আমার কিছু এলোমেলা কথা।।১৬ জুলাই ২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

image.png

Image[source]

সময় এগিয়ে যায়,এক সময় আমাদের সবাইকে থামতে হয়।এই থামার সময় যত এগিয়ে আসে শুরুর দিনগুলি ততই আমাদের হাতছানি দিয়ে ডাকে।জীবন সিনেমা নয় নিঃসন্দেহে কিন্তু কখনো কখনো জীবন সিনেমার থেকেও অনেক বেশি নাটকীয়।সবুজ প্রান্তরের মেঠো পথ দিয়ে হেঁটে যেতে যেতে এক অভাবনীয় ভালোলাগা আজও এই যান্ত্রিক জীবনকে উদ্দীপিত করে।ছোট ছোট ইচ্ছে কতটা ভালো রাখতে পারে একটা মানুষকে কে সেটার সাক্ষী আমি নিজেই।জীবন সিনেমা নয় কিন্তু কখনো কখনো জীবন সিনেমার থেকেও নাটকীয়।আসলে জীবনে ভালো থাকার জন্য কি প্রয়োজন?

হয়তো জীবন সম্পর্কিত অন্যতম কঠিন এই প্রশ্নটি।প্রত্যেকের কাছে ভালো থাকার থিওরি স্বতন্ত্র।তাই এই জটিল উত্তর খোঁজা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আমি বেশ দ্বিধান্বিত।হৃদয়ের আবছা আলোয় সময়ের বাইপাসে জমানো অভিমানের জল শুকিয়ে গেলেই সুখ আসে।কিন্তু কবে সুখ আসবে?

হয়তো সুখ থাকেই তবে তাকে অনুভব করার জন্য প্রয়োজন অনুকূল পরিস্থিতি।আর সেটাই আমাদের থাকে না সব সময়।একটু ভালো থাকার জন্য আমাদের এতো লড়াই,এতো আয়োজন।

আলোর পথে তো খুব সহজেই চলা যায়,কজন পারে ধৈর্য্য নিয়ে আঁধারের পথ পাড়ি দিতে।এটা একদম অনিবার্য যে অন্ধকারে শেষে আলোর দেখা মেলে।কিন্তু অধিকাংশ মানুষ হতাশ হয়ে অন্ধকারেই নিমজ্জিত হয়।তাই খারাপ সময়ে আমাদের কখনোই ধৈর্য্য হারাতে নেই।শেষ অবধি লড়ে যেতে হয়।

প্রিয়জনের অবহেলা হয়তো গ্রিক বীর আলেকজান্ডার ও সহ্য করতে পারতেন না।কারণ খুব কাছের মানুষের অবহেলা গভীর থেকে গভীরতর জায়গায় আঘাত করে যা সহ্য করার মতো আকাশ ছোঁয়া ক্ষমতা কারো কাছেই নেই।

ভালোবাসার উদ্দেশ্য নিজেকে প্রকাশিত করা নয়।সে চায় কেউ থাকে গভীর ভাবে উপলব্ধি করুক।আমরা এতটাই বোকা তীব্র ভালোবাসা পেয়েও না পাওয়ার যন্ত্রনা পাই।এটা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

আপনার পোস্টটি পড়ে অনেক কিছু বুঝতে এবং জানতেও পারলাম। আসলে প্রিয় মানুষটাকে কষ্ট পেতে দেখলে নিজের সহ্য হয় না। আসলে এই পৃথিবীতে অনেক রকমের ঘটনা ঘটে যায়, যে ঘটনাগুলো সিনেমাকে হার মানায়। সিনেমার চাইতেও জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো আরো বেশি গভীরতা হয়ে থাকে। আপনার জীবনের ঘটনা গুলো জানতে পেরে ভালো লাগলো, আসলে জীবন এবং বাস্তব ঘটনা গুলো সিনেমার মতোই হয়ে থাকে।

 2 years ago 

প্রত্যেকটি কথার মাঝে যেন যুক্তির ভান্ডার লেগেই আছে ভাই । একটাকে খন্ডাতে গেলে আর একটা যুক্তি এসে হাজির । বলতে গেলে একদম বাস্তবিক কথাগুলো লিখেছেন ভাই । পাঠকের অকেজো মস্তিষ্ক কেজো হয়ে উঠুক, এমনটাই কামনা করছি ।

জাস্ট অসাধারণ

 2 years ago 

খুবই চমৎকার কিছু কথা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। কথাগুলো একদম চিরন্তন সত্য এবং বাস্তব। আপনার এই কথাগুলো সঙ্গে কিছু কিছু কথা আমার জীবনের সাথে মিলে গেছে যেগুলো সত্যিই একদম আমার কাছে মনে হয়েছে যে আমাকে নিয়েই আপনি এটা লিখেছেন।

একটু ভালো থাকার জন্য আমাদের এতো লড়াই,এতো আয়োজন

আপনার উপরের এই লেখার সাথে আমি পুরোপুরি এক মত আমরা একটু ভালো থাকার জন্য কত রকম চেষ্টা করি। কত রকম ভাবে কত পদ্ধতি অবলম্বন করে চলাচল করি হয়তোবা কাউকে ঠকিয়ে হয়তো বা অন্য কোন অসৎ উপায়, শুধুমাত্র নিজে একটু ভালো থাকবো বলে। তবে আমি মনে করি নিজেকে ভালো রাখতে হলে বেশি কিছুর প্রয়োজন পড়ে না। শুধুমাত্র মন-মানসিকতার দরকার।

 2 years ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন দাদা। আসলে আপনার চিন্তাধারা একটু অন্যরকম, একটু ব্যতিক্রম যা আমাকে সব সময় ভালো লাগে। তবে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের সঠিক উত্তর আমার কাছে নেই। তবে অনেক ধরনের শিক্ষা পেলাম, একটি নতুন রাস্তা পেলাম নতুন ভাবে চিন্তা করার পথ পেলাম। ঠিক বলেছেন দাদা একটু ভালো থাকার জন্যই এত সব কিছু করা তবে শেষের লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দাদা।।।

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ঠিকই বলেছেন দাদা বাস্তব জীবনের অনেক ঘটনা সিনেমা কে হার মানায়। সেজন্য সিনেমা এবং বাস্তব জীবনের ঘটনাবলী এক নয় জীবনের এমন কিছু ঘটনা থাকে যেগুলো কখনো সহ করা যায় না। যেগুলো সিনেমা কে হার মানিয়ে চলে যায়। আসলেই প্রিয় মানুষের কষ্ট কখনো সহ্য করা যায় না হৃদয়ের সব সময় বাধাহীন সমস্যার সৃষ্টি করে। অনেক ভালো লাগলো গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেলেন দাদা। অসাধারণ কিছু কথা বললেন। পোস্টটি পড়ার সময় প্রথম দিকে দু একটা লাইন quote করতে ইচ্ছা করছিল, কিন্তু যত অগ্রসর হলাম তত দেখলাম এভাবে প্রত্যেকটি লাইনই quote করে ফেলতে হবে। অনেকাংশে নিজের জীবনের সাথেও বেশকয়েকটি মিল খুঁজে পেলাম। বেশ খানিকটা শিখলামও। অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট আমাদের সামনে তুলে ধরার জন্য।

 2 years ago 

খারাপ সময়ে আমাদের কখনোই ধৈর্য্য হারাতে নেই।শেষ অবধি লড়ে যেতে হয়।

আমাদের বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের চলতে হবে। খারাপ সময়গুলো আমাদের ধৈর্যের সাথে পার করতে হবে। জীবণে ভালো থাকতে চাইলে সব রকম পরিস্থিতির সাথে আমাদের নিজেদের মানিয়ে নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

আলোর পথে তো খুব সহজেই চলা যায়,কজন পারে ধৈর্য্য নিয়ে আঁধারের পথ পাড়ি দিতে।

যে ধৈর্য্য নিয়ে চলতে পারে সেই তো সবশেষে জিতে যায়।

প্রত্যেকটা কথা খুব সুন্দর এবং বাস্তব ❤️❤️।

 2 years ago 

আসলে কাছের মানুষের অবহেলা বেশ কষ্টের হয়।জীবনে অনেক কিছু সহ্য করা যায়, কিন্তু কাছের মানুষের অবহেলা সহ্য করা যায় না,মাঝে মাঝে মনে হয় মরে যেয়ে যদি দেখতে পারতাম কাছের মানুষ আমি না থাকলে একটু কষ্ট পায় কিনা।যাই হোক ভালো ছিলো।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 89688.42
ETH 3103.55
USDT 1.00
SBD 2.80