আমার কবিতার খাতা থেকে:ঘুমভাঙা পাখি।।৩০ জানুয়ারি ২০২৫
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।
ভোরের পাখি হয়ে—
আমি তোমার জানালার কাছে এসে দাঁড়াবো,
নরম কুয়াশার মতো ছুঁয়ে দেবো তোমার স্বপ্নের পাঁপড়ি।
তোমার ঘুমভাঙা চোখের ভেতর
আমি ছড়িয়ে দেবো সূর্যের প্রথম আলো,
যেন তুমি জেগে উঠো এক অপার্থিব উজ্জ্বলতায়।
আমি বাতাস হয়ে তোমার চুলে আঙুল চালাবো,
ফুলের মিষ্টি গন্ধে ভরে দেবো তোমার সকাল।
তোমার হাতে তুলে দেবো শিশির ভেজা গোলাপ,
যেন ভালোবাসার প্রতিটি বিন্দু
তোমার আঙুলের ডগায় লেপ্টে থাকে।
আমি নদীর মতো বয়ে যাবো তোমার অনুভবে,
তোমার প্রতিটি ভাবনায় মিশে যাবো ঢেউয়ের ছন্দে।
তোমার ক্লান্ত দুপুরে ছায়া হয়ে থাকবো,
আর সন্ধ্যায় তোমার আকাশে
আমি হবো প্রথম জ্বলা তারাটির মতো—
অপরিবর্তনীয়, নির্ভরযোগ্য।
তোমার নীরবতার ভাষা বুঝে নেবো,
তোমার অসমাপ্ত কথাগুলো শেষ করে দেবো চোখের ইশারায়।
ভোরের পাখি হয়ে শুধু গান নয়,
আমি তোমাকে দেবো ভালোবাসার এক অনবদ্য সিম্ফনি,
যার প্রতিটি সুরে বাজবে আমার হৃদয়ের আকুলতা।
ভোরের পাখি হয়ে তোমাকে প্রেম দেবো,
নিঃশর্ত, অনিঃশেষ, চিরদিনের জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
আপনার কবিতাটি সত্যিই অসাধারণ।ভোরের পাখির মতো কোমল এবং প্রেমের গভীরতাকে অতি স্নিগ্ধভাবে তুলে ধরেছেন। প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীরে প্রবাহিত হয়, আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে ভালোবাসার একটি অনবদ্য ছবি আঁকা হয়েছে।আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
প্রিয় দাদা আজকে আপনার লেখা ঘুম ভাঙ্গা পাখি শিরোনামের কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লেগেছে আমার। আজকে আপনার এই কবিতাটির মাঝে এক অকৃত্রিম ভালোবাসার চমৎকার অনুভূতি খুঁজে পেয়েছি আমি। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কবিতাটি অসাধারণ ছিল। কবিতাটি কয়েকবার পড়েছি এতটা চমৎকারভাবে লিখেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে গেল প্রকৃতি ও ভালোবাসা অনুভূতি নিয়ে খুব সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ দাদা চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ্! অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। ভালোবাসার কবিতা গুলো পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বরাবরের মতো আজকের কবিতাটিতেও গভীর একটি মেসেজ ছিলো। আজকের কবিতাটিতে একজন প্রেমিক তার প্রেমিকার জন্য করতে চাওয়া মনের আকাঙ্ক্ষা গুলি ব্যক্ত করেছে, এরকম কিছু ভাবের প্রকাশ হয়েছে। প্রেমিক তার প্রেমিকাকে কিভাবে সুখী রাখবে এবং সুন্দর মুহূর্ত উপহার দিবে সেই কথা ব্যক্ত করেছে। দারুন ছিলো দাদা কবিতার লাইনগুলি। প্রতিবারের মতো এবারের ঘুম ভাঙ্গা পাখি নামের কবিতাটিও ভীষণ ভালো লেগেছে,ধন্যবাদ।