লেভেল ওয়ানের ফাইনাল পরীক্ষা || 10% Beneficiaries shy-fox

আসসালামুয়ালাইকুম আমি বৈশাখী আক্তার।


আজকে আমি আমার নিজের একটি পরিচিতি বিষয়ক পোস্ট করতে যাচ্ছি।আমি কয়েকদিন আগে স্টিমিট এর এই প্লাটফর্মে যুক্ত হই এবং গতকাল প্রথম ডিস্কর্ড-এ জয়েন হয়ে @abb-school এর প্রথম ক্লাস করি। ক্লাসে শেখার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্ত ছিলো, যা আজকে আমি পর্যালোচনা করার চেষ্টা করবো। প্রথমেই আমি বলতে চাই আমার বাংলা ব্লগ এর প্রিন্সিপাল দাদার কথা যার কোন তুলনাই হয় না। দাদার কথা এতোদিন আমার স্বামীর মুখে অনেক শুনেছি, তবে কাল সত্যি বুঝতে পারলাম কেন আমার স্বামী দাদার এতো প্রশংসা করে! দাদা খুব সফট মাইন্ডের মানুষ আর খুব পরোপকারী। সাধারন মানুষ এর প্রশ্ন গুলা দাদা নোটিশ করে যেই ভাবে উওর দিয়েছেন সত্যি আমি অবাক। আর প্রোফেসর শুভ ভাইয়া অনেক সুন্দর ভাবে সব বুঝিয়ে বলেছেন। ভাইয়া অনেক ধৈর্যশীল মানুষ তবে একটু রাগী। তবে এটাও সত্যি যারা একটু বেশি রাগী তাদের মনটাও অনেক ভালো হয়ে থাকে ।

image.png

Divice iphone 11 pro max

What's 3 Word Location


আমি ক্লাস থেকে যা শিখেছি তা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।


দাদার পিন করার পোস্ট থেকে দেখেছিলাম কিছু বিষয় লিখতে হবে। আমি সেগুলো যা যা শিখেছি তা উপস্থাপন করার চেষ্টা করব।

কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?


স্পামিং হচ্ছে সেম জিনিস একাধিক বার করা। যেমন আমি একটি কমেন্ট করেছি সেটাই আবার অন্য পোস্টে করে দিলাম। আবার এমন হতে পারে কোন পোস্টে আমি ছোট ছোট করে কমেন্ট করে দিলাম এগুলাও স্পামিং এর অন্তর্ভুক্ত। যেমন কোন পোস্ট করেছে সেখানে লিখে দিলাম অসাধারন হয়েছে, খুব সুন্দর হয়েছে এই ধরেনের কমেন্ট।


ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?


কপিরাইট বলতে এক কথায় নকল করাকেই বুঝায়। নিজের ক্রেডিট নেই অন্যের ছবি পোস্ট করে দেয়াকেই ফটো কপিরাইট বলে। যেহেত আমরা এখানে এসেছি নিজের ক্রিয়েটিভিটি শো করার জন্য সুতরাং কপিরাইট এর মনোভাব থাকা যাবে না। আর হ্যা সত্যি বলতে এখানে সবাই নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়েই আসে সুতরাং যেখানে কাজ করবো সেখানের নিয়ম কে সম্মান করা প্রতিটা মানুষের দায়িত্ব বলে আমি মনে করি।


তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

প্রথমেই বলি আমি ১ টা সাইডের নাম ভুলে গিয়েছিলাম। আমি তখন আমার স্বামীর থেকে জেনে নিয়েছি। সত্যি বলাই ভালো যেহেতু আমি পরিক্ষা দিতে এসেছি।

১- pexels
২- stocksnap
৩- pixabay

এই সাইড গুলি থেকে ছবি সংগ্রহ করলে সেগুলো কপিরাইট এর আওতায় পরবে না। তবে নিজের ছবি ব্যাবহার করাই উওম বলে আমি মনে করি।


পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?


ট্যাগ এর বিষয়টি দাদা এত সুন্দর করে উপস্থাপনা করেছেন আমি কোন দিন ভুলবো না। ট্যাগ বলতে সাধারন্ত লেবেল কে বুঝানো হয়। দাদা উদাহরন স্বরুপ একটি টিশার্ট এর সাইজ এর লেবেল সম্পর্কে কথা বলেছিলেন। যেমন টা একটা টি-শার্ট এর সাইজ যদি ৪২ হয় সেটা লেবেল এর মাধ্যমে খুব সহজে বের করা সম্ভব। আসলে ট্যাগ বলতে লেবেলকেই বুঝানো হয়। যার মাধ্যমে খুব সহজে হাজার হাজার জিনিস এর মধ্য থেকে প্রয়োজনীয় জিনিস টি খুজে বের করা যায়।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

১- ধর্মীয় বিরোধী কোন পোস্ট
২- রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে এমন পোস্ট।


প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?


প্লাগারিজম বলতে সাধারনত চুরি করাকেই বুঝায়। অন্যের অনুমতি ছাড়া কিছু নেয়াও চুরির মধ্যেই পরে। প্লাগারিজম করে আসলে বেশি দূরে যাওয়াও যায় না। নিজের কিছু না থাকলে অন্যের টা চুরি করে কত দিন ? আর আমি এটা বিশ্বাস করি আমার বাংলা ব্লগের চোখ ফাকি দিয়ে কেউ পার পাবে না। কারন আমি আমার স্বামীর কাছ থেকে কম বেশি অনেক কিছুই এর আগে শুনে এসেছি।


re-write আর্টিকেল কাকে বলে?


অল্প কথায় বলতে গেলে কোন লেখকের লিখনী পূনরায় উপস্থাপন করা। তবে এটা লক্ষ্য রাখতে হবে অন্যের কথা লিখতে গেলেও সেখানে ৮০% কথা নিজের থাকতে হবে।


ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?


লেখক এর নাম।
কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে।
নিজের লিখা ৮০% আছে কিনা।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?


সাধরনত কোন পোস্টে ২৫০ টি ওয়ার্ড এর কম হলে সেটি ম্যাক্রো পোস্ট হিসেবে গন্য করা হবে।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]


আমি মনে করি গঠন মূলক পোস্ট একটি করাই উওম। তবে চারটি পর্যন্ত পোস্ট করা যাবে।

দাদার পোস্ট থেকে প্রশ্ন গুলি নিয়ে নিজে যতটুকু জানি তার উওর দেয়ার চেষ্টা করেছি। ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


IMG_4617.JPG


IMG_4627.JPG


IMG_4637.JPG

Divice iphone 11 pro max

What's 3 Word Location


আমার স্বামীর একটা কথা আমি সব সময় মানার চেষ্টা করি কাজ করে পাওয়ার চিন্তা করবে। ফ্রিতে কিছুই ভালো না। নিজের জায়গা নিজে তৈরি করে নিবে। অনেক অনেক ধন্যবাদ এতটা সময় নিয়ে আমার পোস্ত পড়ার জন্য।

Sort:  
 3 years ago (edited)

আমি আশাবাদী আপনিপরীক্ষায় খুব ভালো ফল করবেন। অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। উপস্থাপনা খুব ভালো হয়েছে। আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো আপু

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এটা আমার বিশ্বাস ছিল বৈশাখী তুমি ক্লাস টা করলে অনেক কিছু জানতে পারবা। এটা বেশি ভালো লেগেছে তুমি দাদার পোস্ট টা দেখে তার পরে লিখেছো। দোয়া রইল তুমি তোমার জায়গাটা যাতে গুছিয়ে নিতে পারো। আমার বিশ্বাস আছে তুমি পারবে এটা।

অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ করে যাবেন।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার পোস্টটি পড়েই বুঝতে পারলাম আপনি abb-school এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন। আপনার উপস্থাপন গুলো চমৎকার ছিল। এগিয়ে যান আরও অনেক কিছু জানতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু। 😍😍

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এতোটুকু বুঝতে পারলাম যে আপনি খুব মনোযোগ সহকারে এবিপি স্কুলের ক্লাস করেছেন এভাবে ক্লাস করে আপনি

ধন্যবাদ।

 3 years ago 

বাহ খুব সুন্দর গোছানো উপস্থাপনা। সত্যি বলতে এই লেখাটা পড়ে আমি নিজেও কিছুর ব্যাপারে পরিপূর্ণ ধারণা লাভ করতে পেরেছি। আশা করি আপনার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর পোস্ট পেতে চলেছি সামনে। শুভ হোক আপনার আগামীর পথচলা। ভালো থাকুন।

আপনি খুব ভালো গান করেন। সাইফুল এর কাছ থেকে শুনেছি🥰🥰😍

 3 years ago 

আপু আপনার দেখি জোরেশোরে ক্লাস ক্লাস শুরু করেছেন। খুবই ভালো বিষয় । আপনার এই পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। ক্লাস না করে মনে হয় ক্লাসের সব কিছুই আপনার পোস্ট পড়ে জেনে ফেলেছি ।শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু।

আপনি অবশ্যই আজকে ক্লাসে উপস্থিত থাকবেন। আপনার একটা পরীক্ষা নেয়া হবে। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আমি না খুব ভয় পেয়েছি। কিন্তু উওর গুলি আমি জানতাম 🥺

 3 years ago 

বেশ ভালো হয়েছে। রিলিজিঅন বিরোধী নয় ঠিক, আপনি পুজা পার্বণে কিভাবে সময় কাটিয়েছেন সেগুলো দিতেই পারেন তবে রিলিজিঅনের প্রচার বা আমার রিলিজিওন শ্রেষ্ঠ সেগুলো করা যাবে না।

ধন্যবাদ ভাইয়া বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য

আপু আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগেলো,আপনি অনেক চমৎকার ভাবে গোছিয়ে উপস্থাপনা করছেন।আশাকরি আপনি পরীক্ষার ফলাফল ভালো করবেন।আপনার জন্য শুভ কামনা রইল আপু।

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98914.40
ETH 3374.27
USDT 1.00
SBD 3.08