কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।।ব্যর্থ প্রেম।।সুনীল গঙ্গোপাধ্যায়।।২২.০৪.২০২২।।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পোস্ট লেখা শুরু করছি।আশা করি আপনাদের ভালো লাগবে।আসুন তাহলে শুরু করা যাক।
png_20220422_013924_0000.png

আজকে আমি আবার একটি প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছি।এটা আমার বাংলা ব্লগের নিয়মিত অফিসিয়াল প্রতিযোগিতা নয়।আমি ব্যক্তিগত ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি।এবারে ও প্রতিযোগিতার বিষয় হলো কবিতা আবৃত্তি।সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটি অসাধারণ কবিতা "ব্যর্থ প্রেম" আবৃত্তি করার জন্য নির্বাচন করা হয়েছে।গতবারে স্বতঃস্ফূর্ত ভাবে অনেক সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেছিলেন।প্রত্যেকে নিজেদের সেরা টা দেয়ার যে প্রয়াস দেখিয়েছিলেন তা ছিল এক কথায় অনবদ্য।তাই আমি এবারে ও আশা করছি আরো বেশি মানুষ অংশ গ্রহণ করবেন।

এই প্রতিযোগিতায় অ্যাডমিন ও মডারেটর গণ ও অংশগ্রহণ করতে পারবেন।এই কবিতাটির সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করতে হবে।সেই অভিমতে অবশ্যই কবিতার মূলভাব[আপনি যা বুঝেছেন কবিতাটি পড়ে] থাকতে হবে।



প্রতিযোগিতার নিয়মাবলী:

১.প্রত্যেক প্রতিযোগীকে অবশ্যই আমার বাংলা ব্লগের মেম্বার হতে হবে [নতুন মেম্বার] রা ও অংশগ্রহণ করতে পারবেন।

২.কবিতাটি আবৃতি রেকর্ড করে নিজের ইউটুব চ্যানেল এ পোস্ট করে সেটার লিংক পোস্ট এ উল্লেখ করতে হবে।এই কবিতার মূল ভাব কি সেটা নিজের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে হবে।

৩.পোস্ট এ poetryrec2 এবং abb এই দুটি ট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে।

যে কবিতাটি আবৃতি করতে হবে :-

ব্যর্থ প্রেম – সুনীল গঙ্গোপাধ্যায়

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

মোট পুরস্কার পুল :২৫০

স্থান অধিকারিপুরস্কারের পরিমাণ
প্রথম১০০
দ্বিতীয়৭৫
তৃতীয়৫০
চতুর্থ২৫

সময়সীমা : ২৮ এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত।।



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
break.png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
break.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 3 years ago 

@blacks দাদা আমার ক্ষুদ্র প্রয়াস😍🙏

পোস্টের লিঙ্ক

 3 years ago 

খুব ভালো একটা উদ্যোগ দাদা। এক কথায় মনে ধরেছে খুব। জানিনা অংশগ্রহণ করতে পারবো কিনা। তবে চেষ্টা থাকবে। কবিতা টা এই প্রথম বার পড়লাম। কিছু কিছু লাইন এত অনবদ্য। দেখা যাক কি হয়।

 3 years ago 

আবারো দারুন একটি প্রতিযোগিতা। গত প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম। যদিও সফলতার দেখা পাইনি, তবে অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লেগেছিল। আশা করি আবারো আমার দ্বারা প্রতিযোগীর সংখ্যা একজন বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই এই প্রতিযোগিতা আমার ভালো লাগতে শুরু করেছে। ধন্যবাদ দাদা সুন্দর এই আয়োজনের জন্য।❤️❤️

 3 years ago 

আমি কৃতজ্ঞ যে , আপনার প্রথম পর্বের কবিতা প্রতিযোগিতায় একটা স্থান করতে পেরেছিলাম। তবে এবার নিজেকে আরো শক্ত পোক্ত করে উপস্থাপন করার চেষ্টা করব । যদিও কবিতার কথাগুলো বেশ ধারালো , তবে আশা করি সেই ধারালো কথাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব , সহজ কথায় রূপান্তর করার জন্য ।

 3 years ago 

প্রিয় ছোট দাদা, আপনি আবারও অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তির আয়োজন করেছেন, আপনার পূর্বের "পাহাড় চূড়ায়"৷ কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহন করছিলাম এবং একটি স্থান ও দখল করেছি, আমি এইবারো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো প্রিয় দাদা, সুন্দর করে "ব্যর্থ প্রেম" কবিতাটি আবৃত্তি করার জন্য, এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা, শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago (edited)

আমার অংশগ্রহন

bertho rem.JPG

ইউটিউব লিংক
আমার বাংলা ব্লগ লিংক
প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ নতুন ভাবে নিজেকে উদ্দীপন দেয় ‌‌। গত প্রতিযোগিতায় সীমাহীন উদ্যম নিয়ে অংশগ্রহণ করেছিলাম ‌। পুরস্কার পায়নি তাতে কি হয়েছে শিখতে পেরেছি অনেক কিছু। এবারও দাদা নতুন করে যে প্রতিযোগিতার আয়োজন করেছেন তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। ব্যর্থ প্রেম কবিতাটি সুনীলের একটি অনবদ্য কবিতা। দাদা সেই কবিতাটি আমাদের মাঝে নিয়ে এসেছেন। দাদা আপনাকে অন্তরের অন্তস্থল থেকে নমস্কার।

দাদা আপনাকে প্রথমে নমস্কার নেবেন।আপনি খুব একটা প্রতিযোগিতার আয়োজন করছেন।তবে দাদা কবিতাটি বেশ‌ কঠিন।আমি চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার। অনেক ধন্যবাদ দাদা, এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

ছোট দা আশা করি ভালো আছো I পর কথা,এত সুন্দর একটা "কবিতা" প্রতিযোগিতা আয়োজন করার জন্য তোমাকে ধন্যবাদ I

 3 years ago 

আমি খুবই উৎসাহ ও উদ্দীপনার সাথে এই কবিতায় আবৃত্তিতে অংশগ্রহণ করব। যদিও প্রথম পর্বে কোন স্থান দখল করতে পারিনি কিন্তু এইবার আমার যথাসাধ্য চেষ্টা থাকবে। আশা করি আমার কবিতা আবৃত্তি আপনার কাছে খুবই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ দাদা এত চমৎকার একটি কবিতা আবৃত্তির আয়োজন করার জন্য।

 3 years ago 

প্রিয় দাদা, আশা করি ভাল আছেন? খুব সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন। গতবারের মতন এবারও সবাই অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ‌। আমিও শতভাগ চেষ্টা করব ভালো টা উপস্থাপন করার জন্য। এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই । ভালো থাকবেন দাদা ‌‌।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96270.57
ETH 3430.69
SBD 1.53