আমার কবিতার খাতা থেকে: উষ্ণতম দিন।।২৭ জানুয়ারি ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।
শহরের এই সর্বাধিক উষ্ণ দিনে
সূর্যের লাল শিখা ছুঁয়ে যায় হৃদয়ের শিরা-উপশিরা।
পিচঢালা রাস্তায় জেগে ওঠে কাচের মতো তপ্ত ভাবনা,
যা প্রতিটি পদক্ষেপে পোড়ায় সম্ভাবনার সূক্ষ্ম বীজ।
হয়তো এই দিনেই এক সময়
মনের কোনো কোণে জন্ম নিয়েছিল একটি স্বপ্ন,
যার ডানায় জেগেছিল আশার পালক।
কিন্তু আজ তাপমাত্রার চূড়ায়,
তারই অস্থির ছায়া মিশে যাচ্ছে ধোঁয়াটে আকাশে।
গলিত তারুণ্য, বাষ্প হয়ে ছড়িয়ে পড়ে,
অতীতের কোলাহল খুঁজে বেড়ায় নীরব ভবিষ্যৎ।
সম্ভাবনার ভাঙা কণা গলে গলে ফোঁটা ফোঁটা অশ্রু ঝরে,
মৃত্যু পায় প্রতিশ্রুতির মৃদু মেলোডি।
তবু কি থেমে যায় সব?
শহরের এই উত্তপ্ত দিন শেষে
যখন রাত নামে নিঃশব্দে,
তারার আলোয় হৃদয় জুড়ে আবার জাগে নতুন সম্ভাবনা,
যে পুড়েও বাঁচতে শেখে,
নতুন ভোরের অপেক্ষায়।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
শহরের উষ্ণতা, স্বপ্নের ক্ষয়, এবং পুনর্জন্মের বর্ণনা অত্যন্ত সুন্দরভাবে ফুটে তুলেছেন দাদা। আপনি বাস্তবতার সাথে যুক্ত গভীর দার্শনিক চিন্তা ও আশা মিলিয়ে এক অসাধারণ কবিতা উপস্থাপন করেছেন,যা পড়ে অনেক ভালো লাগলো দাদা।
ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে লেখা ভিন্ন ভিন্ন বিষয়ের কবিতা গুলো খুব ভালো লাগে দাদা।আপনার কবিতা গুলো ভীষণ অর্থবহ হয়ে থাকে।এখানে উষ্ণ তম দিনকে কঠিন সময় বুঝালেও রাতের আঁধারে স্নিগ্ধ তারার আলোয় মানুষ নতুন করে বাঁচতে শেখে।উষ্ণতা আমাদের জীবনকে তপ্ত করে দিলেও রাতের স্নিগ্ধতা আমাদের কে বাঁচার পথ দেখায়।অনেক ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।
আসলে মানুষের জীবনটা এমনই। জীবনে ধৈর্য্য ধারণ করতে পারলে, দুঃখের পর অবশ্যই সুখ আসে। তবে দুঃখের সময় ধৈর্য্য ধারণ করাটা মোটেই সহজ কাজ নয়। যাইহোক কবিতার লাইনগুলো দারুণ হয়েছে দাদা। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাস্তবতার নির্মমতার সাথে হৃদয়ের অনুভূতির দারুণ একটা সংযোগ ছিলো আজকের কবিতায়, বেঁচে থাকার অদম্য আকাংখা এবং বাস্তবতার নির্মম আঘাত, ভেঙ্গেচুরে চুরমার হয়ে যাওয়া স্বপ্ন নতুনভাবে আবার জাগ্রত হয় নতুন ভোরের আশায়। অনেক ধন্যবাদ
হ্যালো প্রিয় বন্ধু। আপনার কবিতাটি সত্যি অনেক সুন্দর ছিল। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই কবিতাটি শহরের গরম, মানসিক অস্থিরতা এবং স্বপ্নের ভঙ্গুরতা নিয়ে এক গভীর অনুভূতির প্রকাশ।আপনি তাপমাত্রার সাথে মানসিক আবেগকে একত্রিত করে আমাদের জানিয়ে দিয়েছেন। আমাদের বোঝাতে চেয়েছেন, সমস্ত অন্ধকারের পরও নতুন দিনের শুরুতে একটি সূক্ষ্ম শক্তি, একটি নতুন স্বপ্ন আবার জীবন্ত হয়ে ওঠে। এ যেন সেই সংগ্রাম, যেখানে ভাঙা, পোড়া, ক্ষতিগ্রস্ত হয়ে, মানুষ নতুন করে দাঁড়িয়ে যায়।একে একে সৃষ্টির মৃত্যু, ক্ষয়, আবার পুনর্জন্মের প্রতীক। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ।
আশা নিয়েই তো বেঁচে আছে সবাই, তবে কারো পূরণ হয় নতুবা কেউ হতাশায় ভোগে। তারপরেও বেঁচে থাকার অভিনয়ে মেতে ওঠে সবাই। দারুণ লিখেছেন ভাই কবিতাটি।
বাহ চমৎকার দাদা। কবিতা টা দারুণ ছিল চমৎকার লিখেছেন আপনি। শহরের একটা উষ্ণতম দিনে একটা হারিয়ে যাওয়ার গল্প। আবার নতুন করে সম্ভাবনা খুজে পাওয়া। বেশ লাগল আপনার কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া নির্মম কিছু কথার গভীর ব্যাখ্যা তুলে ধরেছেন আজকের কবিতার মধ্যে। সুদিনের অপেক্ষায় থাকতে থাকতে মন শরীর সব যেনো জরাজীর্ণ হয়ে যায় তবুও আমরা নতুন স্বপ্নের আশায় বাঁচি। বাঁচি একটি নতুন দিনের আশায়। এরকমই কিছু রূপকথার ভাবের অনুভূতি খুঁজে পেলাম আপনার কবিতার মধ্যে। যাই হোক দাদা আপনার আজকের লেখা কবিতাটিও দারুণ লেগেছে আমার কাছে,ধন্যবাদ।
প্রিয় দাদা আপনার লেখা উষ্ণতম দিন শিরোনামের কবিতাটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। তবে আপনার লেখা কবিতার মূলভাব বোঝা বড়ই কষ্টকর। যাহোক, কবিতাটির ভাষা গুলো কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে।