স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
সকাল সকাল বাইরে বের হওয়াটা খুবই কষ্টকর।যদিও সচরাচর বের হওয়া হয় না। তবে মাঝে মাঝে বিভিন্ন কাজের জন্য বের হতে হয়। যাই হোক আজকে কিছু কবিতা শেয়ার করতে এসেছি। কবিতাগুলো সবগুলোই ভিন্ন ভিন্ন মতবাদের ভিত্তিতে লেখা। তবে কিছু বাস্তব ভিত্তিতে কবিতা লেখা হয়েছে। প্রতিটা কবিতায় আলাদা একটা অনুভূতি জাগ্রত হয়। আজকের কবিতাগুলো মনের কিছু অজানা কষ্ট থেকেই
লেখা হয়েছে।
গতকাল রাতেই এই অনুকবিতা গুলো লিখেছিলাম।মাঝে মাঝে আগে থেকেই কোনো পোস্ট রেডি করে রাখা হয়। ঠিক তেমনি আজকের পোস্টটাও গতকাল রেডি করে রেখেছিলাম। যাইহোক কথা না বাড়িয়ে আজকের অনুকবিতাগুলো শুরু করি।
(১)
শূন্যতায় দিয়েছি ডুব,
সাতরে কূল পাই না,
নীরবতা আকড়ে ধরেছে,
জং ধরা মরিচা ছাড়ে না।
হাহাকার বহুবার করেছি,
নিস্তব্ধতা এসে ধরেছে জড়িয়ে,
শূন্যতা আজও নিরবে কাঁদায়,
ভালোবাসাগুলো গেছে হারিয়ে।
(২)
তোমার ভালোবাসায় হয়েছিলাম দিশেহারা,
দিয়েছো তুমি বুক ভরা দুঃখ আর ব্যথা,
রয়েছি আজও অপেক্ষায় তোমারই জন্য,
তুমি আমার প্রিয় ছিলে হয়ে অনন্য।
(৩)
প্রশান্তির ছোঁয়া লেগেছে মনে,
অশান্তির তীব্র ছায়া গিয়েছে দূরে,
স্বার্থপরতার বেড়াজালে বেঁধেছে সবাই,
নিজেকে নিয়েছে আপন নীড়ে,
দুঃখ সে তো দূরে পালায়,
স্বার্থপরতাই দিনশেষে জিতে যায়।
(৪)
সহস্র বেদনা বুকে নিয়ে আছি বসে,
তীরের আঘাত লুকিয়ে রেখেছি যতনে,
ব্যথার নাশক আর কাজ করে না মনেতে,
হাসির মাঝে লুকিয়ে রাখে আনমনে।
(৫)
আজ নিরব কবি বসে রয়,
নিরবতাই যেন তার সঙ্গী,
ব্যস্ততা বাড়ায় কলমের কালিতে,
খাতার পাতা হয় পূরণ অপ্রিয় সত্যে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা অনু কবিতা গুলো আমার কাছে পড়তে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর টপিক তুলে ধরে আপনি প্রতিটা অনু কবিতা লিখেছেন। মনটা ভরে গেল আপনার প্রতিটা অনু কবিতা পড়ে। আপনার লেখা তিন নাম্বার অনু কবিতা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
আমার লিখা অনু কবিতাগুলো সব সময় পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন আপু। প্রত্যেকটা অনু কবিতা খুবই ভালো লাগলো পড়ে। বরাবরের মতোই খুব চমৎকার লিখেছেন। তিন এবং পাঁচ নং অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
বরাবরের মতো অসংখ্য ধন্যবাদ আপু, সবসময় কবিতাগুলো পড়ার জন্য।
আপনার অনু কবিতাগুলোর লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে অনু কবিতা গুলোর লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে অনু কবিতা গুলো পড়তে।
শুধুমাত্র চেষ্টা করছ ভাইয়া। প্রফেশনাল কবি হওয়া সম্ভব না কখনোই ধন্যবাদ আপনাকে।
আপনার প্রত্যেকটি অনুকবিতা ভালো লেগেছে আপু। একেকটা অনুকবিতার একেকটা অর্থ বহন করে। ভালো ছিল আপু 🌸
ভিন্ন অর্থ ঘিরেই লেখা ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
চমৎকার সব অণুকবিতা লিখেছেন আপনি আপু। লাইন মেইনটেইন করে একদম পারফেক্ট অণুকবিতা৷ তাছাড়া কবিতায় আপনার শব্দ প্রয়োগও খুব সুন্দর ছিল। মনের ভাব বেশ সুন্দরভাবে গুছিয়ে প্রকাশ করেছেন।
ধন্যবাদ আপু,চেষ্টা করলাম ফুটিয়ে তুলতে।
অনু কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। একসাথে অনেকগুলো কবিতা পড়া যায়। আপনি বেদনা ভরা কিছু সুন্দর কবিতা শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা কবিতায় খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার লেখা অনুকবিতা গুলো পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। ভালো লাগলো আপনার মন্তব্যটা দেখে, ভালো থাকবেন।
অনেক দারুন কিছু অনু কবিতা লিখেছেন আপু। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন।দুই ও তিন নম্বর অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।