভরা অভিমানের ঝড়,
ভালোবাসা নেই কোথাও আছে স্বার্থের পর।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনু কবিতা আসলেই মনের প্রশান্তি পাওয়ার অন্যতম মাধ্যম। বেশ কয়েকটি অনু কবিতা শেয়ার করেছেন। প্রত্যেকটি অনুকবিতার মধ্যে ভিন্ন ভিন্ন ভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। প্রিয় মানুষকে নিয়ে এই সমাজে আপন বলতে কেউ নেই জীবন থেকে অর্জিত অভিজ্ঞতা সহ আরো বেশ কিছু অনুভূতি প্রকাশ করেছেন কবিতা গুলির মধ্যে। প্রত্যেকটি অণু কবিতাই আমাকে মুগ্ধ করে দিয়েছে। এরকম অনু কবিতা গুলি আপনার থেকে আগামীতে আরও দেখতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছোট্র কবিতা গুলোর মাধ্যমে মনের অনেক কিছু অনুভূতি শেয়ার করা যায়। কিছু বিষয় আছে যেগুলো যেকোন ভাবে সবার সাথে শেয়ার করতে পারলে খুব তৃপ্তি পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর কবিতা লিখলেন আপনি। আপনার শেয়ার করা প্রতিটি অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আরে বাহ্ আপু আপনি তো আজকে অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আমার কাছে তো আপনার লেখা এই অনু কবিতা গুলো পড়তে খুব ভালো লেগেছে। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে সবগুলো অনু কবিতা আপনি লিখেছেন। অনু কবিতাগুলো লেখার অনুভূতি অনেক সুন্দর ছিল।
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি সত্যি অনেক বেশি সুন্দর করে অনু কবিতা লিখতে পারেন। আর আজকেও খুব সুন্দর করে অনু কবিতা গুলো লিখেছেন আপনি। আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আর আপনি প্রতিনিয়ত অনু কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন বলেই এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখতে পারছেন।
কবিতার লাইন গুলো দারুন লিখেছেন আপু একজন মানুষের বাস্তব অভিজ্ঞতার একটা অংশ যেন কবিতার ভাষায় তুলে ধরেছেন। হ্যাঁ বয়সের সাথে সাথে মানুষের যেমন একটা অভিজ্ঞতা আসে ঠিক একইভাবে তার মনে কিছু তিক্ত অভিজ্ঞতা নিজেকে সতর্ক করে। চমৎকার লাইনগুলো আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনু কবিতা মানে ছোট ছোট কবিতার মাধ্যমে নিজের অনেক কথা মনের গহীন থেকে তুলে আনতে হয়। আপনি প্রতিটি কবিতাতেই মাত্র কয়েক লাইনের মধ্যেই অনেক গভীর কথা উল্লেখ করেছেন। ভালো লাগলো পড়ে
ব্যস্ততার মাঝে থেকেও আমাদের মাঝে একগুচ্ছ সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাগুলো প্রায় সময় পড়া হয় আপু। আপনি বরাবরের মতোই অসাধারণ লিখেছেন আজকেও। সবগুলো কবিতাই মানুষের বাস্তব জীবনকে কেন্দ্র করে লিখেছেন। ভিন্ন ভিন্ন বিষয় ভিন্ন ভিন্ন কবিতায় ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে প্রথম দুইটা কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত চমৎকার একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
আমি লক্ষ্য করে দেখেছি আপনি প্রত্যেক সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করে থাকেন। আপনার লেখা কবিতা গুলো আবৃত্তি করতেও বেশ ভালো লাগে আমার কাছে। আজকের কবিতাগুলো জাস্ট অসাধারণ ছিল। অনেক সুন্দর লিখেছেন আপনি।