আমার কবিতার খাতা থেকে: রাজকাহিনী।।০৫ জানুয়ারি ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি মানুষের কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।
রাজপ্রাসাদের উঁচু দেওয়ালে আঁকা রং,
সিংহাসনের সোনালি জ্যোতিতে ঢাকা ভ্রান্তি।
রাজারা আসে, রাজারা যায়,
তবু ইতিহাসের পাতা থাকে নির্লিপ্ত,
শুধু রেখে যায় রক্তের দাগ আর ভগ্নগাথা।
অর্জুনের মতো তীক্ষ্ণ লক্ষ্য,
কৌরবের মতো নিঃসীম লোভ,
ধর্ম আর অধর্মের দোলাচলে দোলে রাজকাহিনী,
যেখানে প্রতিজ্ঞা আর বিশ্বাস মিশে যায়—
একটি অসীম শূন্যতায়।
রাজ্যের প্রান্তরে বাজে যুদ্ধের দামামা,
মাটির গন্ধ মেশে সৈন্যের রক্তে।
কোথাও শোনে না কেউ চাষির কান্না,
কোথাও মুছে যায় বিধবার জল।
রাজা যখন মুকুটে মগ্ন,
তখন প্রজার হৃদয় পোড়ে নিঃশব্দে।
তবু রাজকাহিনীর সুর থামে না।
গাথা লেখা হয় বীরের নামে,
যোদ্ধার তলোয়ার আর মুকুটের জয়ে।
কিন্তু হারিয়ে যায় সেই মুঠো মাটি,
যা ছিল সত্যিকার রাজ্যের ভিত্তি।
আজও কি তবে রাজকাহিনী শুধুই ছলনা?
নাকি কোথাও লুকিয়ে আছে আশার আলো?
অজস্র প্রহসনের মাঝে,
মানবতার জন্য দাঁড়িয়ে থাকা এক সৈনিক,
সে-ই কি সত্যিকারের রাজা?
রাজকাহিনীর শেষ পাতায় লেখা নেই উত্তর।
কেবল পড়ে থাকে প্রশ্ন—
"কাকে বলে রাজ্য? কাকে বলে রাজা?"
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
একদম অতীতের রাজাদের জীবন বৃত্তান্ত আপনার রাজকাহিনী নামক কবিতার মধ্যে ফুটে উঠেছে। মনে হচ্ছে যেন অতীতের রাজাদের কর্মকাণ্ড এবং রাজপ্রাসাদের কার্যকলাপ গুলি কবিতার মধ্য দিয়ে বাস্তবিকভাবে প্রকট হয়েছে। প্রত্যেকটা লাইনের মধ্যেই যেন অতীতের রাজাদের গল্পকথা নিহিত। চমৎকার হয়েছে দাদা আপনার কবিতাটি। মাঝে মাঝেই এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করলে বেশি ভালো লাগে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, ধন্যবাদ দাদা।
মুগ্ধ হয়ে গেলাম দাদা আজকের কবিতাটি পড়ে, ইতিহাসের এক নির্মম বাস্তবতা তুলে ধরেছেন আজকে, ইতিহাস হয়তো এভাবেই চলতে থাকবে কিন্তু মাটি ও মাটির মানুষগুলোর কান্না কোনদিনও থামবে না। অনেক ধন্যবাদ
কবিতা মানেই শব্দের খেলা-ছন্দের গাঁথুনি। আপনি শন্দের লেখা দেখিয়েছেন রাজকাহিনী শিরোনামে কবিতাটিতে। রাজকাহিনীর মত জটিল বিষয় কি সুন্দর করে উপস্থাপন করেছেন! এমদম মুগ্ধ হয়ে গেলাম। কি নির্মম সত্য বলেছেন আপনি-"ধর্ম আর অধর্মের দোলাচলে দোলে রাজকাহিনী"। অসাধারন লেগেছে দাদা কবিতাটি। আমাদের সাথে শেয়ার করে পড়বার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। আগের দিনের বেশিরভাগ রাজারা প্রজাদের দুঃখ কষ্টের কথা ভাবতো না। এখনও সেই অবস্থা বজায় রয়েছে। যাইহোক বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দাদা আপনার কবিতার খাতা থেকে নতুন আরেকটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। এই কবিদের ভাষা অসাধারণ হয়েছে। কবিতাটি পড়ে তাই অনেক ভালো লাগলো।
আপনার লেখা আজকের কবিতা টা অন্যদিনের চেয়ে বেশ আলাদা ছিল। তবে দারুণ লিখেছেন দাদা কবিতা টা।
রাজা এবং রাজ্যের এই প্রশ্ন চিরকাল যেন চলতেই থাকবে মানুষের মনে। এ যেন এক নিদারুণ বাস্তবতা।।