স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
অনুকবিতা হলো আমার এক প্রশান্তির উৎস। কারণ মাঝে মাঝে অনুকবিতা লেখার মাধ্যমে নিজের মনের মাঝে থাকা দুঃখ বা আবেগ অনুভূতি শেয়ার করতে পারি। কখনো বা আবার কল্পনাকে কবিতার মাঝে ঠাঁই দেয়া যায়।আজকের অনুকবিতাগুলোতে বেশিরভাগ কিছু অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছি।যাইহোক আজকের এই রৌদ্দোজ্জ্বল দিনে এই অনুকবিতাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার লেখা কবিতাগুলো ভালো লাগবে।
(১)
আজ এই অবেলায় মন শুধু তোমারই অপেক্ষায়,
নিস্তব্ধতায় হারিয়ে যায় অজানা ঠিকানায়,
তুমিময় সব যেন মুগ্ধতায় হারায়,
তুমিহীন এ হৃদয় অঝোর ধারায় ঝরে যায়।
(২)
ঘন কুয়াশায় ঘেরা শহর,
মনে হয় এই বুঝি শুরু হলো প্রভাত,
যেদিকে তাকাই কুয়াশার ঘনঘটা,
আর দেখতে পাই সবুজের সতেজতা।
(৩)
আজও আমি অজানা পথে হাটি,
তোমায় পাবো সেই আশায়,
আজও রাত জাগি অন্ধকারে,
তোমায় পাবো কাছে সেই প্রতীক্ষায়।
(৪)
নিস্তব্ধ রজনী কেটে যায় তুমিহীন,
তুমি বিহনে জোনাকির আলো আজ বেমানান,
তুমিহীন আজ পূর্ণিমার আকাশ ঘোর অন্ধকার,
তুমি পাশে থাকলে আলোয় আলোকিত হয়ে সব একাকার।
(৫)
জীবনের প্রতিটি মোড়ে বুঝেছি শত বেদনা,
হয়েছি নির্বাক হয়েছিলাম অসহায়,
এ বেদনা যেন স্মৃতির পাতায় আবদ্ধ,
জানিনা কবে হবে এই অতীতের শ্রাদ্ধ।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
দারুণ লিখলেন আপু! প্রত্যেকটি অনুকবিতায় ভালো ছিল।
আজও আমি বসে থাকি,
তুমি আসবে বলে সেই প্রতীক্ষায়। দারুণ লিখলেন আপু 🌸
ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আপনার মন্তব্যটা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার শেয়ার করা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো আপু। ভালোবাসার মানুষের প্রতীক্ষা প্রতিটি মানুষ করে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কবিতা গুলো পড়ার জন্য।
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো।
সব সময় আপনাদের উৎসাহমূলক মন্তব্য দেখলে খুব ভালো লাগে, ধন্যবাদ।
আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিভিন্ন আঙ্গিকে কবিতা গুলো লেখার চেষ্টা করেছেন। আসলে অনু কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে। বিশেষ করে আপনার লেখা তৃতীয় কবিতা টি পড়ে একটু বেশি ভালো লাগলো।
আমার লেখা কবিতা গুলো যে আপনার ভালো লেগেছে এটা শুনে আমারই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনার লেখা অনু কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
এরকম কবিতা গুলো লিখতে খুবই ভালো লাগে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
প্রতিটি কবিতা বেশ চমৎকার ছিল আর অনু কবিতাগুলো অর্থ মিল রেখে খুব সুন্দর ভাবে তুলে ধরেছো ধন্যবাদ তোমাকে ভালো থেকো সর্বদায় এই কামনা করি ।
ধন্যবাদ তোমায় আমার কবিতা গুলো পড়ার জন্য।
বাহ দারুণ চমৎকার লাগল আপনার অনুকবিতা গুলো আপু। বেশ চমৎকার লিখেছেন আপনি অনুকবিতা গুলো। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
সব সময় আপনার সুন্দর মন্তব্য গুলো দেখে খুবই ভালো লাগে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি চমৎকার অনুভূতি দিয়ে সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে মনের সুন্দর অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। এবং সুন্দর সুন্দর মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখলে খুবই ভালো লাগে আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।