আমার কবিতার খাতা থেকে: সত্যিকারের অভাবী
হ্যালো,বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি।এই কবিতায় আমি এক যুবকের অভাবী হওয়ার বাসনা তুলে ধরেছি।সে তথাকথিত অভাবে বিশ্বাসী নয়।সে চাই সত্যিকারের অভাবী হতে।
আমাকে একটু অভাবী করে তোলো
আমার প্রাচুর্যে আজ প্রবল শীত বইছে
শীত ঘুমে চলে গেছে আমার ইচ্ছেরা।
হয়তো একটু চাইলে পাওয়া যেত
পাওয়া যেত সীমাহীন আনন্দ
তবুও আমি বেছে নিলাম এক রাশ কষ্ট,
আমি তো কষ্ট কেই দিয়েছি মূল্য।
বসন্তে বসন্তে কেটেছে অনেক
বর্ষার অপ্রাপ্তিতে জমেছে অভিমান
শরতের শিউলি শুভ্রতা বাড়াবে বলে,
আমি অভাবী হতে চাই ভীষণ ভাবে।
আমার সারাটা দিন কেটে যায়
এদিকে ওদিকে কাটিয়ে অর্থহীন
রাতের অর্ধেকটা কেটে যায় রাস্তার মোড়ে,
বাকি রাত জুড়ে আমি ভীষণ যুদ্ধ বিরোধী।
কেন আমি অভাবী হতে চাই
কেউ তো একজন হোক এটা জিগ্যেস করার,
আমি কেন খাদ্যের অভাব দেখি না?
দেখি বেঁচে থাকার দারুণ অনিচ্ছা,
তাই আমি দারুন অভাবী হতে চাই।
আমার অভাব একজন বিশ্বাসী লোকের
অভাব অনুভব করি একটা বটগাছের
তীব্র রোদে আমি আশ্রয় খুঁজি,
এটাই আমার অভাব পারবে মেটাতে?
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
মিটে যাবে অভাব তোমার
এই দোয়াটাই করি
গভীর রাতে তাইতো আমি
বিধাতা কে স্বরি।
বিত্তশালী যারা আছে
তাদেরও আছে অভাব
যদিও তারা নিত্য খায়
মিষ্টি, পোলাও, কাবাব।।
ভিন্নতর অভাব তাদের
কোমল চাওয়া পাওয়া
হাজার অভাব নিয়েও যেন
নিরবে গান গাওয়া।
♥♥
আপনার কবিতাগুলো সত্যিই আমার খুব ভালো লাগে। কবিতার অর্থ গুলো অনেক গভীর।প্রত্যেকটা মানুষ এই একটা বিশ্বাসী মানুষ খুঁজে বেড়ায় প্রশান্তির ছায়া নিজেকে আবৃত করতে।কিন্তু বাস্তবটা খুবই কঠিন বিশ্বাসী মানুষ পাওয়া বড্ড কঠিন এই ভূবনে।যাই হোক দাদা,আপনার কবিতার প্রতিটি লাইন আমার খুবই খুবই ভালো লেগেছে।তবে কবিতার এই অংশটি আমার খুব ভালো লেগেছে।
দাদা, সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করবেন সেই অপেক্ষায় থাকবো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধারালো লেখনী ভাই । ভালোবাসা অবিরাম।
শ্রদ্ধেয় দাদা, আশা করি ভাল আছেন ? আপনি খুব সুন্দর ভাবে কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে মুগ্ধ হলাম খুবই অসাধারণ হয়েছে। খুবই ভালো লাগলো আমার আসলে হৃদয়ের গভীর থেকে লেখাগুলো এমনি হয়ে থাকে। এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।
অনেক ভালো মানের একটি কবিতা লিখেছেন ভাইয়া। জীবনে সবকিছু পাওয়ার মধ্যেই পরিপূর্ণতা নয় বরং কিছু জিনিস না পাওয়া থাকার মধ্যে সুখের বাস। থাকুক না কিছু চাওয়া অপূর্ণতায়।
সেটা হয়তো মেটানো যাবে না এখন, কারন মানুষরুপী হাজারও মানুষ আছে চারপাশে কিন্তু বটগাছের মতো নিঃস্বার্থভাবে আশ্রয় দেয়ার মতো কেউ নেই। বড্ড বেশী পরিবর্তন হয়ে গেছি আমরা এবং আমাদের মানসিকতা। আপনার মতো আমিও আজ অনেক বেশী অভাবী।
দাদা আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। আপনি আপনার মনের অব্যক্ত কথাগুলো কবিতার ভাষায় প্রকাশ করেছেন। হয়তো কবিতার ভাষাগুলো খুব একটা বুঝি না তবে এতটুকু বলতে পারি নিজের মনের আবেগগুলো কবিতার লাইনগুলো মাঝে ফুটিয়ে তুলেছেন। আপনার কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে দাদা। দারুন একটি কবিতা শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ কামনা রইলো আপনার জন্য।
এই অভাব বোধহয় আমাদের জীবনে সকলের ই রয়েছে।
দাদা,সত্যি বলতে আজ আমি অভাব নিয়ে কিছু ভাবছিলাম তারপর লেখার চেষ্টা করছিলাম কয়েকটা বাক্য।কিন্তু হঠাৎ এখন কবিতা পড়তে এসে আমি অবাক এটাও অভাব নিয়েই লেখা।কিছু কিছু সময় একজনের চিন্তার সঙ্গে আরেকজনের চিন্তা অনেকখানি মিলে যায়।যাইহোক কবিতাটি অসাধারণ হয়েছে,অভাববোধ থাকলেই জীবনের আসল মূল্য বোঝা যায়।ধন্যবাদ দাদা।
এই যুগে সবাই অভাগী হয়তো আমাদের ভাগ্যটাই নেই সুখী হবার, জীবনে বাঁচার জন্য যে বটগাছের প্রয়োজন সেটি বা কয়জনের থাকে। শুধু এটুকুই বলতে চাই আপনার লেখায় গভীরতা ছিল ।