হ্যাঁ আপু আপনার আগের অনেক পোস্ট আমি দেখেছি এবং আপনি খুবই সুন্দর মেহেন্দি দিতে পারেন। যদিও আপনার এটি খুবই শখ যে কারণে আপনার কাছে অনেকেই মেহেন্দি পরতে আসে তাতে আপনি বিরক্ত হন না জেনে খুবই খুশি হলাম। তবে আপনার পোস্ট পড়ে আর ও একটা বিষয় বুঝতে পারলাম যে আপনার ফুপার বিয়ে আর আপনাকে মেহেন্দি দেওয়ার জন্য তার আগের দিনই যেতে বলেছে। আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয় হঠাৎ করে কাউকে কোন কাজ চাপিয়ে দেওয়াটা সত্যি ই ভালো নয়। আসলেই এমন হঠাৎ করে কোন কাজের কথা বললে সবাই একটু বিরক্ত বোধ করে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আসলে কাজ না থাকলে যাওয়া যায়।কিন্তু জানেই যে আমি ব্যস্ত থাকি,তাও এসব বিরক্তই লাগে।