কমিউনিটি গুরুত্বপূর্ণ আপডেট।।১৩ মে ,শুক্রবার ২০২২।।
হ্যালো,বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের সাথে "আমার বাংলা ব্লগ"কমিউনিটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো।আশা করি আপনারা বিষয়টা গুরুত্বের সাথে নেবেন।অনেক গুলো মানুষ নিয়ে কোনো সমষ্টিগত সংগঠন বা সংস্থা বা কোনো সিস্টেম পরিচালনা করতে গেলে কিছু নিয়মের প্রয়োজন।তা না হলে সেই সিস্টেমটি সঠিক ভাবে চলমান থাকবে না।"আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবার আমাদের সবার সাথে।এখানে আমরা পারস্পরিক সহানুভূতি ও সম্মান রেখে এখানে ব্লগিং করে থাকি।যেহেতু এটি একটি বৃহৎ পরিবার তাই এখানে প্রত্যেক মেম্বার দের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এটাই স্বাভাবিক।কিন্তু সেই সম্পর্ক আমাদের কমিউনিটি ও তার সামগ্রিক পরিবেশের জন্য কতটা নেতিবাচক সেটা আমাদের ভাবনার বিষয়।এখানে পরিচয়ের মাধ্যমে আপনাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠতে পারে,এটা তে আমাদের কোনো মাথা ব্যাথা নেই।তবে যদি সেই সম্পর্ক কোনো ভাবে আমাদের কমিউনিটির উপর প্রভাব ফেলে তাহলে সেটা খুবই চিন্তার বিষয়।
সম্প্রতি কয়েকটি বিষয় আমাদের কমিউনিটি পরিচালনা সমিতিতে নজরে এসেছে।আমরা সেগুলো নিয়ে সূক্ষাতিসূক্ষ অনুসন্ধান ও আলোচনা করেছি।এখানে আমাদের প্রত্যেকের প্রাইভেসি কে অনেক গুরুত্ত দেয়া হয়।কিন্তু দুঃখের ব্যাপার হলে ও এটা সত্যি যে প্রাইভেসি দারুন ভাবে হুমকির মুখে পড়ে যাচ্ছে।তার জন্য কতিপয় লোক এখন অবধি দায়ী।আমরা সেটা ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং প্রয়োজনীয় ব্যবস্থা ও নিয়েছি।
কোনো ভাবেই কমিউনিটি ফাউন্ডার কে নিয়ে কোনো বাজে মন্তব্য একদমই মেনে নেয়া হবে না।Executive Admin ,Community Admins ও Moderators এর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট প্রমান দিয়ে Executive Admin কে DM করে জানাবেন।Executive Admin এর বিরুদ্ধে অভিযোগ থাকলে তখনই একমাত্র founder কে DM করে অভিযোগ করবেন।
কমিউনিটি তে কোনো মেয়ে ইউসার কে কুরুচিকর মন্তব্য করা যাবে না।করলে তাকে প্রমান সাপেক্ষে ব্যান করে দেয়া হবে।কোনো প্রকার সুযোগ দেয়া হবে না।
আশা করি আমার কথা গুলো আপনারা মন দিয়ে পড়েছেন এবং বিষয়গুলো বুঝতে পেরেছেন।আমরা আশা করছি কমুনিটির পরিবেশ স্বচ্চ ও সুন্দর থাকবে।এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি।
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
এটি চমৎকার একটি সিদ্ধান্ত দাদা নিঃসন্দেহে। এতে করে আমাদের কমিউনিটির সকল ইউজার সতর্ক হবে। আশা করি ডিস্কর্ডে সুষ্ঠ পরিবেশ বজায় থাকবে। এমন কোনো কাজ আমরা করবো না যেটা আমাদের কমিউনিটি কখনো সাপোর্ট করেনা। আশা করি আপনার দিক নির্দশনাগুলো সবাই মেনে চলবে। ধন্যবাদ দাদা আপনাকে
অপরাধী গন সকল স্থানেই তৎপর। এমনকি পাহাড় থেকে ক্ষুদ্র বালুকণা মধ্যেও। তাদের এমন তৎপরতা পরিবেশকে প্রচুর ভাবে দূষিত করে। তাদের কোন দল পরিবার কিছুই নাই । তাদের জীবন এভাবেই কেটে চলে ।ভ্রোমরের মত তারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য , এক ফুল থেকে আরেক ফুল, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ফিরে পাশের সকল কিছুকে দূষিত করে ফেলে ,তার পরেও তারা সমাজের একটি অংশ তাদেরকে সামাজিকভাবে কঠোর ভাবে বয়কট করা দরকার বলে আমি মনে করি ।
আপনি ঠিকই বলেছেন দাদা, এটা আমাদের একটা পরিবার। আর পরিবারকে যার যথাযথ সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব। অনেক মানুষ কিংবা ব্লগিং বা কোন কাজ করতে গেলে সেখানে নিয়মকানুন যদি না থাকে তাহলে সেটা খুব দ্রুত ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায়। আপনি ঠিকই বলেছেন আমাদেরকে সবাই নিয়মের বাইরে না যাওয়াই সবচেয়ে উত্তম। এবং মহিলা মেম্বারদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন দাদা।
প্রিয় দাদা, আপনার কথা গুলোর সাথে আমিও একমত, আমরা সবাই চাই এই কমিউনিটি একবারে পরিষ্কার থাক, কিছু বাজে মানুষের জন্য আমরা সবাই আলাদা হতে চাই না, তাই সেই কুরুচিপূর্ণ মানুষদের প্রতি কঠিন শাস্তির ব্যবস্তা নেওয়া এটাই আমি চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলো আমাদের জানিয়ে দেওয়ার জন্য, আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো প্রিয় দাদা।
দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভাল। নিঃসন্দেহে এটা দাদার একটি সঠিক সিদ্ধান্ত । যারা স্টকার তাদের কমিউনিটি জায়গা না দেয়াই বেটার। তাই সঠিক প্রমানের ভিত্তিতে সকল কালপ্রিটের বিরোদ্ধে শাস্তি গ্রহন করলে অন্যরা এ বিষয়ে সতর্ক হয়ে যাবে।
ব্লক কমিউনিটি হচ্ছে মুক্তচিন্তার বাহক। আর সেটি অবশ্যই শালীনতা বজায় রেখে। জানিনা কে আমাদের ফাউন্ডার কে নিয়ে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ? তবে যেই করে থাকুক এটি অন্যায় করেছেন। আমি এই ব্লগের একজন সদস্য হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে মন্তব্যকারী বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
দাদা খুবই সুন্দর ও চমৎকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন দাদা। এতে করে আমাদের আমার বাংলা ব্লগ পরিবারের শৃঙ্খলা বজায় থাকবে। সুষ্ঠু ও সুশৃংখলভাবে পারস্পারিক সম্পর্কে যদি কেউ কোন ভাবে বিশৃঙ্খলা ও আমার বাংলা ব্লগ পরিবারের ভাবমূর্তি নষ্ট করে অবশ্যই দাদা তাদের বিরুদ্ধে একশন নেওয়ার উদ্যোগ কে আমি সাধুবাদ জানাই এবং আন্তরিক ভাবে আপনাকে ধন্যবাদ জানাই,
শুভেচ্ছা ও শুভকামনা রইল দাদা আপনার পরিবারের জন্য।
সময় উপযোগী সিদ্ধান্ত । আমি মনেকরি এই ব্যাপার গুলো নিয়ে আমাদেরকে আরো যত্নশীল হতে হবে এবং ইউজাররা চেষ্টা করবে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য এবং কমিউনিটির অভ্যন্তরীণ পরিবেশ রক্ষা করার জন্য এবং কোন অবস্থার সম্মুখীন হলে, অবশ্যই উর্দ্ধতন ব্যক্তিবর্গকে যেন জানানো হয়, সেই ব্যাপারেও আমি সকলকে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো । আমরা কোন অবস্থাতেই চাইনা যে, কমিউনিটির পরিবেশ নষ্ট হোক ।তাই সকলের সহযোগিতাপূর্ণ আচরণ নিতান্তই কাম্য ।
ধন্যবাদ সবাইকে
খুবই সময়োপযোগী এবং চমৎকার সিদ্ধান্ত।
আসলে এখানে আমরা একে অপরের সাথে চমৎকার বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি তাই বলে বিশৃঙ্খল এবং কুরুচিপূর্ণ আচরন কারো কাছে আমরা আশা করিনা। সবার সুন্দর পরিবেশ বজায় রাখা উচিত। কাজের জায়গাটা সুন্দর থাকলে সবার মঙ্গল বলে আমি মনে করি।
দাদা আপনাদের সকল সিদ্ধান্তকে আমি সব সময় সম্মান জানাই।আমার বাংলা ব্লগ কে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি।দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মেয়েদের জন্য এতো জন্য সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য।
দাদাকে নিয়ে কেউ বাজে কথা বলবে এটা আমরা সয্য করতে পারবো না।আমরা আছি সব সময় দাদার পাশে।
অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা আপনাদের। দুআ করি আপনারা সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন🤲🤲।