শুভ জন্মদিন টিনটিন বাবু।। Happy Birthday Tintin
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৬/০৯/২০২৪) রোজ: বৃহস্পতিবার।
💞শুভ জন্মদিন টিনটিন বাবু💞
প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হই। আজকে সকালে ঘুম থেকে উঠেই শরীরের মধ্যে কেমন জানি একটা অলসতা ভাব লাগছে। সেই সাথে মনে হচ্ছে ভালো লাগছে না। তাছাড়া গতকালকে বৃষ্টিতে ভিজে তেমন একটা ভালো লাগছেনা। তো ফ্রেশ হওয়ার পরে নাস্তা শেষ করে ভাবলাম একটা পোস্ট শেয়ার করা যাক। তবে যখন অ্যানাউন্সমেন্ট দেখলাম তখন ভাবলাম আজকে টিনটিন বাবুর জন্মদিনে একটি পোস্ট শেয়ার করবো।
আমাদের সুপ্রিয় বড় দাদার একমাত্র পুত্র টিনটিন বাবুর আজকে শুভ জন্মদিন। তাই জন্মদিনে তাকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আসলে এই দিনে টিনটিন বাবু এসেছিলেন দাদার পুরো ঘর আলোকিত করে। আজ এই জন্মদিন উপলক্ষে তাকে আমার পক্ষ থেকে রইল প্রাণঢালা শুভেচ্ছা । এ প্লাটফর্মে যুক্ত হওয়ার পরে আজ দ্বিতীয় দিন আমি টিনটিন বাবুর জন্মদিন উপভোগ করতে পারছি। তাছাড়া প্রতি বছরে টিনটিন বাবুর জন্মদিনে বিশেষ hangout এর আয়োজন করা হয়। ঠিক এবারও করা হয়েছে বিষয়টা জানতে পেরে আমার কাছে ভালো লাগলো।
আর এই দিনে খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা উপভোগ করতে পারি। আমার খুবই ভালো লাগে যে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আমরা দারুন একটা মুহূর্তের মধ্য দিয়ে সময় পার করি। তবে জন্মদিনের আজ এই শুভ লগ্নে তার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। তার জীবনে প্রতিটা মুহূর্ত সুন্দর হোক এই কামনা করি। সে যেন বড় হয়ে ভালো মনের মানুষ হতে পারে সে আশা ব্যক্ত করি। তাছাড়া আজকের এই দিনটা আমাদের সকলের কাছে অনেক আনন্দের একটি দিন। কেননা আজকে আমাদের সকলের জন্য একটা বিশেষ হ্যাং আউট রয়েছে। তাছাড়া গতবারে জন্মদিনে দাদা অনেক আয়োজন করেছিলেন। দাদা হ্যাংআউট এসে বলেছিলেন সেখানে ম্যাজিক সহ খাওয়া-দাওয়ার খুব সুন্দর আইটেম করেছিলেন। আশা করছি এবারও হবে। আজকের এই শুভদিনে আমার পক্ষ থেকে টিনটিনের জন্য আবারও জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে থেকে তোমার সামনের দিনগুলো অনেক ভালো কাটুক এই আশায় ব্যক্ত করি। তাছাড়া এই দিনটি প্রতিটা বছরে যেন তোমার কাছে খুবই আনন্দের সাথে আসে। আজকের এই দিন থেকে তোমার জীবনে বড় হবার স্বপ্ন জাগুক এই আশা ব্যক্ত করি। হাজারো তারার মত উজ্জ্বল হোক তোমার জীবন।
সর্বশেষে টিনটিন বাবুর জন্মদিনে তার সুস্বাস্থ্য কামনা করছি। সে যেন বড় হয়ে সত্যি একজন ভালো মনের মানুষ হয়। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজ আমাদের সকলের প্রিয় এবং দাদা ও বৌদির কলিজার টুকরা টিনটিন বাবুর শুভ জন্মদিন। দেখতে দেখতে টিনটিন বাবু ছয় বছরে পদার্পণ করল।জন্মদিন উপলক্ষে টিনটিন বাবুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি খুবই সুন্দর ভাবে আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আমাদের প্রিয় বড় দাদার ছেলের জন্মদিন। আর তাই আমরা তার জন্মদিন উপলক্ষে অনেক আনন্দিত। ঠিক তেমনি আনন্দের এই মুহূর্তে আপনি ও তার জন্মদিনে উপলক্ষে আপনার মহামূল্যবান বক্তব্য তুলে ধরেছেন এই পোস্টে। ছেলেটার জন্মদিন উপলক্ষে আপনার শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লেগেছে আপনার এই জন্মদিনের শুভেচ্ছা মূলক পোস্ট দেখে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
টিনটিনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। জন্মদিনের এই বিশেষ দিনটি যেন তার জীবনের অনেক আনন্দের দিন হয় এই প্রত্যাশায় করছি। ভাইয়া আপনার পোস্ট পড়ে সত্যি অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।
ধন্যবাদ আপু।
স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন। স্নেহের টিনটিন বাবুর জন্মদিনে আজ আমরা সবাই আনন্দিত। টিনটিন বাবুর জন্মদিনে হৃদয়ের প্রত্যাশা রইলো আজকের দিনের মতো প্রতিদিন যেন তার বেশ হাসিখুশি কাটে। ভালো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে ভাই পোস্টটি শেয়ার করার জন্য।