সুন্দর একটি গ্রামীণ পরিবেশে আমাদের শেষ আউটডোর ফটোগ্রাফি ।।২৪ শে অক্টোবর ২০২১।।
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আজকে আমি আপনাদের সঙ্গে কয়েকটি এলোমেলা ছবি ভাগ করে নিতে চলেছি ।ছবি গুলো আসলে ক্যামেরা সেটিং করতে গিয়েই তোলা ।আমরা মাঝে মাঝেই বেরিয়ে পড়ি ফটোগ্রাফি করতে।একটা বিশাল bike গ্যাং আছে আমাদের ।কিন্তু করোনার কারণে জীবন বাঁচানোর দায়ে সব কিছু থেকেই দূরে আছি।
এখন মাঝে মধ্যে একাই বেরিয়ে পড়ি আর একটু ঘুরে ফিরে আসি বাড়ি ।এখন এছাড়া উপায় ও নেই।তাই ফোটোগ্রাফিতে ভাটা পড়েছে ।আজকে আমি যে ছবিগুলো শেয়ার করবো সেগুলো এই বছরের শেষে তোলা ।এটাই ছিল আমার শেষ বাইরে ফটোগ্রাফি করা।
এটা ছিল আমার বাড়ি থেকে ১২ কিলো মিটার দূরে একটি ছোট গ্রাম ।এই গ্রামটির পাশ দিয়ে রাস্তা দিয়ে বহুবার গিয়েছি কিন্তু কোনোদিন বুঝতে পারিনি এমন একটি সুন্দর গ্রাম আছে ।একদিন পাশের ছোট রোডে ঢুকে পড়লাম ইচ্চে করেই আর আবিষ্কৃত হয়ে গেলো এই গ্রামটি ।এই গ্রাম টি আয়তনে খুবই ছোট।তবে সবুজে ঘেরা এবং এটি কৃষি নির্ভর গ্রাম।
আমরা যে ছোট রাস্তায় দাঁড়িয়ে ফটোগ্রাফি করেছিলাম সেখানে বিকেল বেলা গ্রামের লোক জন আড্ডা দিতে আসে।তেমনি একটি গ্রুপ আমাদের সাথে সেধে পরিচিত হলো এবং তাদের জমিতে লাগানো শাক সবজি আমাদের উপহার দিতে চাইলো।আমরা সেটা নিতে অপারগতা দিখিয়েছিলাম।
তবে তাদের ব্যবহারে আমরা সত্যি মুগ্ধ হয়েছিলাম।সত্যি একটি দারুন বন্ধুত্বপূর্ণ পরিবেশ আছে ওই গ্রামে।আমার খুবই ভালো লাগলো গ্রামটি কে।এই গ্রামে হিন্দু ও মুসলিম একত্রে খুব শান্তিতে মিলেমিশে বসবাস করে।সবাই পরিশ্রমী তবে সবার মুখে আমি আনন্দ খুঁজে পেলাম।এটাই আমাকে মুগ্ধ করলো।এই যান্ত্রিক যুগে দিন দিন মানুষের জীবন থেকে বিশুদ্ধ হাসিটা হারিয়ে যাচ্ছে।
ক্যামেরা | লোকেশন | ক্যাটাগরি |
---|---|---|
নিকন ডি ৫৬০০ | গ্রামীণ পরিবেশ | জীবন ও প্রকৃতি |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
এই লাইনটি পড়ে খুব ভালো লাগলো।আমাদের শহরের মানুষজন এর মধ্যে এসব খুব কমই দেখা যায়। কারন তাদের মধ্যে একটি স্বার্থপরতা থাকে, কিন্তু গ্রামের এই মানুষগুলো হয় একদমই নিষ্পাপ এবং খুবই ভালো মনের মানুষ। যা আপনার লাইনটিতে বোঝা যাচ্ছে। ভ্রাতৃত্ব বলতে একটা কথা আছে যা আমাদের দেশের লোকজন খুব সহজেই ভুলে যায়। তবে এদেরকে দেখে মনে শান্তি লাগলো কারন এরা অন্তত ভ্রাতৃত্ব ভুলেনি।
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এবং খুব সহজ ভাষায় আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে সেই সাথে আপনি গ্রামের দৃশ্যের খুব সুন্দর বর্ণনা করেছেন
দাদা, আপনার প্রথম ছবিটা অসাধারণ হয়েছে। আপনার প্রত্যেকটা পোস্ট এর লেখাগুলো গোছালো ও মার্জিত ভাষার হয়,পড়তেও ভালো লাগে অনেক। 🙂🙂
দাদা, অসাধারন ছিলো ছবিগুলো।
অসাধারন ছবি তুলেছেন । যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন সেখানেই খুজে পেয়েছেন নতুন একটি গ্রাম। সত্যি দারুন একটা অনুভূতি। তবে দাদা একটা বিষয় মিস করলাম মনে হচ্ছে সেটা গ্রাম টির নাম। যাই হোক সুন্দর একটি গ্রাম এবং তাদের বন্ধুত্ব সুলভ আচরন সেটাই বড় কথা। নামে কি যায় আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ । শুভ কামনা রইল।
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। এই ফটোগ্রাফিক গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলোর মাধ্যমে গ্রামের পরিবেশের চিত্র ফুটে উঠেছে। গ্রামের এই দৃশ্যগুলো সত্যিই সুন্দর লাগছে।
আপনার লেখা থেকেই বোঝা যাচ্ছে গ্রামটা অনেক সুন্দর ছিল। এবং ফটোগ্রাফি গুলোতেও সেই বিষয়টি বোঝা যাচ্ছে। আপনি তো খুব ভালো ফটোগ্রাফি করেন। আজকের গুলোও অসাধারণ ছিল। এইরকম ফটোগ্রাফি ভবিষ্যতে আরও দেখতে পারব আশাকরছি।।
দাদা ফটোগ্রাফি অনেক সুন্দর তুলেছেন। ছবিগুলো প্রকৃতিতে ভরপুর, চারদিকে সবুজের সমারোহ। আরও বেশি ভালো লাগছে গ্রামের মানুষদের ব্যবহার কথা শুনে এবং তাদের বন্ধুত্ব সুলভ আচরণ এবং মুখের হাসিটা। ধন্যবাদ দাদা
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। প্রথমত আপনার প্রথম ছবিটা আমার খুব ভালো লেগেছে। এরকম ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ