আমার কবিতার খাতা থেকে :তোমার জন্য উপন্যাস
তোমাকে না পাওয়ার যন্ত্রনা,
আমার কবিতায় অহরহ চলে
আমার হৃদয়ে রক্তক্ষরণ।
আজ এই উপন্যাস দেবে তোমাকে মুক্তি
আমার এই অযাচিত ভালোবাসা থেকে।
এই উপন্যাসে তুমি খুঁজে পাবে
জীবনের থেকে বড় এক মৃত্যু
একদিন শেষ হবে লেখা এই উপন্যাস,
তোমার জন্য অপেক্ষা করে আছে
প্রত্যেকটা মহেন্দ্রক্ষণ।
আমার কবিতা গুলো আমাকে ফেরত দিয়ে
তুমি নাও এই উপন্যাস।
ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।
প্রত্যেকটি রাতের বুক জুড়ে
শুধু তোমাকে নিয়ে কবিতা লেখা।
তাই আজকে তোমাকে একটি
জীবন্ত উপন্যাস উপহার দিতে চাই,
প্রায় শ খানেক উপন্যাস পড়ে
আজকে লিখতে বসেছি দু এক লাইন,
এই দু-এক লাইন লিখতে লিখতে
হয়ে যাবে এক উদ্যমী ইতিহাস।
ইতিহাস জুড়ে থাকবে তোমার হাসি
আনবে শব্দের এক বিশাল সৌন্দর্য্য,
তোমার স্নিগ্ধতা বয়ে আনে প্রাঞ্জলতা
তোমার স্পর্শেই পাবে শিল্পের সার্থকতা।
আমার প্রত্যেকটি কবিতা জুড়ে ছিল
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
ভীষণ শক্তশালী ও আন্তবিশ্বাসী কথা লেখার মাধ্যমে প্রকাশ পেয়েছে । ভালোই লিখেছেন ভাইয়া । শুভেচ্ছা রইল আপনার জন্য।
অসাধারণ সুন্দর একটি কবিতা আপনি উপহার দিয়েছেন ভাইয়া। আপনার কবিতার প্রতিটা লাইন আমাকে মুগ্ধ করেছে। কবিতার ভাষা গুলো অনেক সুন্দর হয়েছে। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
দাদা কবিতাটি পড়ে বুঝতে পারলাম যে অনেক ভালোবাসা নিয়ে কবিতাটি লিখেছেন।আপনার কল্পনার ভালোবাসার মানুষটিকে জাতি দেখতে চায় দাদা😄। আপনি বরাবরই অসাধারণ কবিতা লেখেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
আমাদের আশপাশে অনেক প্রতিভাবান লোক থাকে যাদের প্রতিভা এবং কারুকাজের জন্য আমাদের এই পৃথিবীটি রঙ্গিন। ঠিক তেমনি আমাদের ব্লাক্স দাদা । ধন্যবাদ দাদা আসলেএই কবিতার কিভাবে প্রশংসা করবো তার ভাষা আমার জানা নেই । এক কথায় মন ছুয়ে যাওয়ার মত একটা কবিতা। ধন্যবাদ দাদা আপনার এত সুন্দর প্রতিভা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
cute poem, beautiful picture
দাদা আপনি মাঝে মাঝে আমাদের যে কবিতাগুলো উপহার দেন সত্যি আমার খুবই ভালো লাগে। হাজার উপন্যাস পড়ে আপনি যে কবিতাটি লিখেছেন। সেই কবিতার মাঝে আপনি আপনার হারানো ভালোবাসা হৃদয়ের রক্তক্ষরণ কতটা কষ্ট তার জন্য। কবিতা টি তবে আপনি প্রকাশ করতে চেয়েছেন ভালোবাসা একাকীত্ব মানুষকে নির্মম পরিস্থিতি দিকে টেনে নিয়ে যায়। এবং কি আপনি কবিতাটিতে প্রকাশ করেছেন আপনার ভালবাসার প্রতি নিজের আত্মত্যাগ। এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম দাদা।
কবিতাটি অসাধারণ।সুন্দরভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ হয়েছে, একশত লাইন উপন্যাস পড়ে এক-দুই লাইনে ইতিহাস লেখার চেষ্টা।এই দুই লাইনে প্রকাশ পাবে গভীরতম ভালোবাসার কথা।এটি শুধুমাত্র একজন ভাবুক ভালোবাসার মানুষের জন্যই করা সম্ভব।ধন্যবাদ দাদা ।
দাদা,সত্যি আপনার কবিতাগুলো সাধারন সুন্দর হয়।আমি আপনার কবিতাগুলো ভক্ত হয়ে গিয়েছি।কবিতার প্রতিটি লাইন মনকে ছুঁয়ে দেয়। দাদা, কবিতা প্রতিটি লেখার অংশ খুবই সুন্দর হয়েছে।তার মধ্যে আমার এই লেখার অংশটি খুব ভালো লেগেছে।
প্রত্যেকটি রাতের বুক জুড়ে
শুধু তোমাকে নিয়ে কবিতা লেখা।
ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার কবিতা অসাধারণ। আপনার কবিতার প্রত্যেকটি লাইন অনেক বড় অর্থবহন করে। তাই আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। দাদা আপনার এই কয়েকটি কথা আমার কাছে অনেক ভালো লেগেছে।
তাই আজকে তোমাকে একটি
জীবন্ত উপন্যাস উপহার দিতে চাই,
সত্যিই বুঝতে পারছি না এত অসম্ভব সুন্দর কবিতা কি করে লিখেন। দাদা আপনার লেখা কবিতাগুলো হৃদয় স্পর্শ করে যায়। তার উপর এই কবিতা তো ছিল ভালোবাসা নিয়ে। সত্যিই ভালবাসার অকল্পনীয় সুন্দর বহিঃপ্রকাশ দিয়েছেন। ছন্দ মেলানো এমন ভালোবাসার কবিতা কার না ভালো লাগে। এত মন ছুঁয়ে যাওয়া সারসংক্ষেপ এই কবিতাটি পড়ে অন্যরকম অনুভূতি হচ্ছে। আর আপনার স্টকে থাকা যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাও অসাধারণ সুন্দর হয়েছে দাদা। সত্যিই ঈশ্বর সবাইকে সব গুণ দেয় না। কিন্তু আপনার মধ্যে অনেক গুণ রয়েছে যা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে। অনেক ধন্যবাদ দাদা ভালোবাসা এবং শুভকামনা রইল আপনার জন্য।