ব্রয়লার মুরগির আচার রেসিপি | ১০% লাজুক খ্যাঁক এর জন্য ভালোবাসা |

আমার বাংলা ব্লগ- এ সবাইকে 💟স্বাগতম💟


আশা করছি সবাই সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোযার রেখে এনার্জি লো হয়ে যায় শেষ বেলায়। সব মিলিয়ে কিছুই আর ভালো লাগে না তখন। একে তো শরীর খুব একটা ভালো না। হঠাৎ ভালো লাগে আবার হঠাৎ করেই খুবই খারাপ লাগে। কিন্তু যেহেতু রোযার মাস তাই রোযা তো রাখতেই হবে! আর রোযায় গর্ভবতী মায়েদের যত্নের দিকেও খেয়াল রাখতে হবে। সব মিলিয়ে একটু হিমশিম খাওয়ার অবস্থা। অবশ্য প্রথম প্রথম একটু এমন হওয়াটাই স্বাভাবিক।


যাই হোক কোন কিছুই খেতে ভালো লাগে না। ফ্রিজে মুরগির গোস্ত ছিলো। মুরগী খেতেও ভালো লাগে না। হুট করেই মাথায় আসলো আজকে আমার মায়ের হাতের রান্না করার চেষ্টা করি একটু। মা খুব ভালো মুরগির আচার রান্না করতো। আমি আগে থেকেই ব্রয়লার মুরগি যেমন তেমন রান্না খেতে পারি না। তাই মা একটু মশলাদার আচার বানিয়ে দিলে পেট ভরে ভাত খেতে পারতাম৷ আজকে মায়ের হাতের সেই রেসিপি টি আমি শেয়ার করতে চলেছি।


IMG_20220411_180541.jpg

redmi note 4

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png


এই রেসিপি টি তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে তা আপনাদের উপস্থাপন করছি।


উপকরণ

  • মুরগির গোস্ত পরিমাণ মতো
  • পেয়াজ
  • রসুন বাটা
  • আদা বাটা
  • জিরা বাটা
  • কাচা মরিচ
  • তেজপাতা
  • গরম মশলা বাটা
  • মরিচ গুড়া
  • হলুদ
  • ধনিয়া
  • লবণ
  • তেল


কিভাবে সম্পুর্ন রান্নাটি সম্পন্ন করলাম সেই ধাপগুলি শেয়ার করছি


🔪স্টেপ- ১🔪

IMG_20220411_153113.jpg

প্রথমেই আমি মুরগির গোস্ত ভালো করে ধুয়ে নিলাম। আর ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে মশলা গুলো ভালো করে ঢুকবে ভেতরে। আর ভাজতেও সুবিধা হবে। আপনারা চাইলে পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন।


🔪স্টেপ- ২ 🔪

IMG_20220411_153120.jpg

আমার ঘরে কিছু বাটা মশলা ছিলো, যেগুলো ছিলো না সেগুলো বেটে নিতে হবে। আমি আজকে এখানে সব বাটা মশলা ব্যবহার করছি।


🔪স্টেপ- ৩ 🔪

IMG_20220411_153404.jpg

শুকনো মশলাগুলো এবার পাটায় বেটে নিলাম। পাটায় বাটা মশলার রান্না আমার দারুণ লাগে খেতে।


🔪স্টেপ- ৪ 🔪

IMG_20220411_155833.jpg

এইতো আমার বাটা মশলা রেডি। আদা রসুন তো আগেই বেটে নেওয়া ছিলো বলেছিলাম।


🔪স্টেপ- ৫ 🔪

IMG_20220411_155815.jpg

এখানে যা যা গুড়া মশলা ব্যবহার করেছি সেগুলো দিয়ে দিলাম। সাথে গোটা কালো এলাচ, তেজপাতা আর পেয়াজ গোল গোল করে নিয়েছি। আর কি কি দিয়েছি তা তো দেখতেই পাচ্ছেন!


🔪স্টেপ- ৬ 🔪

IMG_20220411_160007.jpg

এবার একে একে সব মশলা গুলো ধুয়ে রাখা গোস্তের উপর ঢেলে দিলাম।


🔪স্টেপ- ৭ 🔪

IMG_20220411_160358.jpg

এবার আমি সবগুলো উপকরণ মাখিয়ে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিলাম।


🔪স্টেপ- ৮ 🔪

IMG_20220411_164052.jpg

এবার চুলায় একটি কড়াইয়ে তেল গরম করে মাখানো গোস্ত সব ঢেলে আলতো হাতে নাড়তে হবে৷ নেড়ে চেড়ে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।


🔪স্টেপ- ৯ 🔪

IMG_20220411_165449.jpg

গোস্তগুলো কষিয়ে হালকা ভাজা হয়ে আসলে অল্প পরিমাণ পানি দিয়ে ভালাও করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে চুলার আচ কমিয়ে আসতে আসতে ভেজে নিতে হবে। আমি শুকনা শুকনা করেই নামিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু ভেজে লাল করে নিতে পারেন অথবা ভুনা অবস্থায়ও নামিয়ে নিতে পারেন। তবে আমি এভাবে নামালাম কারণ আমি একটু আচারী কালার চাচ্ছি তাই।


🔪স্টেপ- ১১ 🔪

IMG_20220411_170407.jpg

এইতো তৈরি হয়ে গেলো আমার মুরগির আচার। খেতে মায়ের হাতের রান্নার মতন হবে কিনা জানি না। তবে চেষ্টা করলাম আর কি।


ধন্যবাদ সবাইকে


3308514C-F2D9-4208-BD52-A9BFB16DC766.jpeg

আমি বৈশাখী আক্তার।

ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর বউ ।
আমার স্বামী @saifulraju
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

Sort:  
 2 years ago 

আসলে আপু মুরগির গোশত দিয়ে আচার তৈরি হয় এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আমি কোথাও এরকম শুনিনি বা দেখিওনি। যাইহোক জানিনা খেতে কেমন হয়েছে তবে অবশ্যই একদিন বাসায় তৈরি করে দেখব মুরগির আচার খেতে কেমন লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে সম্পূর্ণ ইউনিক ও নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই প্রথম শুনলাম বয়লার মুরগির আচার হয়। বেশ নতুনত্ব দেখতে পেলাম আপনার পোষ্ট থেকে এবং আসলে একটু যত্ন নিবেন নিজের।সামনে আমরা চাচ্ছু হচ্ছি।বেশ নিজের কাছেও ভাল লাগছে। অনেক আনন্দিত আমরা। তথাপি দারুণভাবে এটি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

হাহাহা আমিও প্রথম প্রথম অবাক হয়েছিলাম মুরগির আচার এর কথা শুনে। কিন্তু যখন খেয়েছি এর প্রেমে পড়ে গেছি!
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ভাইয়া।

 2 years ago 

বয়লার মুরগির আচার রেসিপি আপনি অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

প্রথমে ভেবেছিলাম এটা হয়তো টক জাতীয় কোন খাবার হবে। পরে দেখলাম মাংষেরই একটি ভিন্ন আইটেম। মসলাজাতীয় খাবার খেতে আসলে খুবই মুখরোচক হয়। অনেক ভাল ছিল আপনার রেসিপিটি। ধন্যবাদ

হাহাহা আসলে পোস্ট টা না পড়লে বোঝারই উপায় নেই এটা কেমন আচার!
ধন্যবাদ আমার পোস্ট টা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ভাইয়া।

 2 years ago 

আপু আপনার কাছে এই প্রথমবার দেখলাম এবং শুনলাম মুরগির আচার হয়। আমি আগে কখনো মুরগির আচার এর কথা শুনিনি বা কখনো আগে খাইনি এবং কি আগে কখনো দেখিও নি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধাপে ধাপে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আমিও প্রথম প্রথম একটু অবাক হয়েছিলাম যখন নতুন শুনেছি। তবে টেস্ট টা কিন্তু দারুণ।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপু।

 2 years ago 

আপু আপনার বর্তমান পরিস্থিতিতে কোনো খাবারই খুব বেশি একটা ভালো না লাগারই কথা। কেননা গর্ভবতী মায়েদের মুখের রুচি নষ্ট হয়ে যায় এই কথাটি আমার অর্ধাঙ্গিনীর কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু একটু মুখরোচক খাবার হলে নিশ্চয়ই খেতে অসুবিধা হবে বলে মনে হয় না। আর তাই হয়তো আপনার মায়ের তৈরি ব্রয়লার মুরগির আচার রেসিপি আপনার খাওয়ার ইচ্ছে হয়েছে। আপনার ইচ্ছার সাথে সাথে আপনার মায়ের রেসিপিটি আমরা শিখে নিতে পারলাম। ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

জ্বি ভাইয়া সব খাবার খেতে ইচ্ছে না করলেও জোর করেই খাওয়া লাগে কি একটা মুসিবত হাহাহা। আর আমাদের ভাবির থেকে যেহেতু শুনেছেন তাই একটু হলেও বুঝবেন বিষয় টা।
আমার রেসিপি যে আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম ভাইয়া।

 2 years ago 

মুরগির মাংসের আচার😱
অবাক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আপনি🤪,বেচারা ব্রয়লার,আরো কত কিছু যে হবার বাকি আছে এখনো।যাইহোক আপু সুন্দর ছিল রেসিপিটি,এবং ইউনিক।🤟

হাহাহাহা! বেশ হাস্যকর মন্তব্য করেছেন ভাইয়া। আসলেই ব্রয়লারের উপরেই যতসব অত্যাচার। দেশী মুরগী বেচারা বেচেই গেছে সেই হিসেবে। ধন্যবাদ আমার রেসিপি নিয়ে মন্তব্য করার জন্য।

আজ প্রথম দেখলাম মুরগির আচার বানানো। দেখে বুঝা যাচ্ছে অনেক সুস্বাদু হবে খাইতে। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা পোস্ট করার জন্য।

 2 years ago 

আমার জীবনের প্রথম দেখলাম ব্রলায় মুরগির আচার রেসিপি টি । আমার খুবই ভালো লেগেছে। আচার খেতে খুব ভালো লাগে।যে কোন ফলের কীন্তু ব্রয়লার এর আচার। দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে মনে হয় খুবই সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

যদিও কখনো খাইনি মুরগির মাংসের আচার ৷ আপনার তৈরি রেসিপি দেখে বোঝা যাচ্ছে এটি খেতে খুবই মুখরোচক এবং সুস্বাদু হবে ৷ ধন্যবাদ আপনাকে ভিন্ন ধরনের একটি দারুণ রেসিপি সুন্দর ভাবে আমাদের মাঝে প্রকাশ করার জন্য ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15