লেভেল থ্রি হতে আমার অর্জন @boishakhi । ১০% লাজুক খ্যাক এর জন্য।

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগবাসী


আশা করি সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে লেভেল থ্রি এর আমার অর্জিত জ্ঞান উপস্থাপন করতে যাচ্ছি। আমার বাংলা ব্লগ এমন একটি প্লাটফর্ম যেখানে আমরা বিনামুল্যেই অনেক জ্ঞান এর অধিকারী হতে পারছি। আর তা শুধুমাত্র সম্ভব হচ্ছে আমাদের প্রাণপ্রিয় rme দাদার মাধ্যমে। আর আমাদের শুরু থেকে অক্লান্ত শ্রম দিয়ে প্রফেসরগণ যারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এমন একটি প্লাটফর্মে কাজ করার যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য। এখন আমি লেভেল থ্রি এর সমস্ত শিক্ষনীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।


276023304_513457000152477_2091358227131587201_n.jpg

iphone 11 pro max

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


প্রশ্নঃ মার্কডাউন কি?


আমরা মূলত আমাদের পোস্টের লেখা এবং ছবিগুলোকে সুন্দর এবং আকর্ষণীয় করে উপস্থাপন করতে যেসকল টেক্সট ফরম্যাট ব্যবহার করে থাকি তাই মার্কডাউন।


প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?


মার্কডাউন কোডগুলো ব্যবহার করার ফলে পোস্ট পাঠকের কাছে খুবই সুন্দরভাবে উপস্থাপিত হয়। যার ফলে যে কেউই পোস্টটি্র প্রতি আকৃষ্ট হয়। আসলে মানুষ বলতেই সুন্দরের পূজারী তাই আমরা সবাই চাই সবকিছু পরিচ্ছন্ন এবং গোছালো হোক। যার জন্য আমি মনে করি পোস্ট করতে গেলে অবশ্যই মার্কডাউনের যথাযথ ব্যবহার করা জরুরী।


প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?


পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে, কোডগুলোকে পোস্টের মধ্যে দেখানোর জন্য কোডগুলোর আগে চারটা স্পেস দিতে হবে । তাহলেই কোডগুলো দৃশ্যমান হবে।

<br>


প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন

UserPostSteem Power
User110500
User2209000


মার্কডাউন কোডগুলো নিচে উল্লেখ করা হলো-

|User| Post| Steem Power|
|-|-|-|
|User1| 10| 500|

|User2| 20| 9000|

ফলাফলঃ

UserPostSteem Power
User110500
User2209000


প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?


প্রথমে তৃতীয় বন্ধনীর মধ্যে source লিখতে হবে। এরপর সোর্স লিঙ্ক কপি করে প্রথম বন্ধনীর মধ্যে পেস্ট করতে হবে।

[source](-----)
source


প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।


বৃহৎ হতে ক্ষুদ্র ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড গুলো হচ্ছে:-

# Header1
## Header2
### Header3
#### Header4
##### Header5
###### Header6


ফলাফলঃ

Header1

Header2

Header3

Header4

Header5
Header6


প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।


টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি হলঃ

<div class ="text-justify"> ----- </div>


প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?


কনটেন্টের টপিকস নির্বাচনে ৩ টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে সেগুলা হলঃ

  • জ্ঞান
  • অভিজ্ঞতা এবং
  • সৃজনশীলতা


প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?


কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে অবশ্যই সর্বপ্রথম সেই সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। জ্ঞানের সমাহার ঘটিয়ে এবং বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন এর উপর ভিত্তি করে নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলে কন্টেন্ট তৈরী করতে হবে। তাই ব্লগ এর টপিক্স এর জন্য জ্ঞান থাকা আবশ্যক।


প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?


যদি আমি একটি পোস্টে $7 সমমূল্যের ভোট দেই তাহলে আমি $7 এর অর্ধেক $3.5 সমমূল্যের স্টিম পাওয়ার হিসেবে পাবো। কারণ কিউরেটরদের এখানে স্টিম পাওয়ার হিসেবে রিওয়ার্ড দেওয়া হয়।

তাহলে আমি কিউরেশন রিওয়ার্ড পাবো :
($3.5÷$0.50) = 7 SP
তাহলে আমি 7 SP কিউরেশন রিওয়ার্ড পাবো।


প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি?

  • পোস্ট পাবলিশ হওয়ার প্রথম পাঁচ মিনিট এবং সপ্তম দিনের শেষ ১২ঘন্টার মধ্যে কিউরেশন থেকে বিরত থাকা।
  • পোস্ট পাবলিশ হওয়ার পাঁচ মিনিট পর থেকে ৬দিন ১২ ঘন্টার মধ্যে কিউরেশন করা।
  • কোয়ালিটিফুল পোস্ট করা।


প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

@Heroism-এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। আমরা কিউরেশন করলে সাধারণত কিউরেশন রিওয়ার্ড হিসেবে শুধুমাত্র এসপি পাই। কিন্তু @Heroism-এ ডেলিগেশন করলে আমরা এসবিডি এবং এসপি দুইটাই পাবো। হিরোইজম কে ডেলিগেশন করলে, বেশি এসপি পাওয়া সম্ভব। তাছাড়া আমাদের কোয়ালিটিফুল পোস্টে হিরোইজম আপভোট দেওয়ার ফলে এখান থেকেও এসবিডি এবং এসপি দুটোই পাওয়া যাবে। তাই বলা যায়, নিজে কিউরেশন করার থেকে @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।


এই ছিলো আমার অর্জিত জ্ঞানের ঝুলিতে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। কমিউনিটিতে একে অন্যের পাশে থেকে সহযোগীতা করবেন আশা করি।


3308514C-F2D9-4208-BD52-A9BFB16DC766.jpeg

আমি বৈশাখী আক্তার।

ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর বউ ।
আমার স্বামী @saifulraju
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

Sort:  
 2 years ago 

আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছেন। আপনার উপস্থাপনা টি অনেক অনেক সুন্দর ছিল যা আমার কাছে বেশ ভাল লেগেছে। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য। 😍

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লেভেল ৩ এর পরীক্ষা দিয়েছেন। আপনার পোস্ট মধ্যে দেখলাম প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সম্পূর্ণ পোস্ট টা করে এতো সুন্দর মন্তব্যের জন্য।

লেভেল ৩ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পেরেছেন আপু। তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। খুবই সুন্দর ভাবে সবগুলোই উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল। 💞

ধন্যবাদ ভাই পাশে থেকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি লেভেল 3 পোস্ট করেছেন, আপনার টাইটেল এ লেভেল টু দেয়া এটি ঠিক করে নিবেন। আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি ব্যাপার গুলো সুন্দর ভাবে বুঝতে পেরেছেন এবং ক্লাস গুলো ঠিকভাবে করেছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

জ্বি ভাইয়া ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি বলতে একটু নার্ভাস ছিলাম 😅

 2 years ago 

আমার বংলা ব্লগ এর স্কুল Abb এখাম থেকে নিজেকে স্টিমিট এর উপর অনেক জ্ঞান অরজন করা সম্ভব। আপনাকে অভিনন্দন নিজের মেধা দিয়ে আরো এগিয়ে যান সেই কামনা করি।

আসলেই তাই!
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে লেভেল ৩ এর সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল যেন আপনি পরবর্তী লেভেল গুলো খুব তাড়াতাড়ি পার করতে পারেন।

 2 years ago (edited)

লেভেল ৩ খুবই গুরুত্বপূর্ণ একটা ইউজারের জন্য। আপনি খুব সুন্দর করে বিবরণ দিয়েছেন। প্রতিটি কথা সুন্দর উপস্থাপনা করেছেন এবং পোস্ট সুন্দর করার জন্য মার্কডাউন এর ব্যবহার অপরিহার্য এবং বেশ ভালো লাগলো। আপনি সব বিষয়ে আলোচনা করেছেন। শুভকামনা রইল। আপনার জন্য পরবর্তী লেভেলের জন্য অগ্রিম শুভেচ্ছা

আপনি অনেক সুন্দর ভাবে লেভেল 3 এর সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। শুভেচ্ছা রইলো আপনার প্রতি যেন খুব তাড়াতাড়ি সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে লেভেল 3 এর বিষয় গুলো নিজের আয়ত্তে করে নিয়েছেন। এবং অনেক সুন্দর করে সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি লেভেল 3 থেকে অনেক কিছু শিখেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসে জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14