সোলার ডোম পর্ব:০১।।১০ জানুয়ারি ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আশা করি আপনাদের ভালো লাগবে।কয়েকদিন আগে আমি আর স্বাগতা গিয়েছিলাম ইকো পার্কের সোলার ডোম দেখতে।এটা ইকোপার্কের মধ্যে নবনির্মিত একটা সায়েন্স সিটি।এখানে আধুনিক বিজ্ঞান ও বিজ্ঞান এবং প্রযুক্তি জগতের সব সেরা ব্যক্তি দের রাখা হয়েছে।সবচেয়ে বড় এবার এখানের সমস্ত ইলেক্ট্রিসিটি সোলার এনার্জি এর মাধ্যমে নেওয়া হয়।তাই এটাকে renewable energy hub ও বলা যেতে পারে।
এটা যেহেতু সন্ধ্যা সাড়ে ছয়টায় বন্ধ হয়ে যায় তাই আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলাম।যদিও আমাদের যেতে যেতে সাড়ে পাঁচটার বেশি বেজে গেছিলো।তারপর আমরা যে গেট এ প্রবেশ করেছিলাম সেটা থেকে সোলার ডোমের দূরত্ব ছিলো পায়ে হাঁটা পথে ১২ মিনিট।যাই হোক ২০০ টাকা মাথাপিছু টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সোলার ডোমের মধ্যে।ঢুকেই দেখলাম একটা electric vehicle আর একটা রোবট।
এর মধ্যখানে ছিল সূর্য তৈরি করা।আর একদিকে সিলিকন দিয়ে হুবহু তৈরি করা হয়েছিল বিজ্ঞানী টেসলা কে।সত্যি ঢুকেই একটা দারুণ অভিজ্ঞতা হলো।আমরা কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম তাড়াতাড়ি।
এই রকম পদক্ষেপ বা উপস্থাপনা সত্যি এক দিকে কেমন বিনোদন দেয় তেমনি শিক্ষনীয় ও বটে।এখানে জ্ঞানের অনেক কিছু আছে যা আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে আরো প্রসারিত করতে সহায়তা করে।তাই এই রকম উদ্যোগ কে অবশ্যই সাধুবাদ জানাই।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা আপনি আর স্বাগতা বৌদি ইকো পার্কের সোলার ডোম দেখতে গিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। সিলিকন দিয়ে কতো চমৎকারভাবে বিজ্ঞানী টেসলা কে তৈরি করেছে। এই ধরনের কাজগুলো সত্যিই বেশ প্রশংসনীয়। পোস্টটি দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।