You are viewing a single comment's thread from:
RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৪৯ (Weekly Hangout Report-49)
আমার বাংলা ব্লগের কমিটি হাংআউট এর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে থাকি। যে তথ্যগুলো আমি সারা সপ্তাহ আমার কাজের সময় প্রয়োগ করে থাকি। প্রথমে রেসিপি পোষ্ট গুলো সম্পর্কে বলা হয়েছে যথাযথ কমিটির নিয়ম অনুসরণ করতে ।পরবর্তীতে পি টু পি সম্পর্কে কঠোর অবস্থানের কথা দাদা আমাদের সামনে বলেছেন। যে সকল ইউজারদের এখনো পিটুপি বন্ধ করেনি তাদের আইডি ব্যান্ডেল কথা বলা হয়েছে। এছাড়া এই সপ্তাহের গানের আয়োজন গুলো খুবই জাঁকজমক ছিল ।ধন্যবাদ আপনাকে।
প্রতিটি পর্বেই আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়ে থাকে, তাই আমাদের সকলের উচিত হ্যাংআউটে উপস্থিত থাকার চেষ্টা করা।