ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ। ||রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

আজকে চলে এলাম কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আসলে রেনডম ফটোগ্রাফি পোস্ট গুলো করতে একটু আলাদাই ভালো লাগে। কারণ বিভিন্ন জায়গার, বিভিন্ন মুহূর্তের ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং স্মৃতিচারণ করতে পারি। ছবি মূলত আমাদের পুরনো মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়। আর সেখানে কাটানো সুন্দর মুহূর্ত গুলো আবারও মনে করতে পারলে বেশি ভালো লাগে। যাইহোক খুব বেশি কথা না বাড়িয়ে আজকে রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।



কেশরাজ


20241230_092737.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

প্রথমে যে ছবিটা শেয়ার করলাম এটা হলো কি কেশরাজ গাছ। এই গাছটা হলো আমাদের ছাদের উপর একটা টবে। যেই টবে আমি কাঠগোলাপ গাছ রোপন করেছি এই গাছটা সেখানেই বড় হয়ে উঠেছিল। আর এখন দেখি অনেক বড় হয়ে গিয়েছে। তাই একটা ছবি তুলে নিলাম। আসলে এই গাছটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এই গাছটা আমাদের সকলের জন্য খুবই উপকারী। এটা দিয়ে ভর্তা কিংবা রস দুটোই খাওয়া যায়।এটা আবার চুলের জন্য খুবই উপকারী।



আর্টিফিশিয়াল চন্দ্রমল্লিকা


20241228_154859.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ফুলগুলো এত বেশি যে আসল ফুলগুলো যেন পিছনে পড়ে যাচ্ছে।তবে আর্টিফিশিয়াল ফুলগুলো যখন নতুন থাকে তখন মনেই হয়না এগুলো যে কৃত্রিমভাবে তৈরি। মেলায় গিয়ে বেশ কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছিলাম ।আর এখানে একটা ছবি শেয়ার করলাম। এটা হল চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। যেটা দেখতে একদম বাস্তব চন্দ্রমল্লিকা ফুলের মতোই লাগছিল।



আর্টিফিশিয়াল গোলাপ


20241228_154908.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



মেলায় অনেক ধরনের আর্টিফিশিয়াল ফুল ছিল। তার মাঝে এগুলো ছিল গোলাপ ফুল। গোলাপ ফুল গুলো রংবেরঙের হওয়ার কারণে দেখতে অসাধারণ লাগছিল। আসলে ফুলগুলো যখন বাসায় সাজিয়ে রাখা হয় তখন অনেক বেশি ভালো লাগে। তবে গোলাপ কিংবা অন্য ফুল,সব গুলোর দাম অনেক বেশি।



আর্টিফিশিয়াল ফুল


20241228_154916.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



এই ফুলগুলো দেখতে অনেকটা পদ্মফুলের মত হলেও এটা অন্য ফুল। তবে আমার জানা নেই। আর্টিফিশিয়াল ফুলগুলো যেহেতু এক কর্নারে সাজানো রয়েছে তাই ধাপে ধাপে অনেকগুলো ছবি তুলেছিলাম। এগুলো রংবেরঙের হওয়ার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল।এখানে অনেকগুলো ফুল একসাথে ছিল বিধায় দেখতে আরো বেশি ভালো লাগছিল। যাই হোক এই ফুলটার নাম যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।



পোকার ফটোগ্রাফি


20241213_104837.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12



এখানে যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো একটা পোকার ফটোগ্রাফি। আসলে অনেক সময় শীতের সময় সুপারি গাছগুলোতে দেখা যেতে এরকম পোকাগুলো দল বেঁধে আবদ্ধ হয়ে বসে থাকে। যখন এগুলোকে ফু দেয়া হয় অথবা কোন কিছু দিয়ে নেড়ে দেয়া হয় তখন এগুলো চারিদিকে ছড়িয়ে যায়। কিছুদিন আগে এই ফটোগ্রাফি টা করেছিলাম।



নতুন ভবন


20241028_103426.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

কক্সবাজারের মহেশখালীতে যখন গিয়েছিলাম তখন রাস্তা পেরিয়ে দেখলাম এত সুন্দর একটা ভবন নতুনভাবে নির্মিত হয়েছে। আসলে প্রথমবার যখন সেখানে গিয়েছিলাম তখন এই ভবনটি দেখিনি। এবার গিয়ে দেখলাম নতুন ভবন তৈরি হয়েছে। আসলে নতুন এবং সদ্য রঙ করার কারণে দেখতে ভালো লাগছিল। আশেপাশের গাছপালা নেই একদম শূন্য মাঠেই যেন একটা ভবন আছে।



হরেক রকম ব্যাগ


20241027_172919.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12

এখানে যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন তা হলো হরেক রকমের ব্যাগের ফটোগ্রাফি। কক্সবাজার পর্যটন কেন্দ্র হিসেবে সেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এগুলো দেখে হঠাৎ তো খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করে নি। যদিও এগুলো নেয়া হয়নি অন্যরকম দুটো ব্যাগ নেয়া হয়েছিল আমার এবং ভাবির জন্য। যাই হোক এই ফটোগ্রাফি টা আশা করি আপনাদের ভালো লাগবে।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনফটোগ্রাফি প্রতিযোগিতা
ফটোগ্রাফার@bristy1
ডিভাইসSamsung Galaxy M12
লোকেশনফেনী

images (4).png

20241008_175612.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 days ago 

খুবই সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 23 hours ago 

একদম ঠিক বলেছেন যত্নের সবকিছুই সুন্দর হয়, ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে আর্টিফিশিয়াল চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 23 hours ago 

আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগে, ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আপু আপনি এলোমেলোভাবে অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। গোলাপ ফুলের টবে কেশরাজ গাছের ফটোগ্রাফি টা দারুন লাগছে। তাছাড়াও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার ধারন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 23 hours ago 

এই কেশরাজ গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আপু দেখতে বেশ দারুন লাগে।

 3 days ago 

এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়। আপনি অনেক ধৈর্য ধরে সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখেই বুঝতে পারছি।

 23 hours ago 

সুন্দর ফটোগ্রাফি মানে ধৈর্য ধরে ফটোগ্রাফি করতে হয়। ধন্যবাদ আপনাকে আপু।

 3 days ago 

আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাই। আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। যেটা করতে আমিও পছন্দ করি। এত সুন্দর ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 23 hours ago 

ফটোগ্রাফি অনেকেরই বেশ পছন্দের একটা কাজ। তবে সময় নিয়েই করতে হয়। ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

Screenshot_20250107-130334_SuperWalk.jpg

20250107_130142.jpg

 3 days ago 

রেনডম ফটোগ্রাফি নিয়ে আজকের ফটোগ্রাফি অ্যালবামটি সাজিয়েছেন। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর্টিফিশিয়াল চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি দেখে আমি বুঝতেই পারিনি এটা আর্টিফিশিয়াল। গোলাপ ফুল গুলো দারুন লাগছে। সুন্দর কিছু ফটোগ্রাফি সাথে গুছিয়ে উপস্থাপনা করে দারুন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 23 hours ago 

আর্টিফিশিয়াল ফুল গুলো দেখলে অনেক ভালো লাগে মনেই হয় না যে এগুলো কৃত্রিম ভাবে তৈরি, ধন্যবাদ আপু।

 3 days ago 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফির মধ্যে যে গাছটি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন সেটি কিন্তু এক ধরনের ঔষধি গাছ। আবার অনেকে মাথার চুলে এই ধরনের গাছের রস ব্যবহার করা হয়।

 23 hours ago 

জ্বী ভাইয়া এই গাছটা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

কেশরাজ গাছ আমাদের চুলের জন্য অনেক উপকারী। এটা ব্যবহার করার জন্য অনেকবার খুঁজেছি তবে পাইনি। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। বিভিন্ন রকম ব্যাগের ফটোগ্রাফি টাও খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 23 hours ago 

আমাদের এদিকে অনেক গাছ পাওয়া যায় আপু পারলে পাঠিয়ে দিতাম,হাহাহা। যাই হোক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 95208.70
ETH 3320.39
USDT 1.00
SBD 7.55