ক্রিয়েটিভ রাইটিং।। ব্যস্ততা যেন আমার পিছুই ছাড়ছে না।।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (০৭/১১/২০২৪) রোজ: বৃহস্পতিবার।
💞শুভ রাত্রি💞
প্রতিদিনের নেই আজকে সকালে ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠে ফ্রেশ হই। তারপর নাস্তা শেষ করি। নাস্তা শেষ করে পড়ার টেবিলে বসে যায়। কেননা সবে মাত্র এইচএসসি পাশ করেছি। এখন পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করতে হয়। আসলে পড়ালেখার পাশাপাশি যেটুকু সময় পাচ্ছে কাজে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি নিজের জায়গা থেকে। যদিও ফুলফিল ভাবে করতে পারছি না তারপরেও চেষ্টা করছি। তাছাড়া আমি এত ব্যস্ত সময় পার করছে তা বলে বোঝানো সম্ভব নয়।
আজকে সকালে ঘুম থেকে উঠেই নাস্তা শেষ করেই যেন মনে হচ্ছে ব্যস্ততা আমার পিছু ছাড়ছে না। তাছাড়া একদিকে যেমন পড়ার চাপ ঠিক তেমনি ব্যস্ততা যেন কিছুই ছাড়ছে না। তবে কিছুই করার নাই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমি নিজের জায়গা থেকে বলছি আমি যে ব্যস্ত সময় পার করছি তার মধ্যে নিজের সাথে অনেকটা লড়াই করছি। কেননা বর্তমান আমার চেয়ে বয়স এখন থেকে ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে গেছি। তবে আমি মনে করি চেষ্টা কখনো বিফলে যায় না। তাছাড়া জীবনের সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। আরাম আয়েশে দিন পার করার সে তো একটা কেবলমাত্র অলসতা। তাছাড়া বর্তমানে আমি নিজের জায়গা থেকে নিজেকে নতুন ভাবে তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে। জানিনা সেটা কতটুকু কবুল হবে। তবে যাই হোক নিজের জায়গা থেকে আমার চেষ্টা কোন কমতি নেই। তাছাড়া আজ কয়েকটা দিন খুবই ব্যস্ত সময় পার করছি। ব্যস্ততা আসলে বলে কয়ে আসেনা। যাইহোক সকালে টেবিলে বই নিয়ে পড়তে বসলাম। এরপর যদি আমার এখন পড়ার চাপ অনেকটা বেড়ে গিয়েছে। তারপরে বাবার ছোট আব্বুর স্কুলের বেশ কয়েকটা খাতা আমায় দেখার জন্য দিয়েছে। আপনারা জানেন বর্তমানে দশম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে। বিভিন্ন স্কুলে অলরেডি হয়ে গিয়েছে। আমার ছোট আব্বুর স্কুলে পরীক্ষা শেষ হয়েছে তাই সে খাতাগুলো আমার দেখতে হচ্ছে। যে কারণে আমার সেখানে বাড়তি কিছু সময় দিতে হয়। তাছাড়া খাতা দেখাও খুব একটা সহজ কাজ নয়। কেননা প্রতিটি খাতা খুব সুন্দরভাবে দেখতে হলে সময়ের ব্যবধান। কিন্তু কিছুই করার নেই এটাও আমার বাধ্যতামূলক। তাছাড়া প্রতিবার আমি নিজেই গণিত খাতাগুলো এবং বিজ্ঞান খাতা গুলো দেখে থাকি। তারপরে বারোটা বাজতে গোসল করি। গোসল শেষ করে অজু বানিয়ে নামাজ আদায় করি। নামাজ শেষ করে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম। কেননা বিশ্রাম না নিলে কোন কাজই করতে ভালো লাগেনা। তারপর সন্ধ্যা হতে মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে গ্যাস সিলিন্ডার নিয়ে গেলাম গ্যাস ভরতে। এরপর সেখান থেকে এসে রাতের খাওয়া শেষ। এভাবে একের পর এক যেন কাজ লেগেই রয়েছে। তাছাড়া ব্যস্ততা হঠাৎ করে চলে আসে। আসে ব্যস্ততা পাশ কাটিয়ে যাওয়া কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার তারপরেও নিজেকে শক্তভাবে সেই মোকাবেলা করতেই হবে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে একটু ফ্রি হয়ে ভাবলাম একটা পোস্ট শেয়ার করি। তারপরেই আজকে শত ব্যস্ততার মধ্য দিয়েও এই পোস্ট লিখতে সক্ষম হলাম।
আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ব্যস্ততম মুহূর্তের বিষয়গুলো উপস্থাপন করেছেন। আসলে মানুষ বেঁচে থাকলে অনেক অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ে। দৈনন্দিন জীবনে আমাদের ব্যস্ততার শেষ নেই। তবু তার মধ্য থেকে সময় দিতে হবে নিজের জন্য।
ঠিক বলেছেন আপু ধন্যবাদ।
আসলে ভাই জীবনে সফলতা অর্জন করার জন্য ব্যস্ততা খুবই প্রয়োজন। অলসতার মাধ্যমে সফলতা অর্জন হয় না। আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার কোন শেষ নেই। ব্যস্ত থাকার কিছু অনুভূতি শেয়ার করেছেন । ধন্যবাদ আপনাকে ভাই ।