আমার কবিতার খাতা থেকে: অভিশাপ।।২৭ ডিসেম্বর ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে কবিতা একটু অন্য স্বাদের।তবু আশা করি ভালো লাগবে আপনাদের।
কেউ দরজায় কড়া নাড়ে না
আমার অপেক্ষায় কেউ কোনো দিন থাকে নি
আমি আসলে কারো সীমানায় নিজেকে রাখিনি,
আমি স্বাধীন,একটু ভীষণ রকমের স্বাধীন।
শীতের আমেজে আমি একটা বাগান করি
সূর্যমুখী আর গাঁদা ফুলের চাষ,
সত্যি কথা বলতে ভালোবেসে কাউকেই
একটা ও ফুল দিতে পারিনি।
আমি আজীবন বসন্ত থেকে বঞ্চিত।
শীত আর বর্ষা নিয়েই আমার পুরো বছর কাটে।
জীবনে কত কিছুই তো দেখলাম
পেলাম বিনিময়ে পাথুরে প্রতিদান,
আকস্মিক কেউ একটু শীতল পরশ দিলেই
আমি সিঁদুরে মেঘ দেখে পালিয়েছি
ঘরের মধ্যে আরেকটা ঘর তুলে
হাজারো খিল মেরে হয়েছি আত্মতুষ্ট।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
আজ দাদা আপনি আমাদের মাঝে দারুণ একটা কবিতা নিয়ে হাজির হয়েছেন। আসলে আপনার কবিতাটি দুই একবার পড়ে কিন্তু সহজে এর অর্থটা বোঝা যায় না। কেননা এই কবিতার মাঝে একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ্,চমৎকার দাদা।আজকের কবিতাটি অন্য রকমের ভালো লাগা ছিল।প্রতিটি লাইনে অভিমান ছিল।কেউ আসেনি জীবনে যাকে একটি ও ফুল দিতে পেরেছি।কষ্ট একবার পেলে যত সুখ এসে দরজায় কড়া নাড়ুক না কেন সাহস হয় না আর।দারুন ছিল আজকের কবিতাটি ও। ধন্যবাদ জানাচ্ছি দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
জীবনের বাস্তব দিকটি আপনি কবিতার মাধ্যমে তুলে আনলেন। জীবন ঠিক এভাবেই বাস্তবটি দেখিয়ে দেয় চোখের সামনে। কোথাও আশ্রয় খুঁজতে গেলে জীবন সেভাবেই অন্য দিক দেখিয়ে দেয়। আপনার কবিতায় সেই বিষাদের যন্ত্রণা দেখতে পেলাম। খুব সুন্দর কবিতাটি দিয়ে জীবনের একটা ছবি দেখানোর জন্য অনেক ভালোলাগা।
দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।অনেক অর্থ বহন করে কবিতাটি।জীবনে একবার কষ্ট এসে দরজায় কড়া নাড়লে বারবার মনের মধ্যে ভয় কাজ করে।বেশ দারুন লিখেছেন দাদা, অনেক ধন্যবাদ অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কথায় আছে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলেও ভয় লাগে। যাইহোক পুরো কবিতাটি মনোযোগ সহকারে পড়লাম দাদা। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। আপনার কবিতা গুলো পড়লে সত্যিই খুব ভালো লাগে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রেমিকের আর্তনাদ পূর্ণ হোক, ভালোবাসায় জীবন ভরে উঠুক।
দারুণ লিখেছেন ভাই কবিতাটি।
দাদা আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।
বসন্ত না এই জীবনে প্রথম কড়া নেড়েছিল অবহেলা। আর অপেক্ষা তা তো কেউ কখনোই করেনি আর না করবে। অসাধারণ ছিল কবিতা টা দাদা। দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।
অনুভূতির অন্য রকম কিছু আবেগ খুঁজে পেলাম আজকের কবিতায়, বরাবরের মতোই বেশ সুন্দরভাবে অনুভূতিগুলো ফুটিয়ে তোলেছেন, বেশ ভালো লেগেছে কবিতাটি দাদা। অনেক ধন্যবাদ