সবার দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা।।আমার বাংলা ব্লগ।।২৩ জানুয়ারী ২০২২।।

in আমার বাংলা ব্লগ3 years ago

image.png

"আমার বাংলা ব্লগে"র সকল মেম্বারদের জানাই আন্তরিক শুভেচ্ছা।এই প্রথম এই কমিউনিটিতে একজন অ্যাডমিন হিসেবে কোনো পোস্ট করতে চলেছি।বিষয়টি অনেকটা গুরুত্বপূর্ণ ও উদ্বেগের বিষয়।এই কমিউনিটির অধিকাংশ মেম্বাররা ওপার বাংলার মানুষ(সোনার বাংলাদেশ)।প্রত্যেকেই খুব ভালো কাজ করছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই।তবে একটি বিষয় সম্প্রতি নজরে এসেছে এবং বিষয়টা বেশ উদ্বেগের।বাংলাদেশে cryptocurrency ও অনলাইন exchanger এর জন্য নির্দিষ্ট কোনো আইন নেই।তেমনি ক্ষেত্র ও সুযোগ সুবিধা ও যথেষ্ট কম।

বরং বেশ কিছু ভুল ধারণা এই আধুনিক প্রযুক্তিকে এক প্রকার প্রশ্নের মুখে ঢেলে দিয়েছে।আর কিছু অসৎ মানুষ এই বিষয়টার সুযোগ নিয়ে আর্থিক প্রতারণা শুরু করেছে।এতে করে কিছু নির্দোষ ব্লকচেইন ও cryptocurrency সম্পর্কে কোনো জ্ঞান না থাকার কারণে নানা যাবে প্রতারিত হচেছ।একটা কিছু চক্র গড়ে উঠেছে যারা এই আর্থিক প্রতারণা করে চলেছে আর নির্দোষ বেশি মুনাফার মোহে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তাই কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে পরিষ্কার করে নিতে চাই -


  • প্রত্যেক মেম্বার অবশ্যই fair way ব্যবহার করে নিজের ইনকাম cashout করবেন।P2P এর মাধ্যমে ক্রিপ্টো ও বাংলা টাকার লেনদেন একদম নিষিদ্ধ।এটা নিয়ম বিরুদ্ধ এমনকি আইনের বিরুদ্ধ।
  • কেউ নিজের দায়িত্বে টাকা ও ক্রিপ্টো এর লেনদেন যদি করেন একে অন্যের সাথে সেটা তাদের একদম নিজস্ব বিষয়।এটার জন্য আমার বাংলা ব্লগের কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়।

  • প্রত্যেক মেম্বর ক্লাস এ উপস্থিত থেকে প্রফেসরদের কাছ থেকে কি ভাবে বৈধ্য উপায়ে cashout করা যায় তা শিখে নেবেন।


Sort:  
 3 years ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন। প্রত্যেকটি মেম্বারের এই বিষয়গুলো নিয়ে এখনই সময় ভাবনা চিন্তা করার। আমরা যথেষ্ট সুযোগ দিচ্ছি আমাদের থেকে অনেক কিছু শিখে নেয়ার । কিন্তু এই সুযোগটি যদি কোন মেম্বার না নিতে পারে তাহলে সেই ব্যর্থতা তাদেরই।

কিন্তু আমরা আমাদের নিয়ম কানুনের দিক থেকে কোন ছাড় দিব না।

অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করেছেন দাদা। আশা করছি সবাই মেনে চলার চেষ্টা করবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা🥰🥰🥰🥰।

 3 years ago 

অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ক্লাসে প্রতিনিয়ত শিখি এই বিষয়ের উপরে। তবে দাদা আপনার এই পোস্ট বর্তমান সময় উপযোগী হয়েছে। আমরা বেশি সতর্ক হয়ে কাজ করব এবং সঠিক নিয়মে সামনে এগিয়ে যাব। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমরা সবাই একসাথে হয়ে স্বচ্ছতা নিয়ে কাজ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।আমাদের উচিত বৈধ উপায়ে টাকা তুলা।আর সৎ ভাবে কাজ করা।এটাই আমাদের প্রথম লক্ষ্য।🥰

 3 years ago 

দাদা আপনার ব্লগটি সবার খুব গুরত্বপূর্ন বলে মনে করি। আশা করি আপনার লেখা গুলো সবাই পড়ে সুন্দর ভাবে বুঝতে পারবো।ধন্যবাদ একটি সুন্দর বিষয়কে তুলে ধরার জন্য

দাদা অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করছেন।ঠিক কথা বলছেন দাদা।আমি আশাকরি আপনারা সকলে দাদা কথা বুজতে পারছেন।অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই ।

 3 years ago 

দাদা আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার এই পোষ্টের মাধ্যমে উপস্থাপন করেছেন। আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। আমরাও সকালে চাই সঠিকভাবে ও অবৈধভাবে নিজের উপার্জিত টাকা নিজের কাছে আনতে। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুণভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার জন্য।

এই সম্প্রদায়ের জন্য যাচাইকরণ প্রক্রিয়া কি দয়া করে.

 3 years ago 

দাদা আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করেছেন। এই বিষয়গুলো সম্পর্কে হয়তো আমাদের ধারণা একটু কম ছিল। আশা করছি আপনার এই পোষ্ট পড়ার মাধ্যমে সকলে সবকিছু খুব ভালোভাবে বুঝতে পারবে। দাদা আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

দাদা আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আপনি শেয়ার করেছেন যা আমাদের সামনের দিনে পথ চলতে খুবই সাহায্য করবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 105148.00
ETH 3352.90
SBD 4.09