ভ্রমণ।। সুইমিং পুলে গোসল করতে যাওয়ার অনুভূতি।(পর্ব ০৪)।।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৩/০৮/২০২৪) রোজ: শুক্রবার।
লোকেশন
💞 জুম্মা মোবারক 💞
আপনারা জানেন আমি ইতিপূর্বে আমার এই ইন্টার ফাইনাল পরীক্ষা অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য আমি সাময়িক ছুটি নিয়েছি। তবে বর্তমান পরিস্থিতিতে আবার কাজের ধারাবাহিকতাই ফিরে আসার চেষ্টা করছি।
আজকে সকাল সাতটায় ঘুম থেকে উঠি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর হালকা একটু খাবার খেয়ে নি। এরপরে ভাবলাম আজকে একটা পোস্ট শেয়ার করা যাক। তাই পোস্ট লিখতে বসলাম।
ইতিপূর্বে আপনারা যারা আমার এই ভ্রমণ পর্বগুলো দেখেছেন। আশা করছি আজকের এই পর্বটি দেখেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।
আপনারা জানেন আমাদের মেহেরপুর জেলায় এই প্রথম একটা সুইমিং পুল তৈরি হয়েছে। বর্তমানে অনেকে আছে যারা ছোটবেলা থেকে এভাবে সুইমিংপুল বা পুকুরে গোসল করে নি। তবে আমার শৈশবটা বেশ ভালই কেটেছে। আমাদের পরের জেনারেশন থেকে শুরু করে আর কেউ সেই সব শৈশব উপভোগ করতে পারেনি। তবে যাই হোক বেশি একটা ভালো উদ্যোগে সুইমিংপুল তৈরি হয়েছে। যেখানে এসেছি শিশুরা সাঁতার কাটা শিখতে পারবে। তাছাড়া এভাবে গোসল করা কত মজা সেটা বুঝতে পারবে। আমরা উদ্বোধনের দিন গিয়েছিলাম। কেননা ঐদিন অনেক মানুষ এখানে গোসল করতে এসেছিল। তো এক পর্যায়ে উদ্বোধন শেষ হলেই সবাই মিলে একসাথে সুইমিংপুলে লাফ দি। সত্যিই এত মজা হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে অনেকে একসাথে সুইমিংপুলে। অনেকেই এমন পানি পেয়ে বেশ আনন্দিত। এরই মাঝে অনেকেই ফটো তুলছেন অনেকে ব্লগিং করছেন। তবে আমার এতই ভালো লেগেছিল যে কারণে আমি উপরের ছবিগুলো সংগ্রহ করেছি। প্রথমে যখন আমরা সবাই একসাথে জাম্প করেছিলাম সত্যি বেশ মজা লেগেছিল। তাছাড়া ওই মুহূর্তটা যদি আমার ক্যামেরায় বন্দি করা হত তাহলে দেখতে পেলে আপনারা খুবই আনন্দিত হতেন। তাছাড়া উপরের দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর।
সুইমিংপুল গোসল করার সময় আমার ফোন দিয়ে উপরের থেকে উপরের এই ছবিটি সংগ্রহ করা হয়েছে। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি সানগ্লাস পড়ে সুইমিংপুলে গোসল করছি। পাশে রয়েছে আমার একটা বড় ভাই। গোসল করার এই মুহূর্তে আমার ফোনটা একজন নিয়ে আমাদেরকে ক্যামেরাবন্দি করে নেয়। যেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন। সত্যিই এভাবে গোসল না করলে জানতেই পারতাম না যে কত আনন্দের। এটা সত্যিই অনেক আনন্দের একটা জায়গা।
ঐদিন বৃষ্টি হয়েছিল আর ওই বৃষ্টিতে মোটরবাইক নিয়ে ভিজতে ভিজতে আমরা এই সুইমিংপুলে গিয়েছিলাম। আমার গাড়িতে আমরা গিয়েছিলাম তিনজন। উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা দুজন সাদা টি-শার্ট পরে সুইমিংপুলে পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় আমার একটা বড় ভাই আমাদের ক্যামেরাবন্দি করে। সত্যি এভাবে অনেকে একসাথে গোসল করতে পেরে খুবই ভালো লেগেছিল। বেশ মজা করেছিলাম। কিভাবে গোসল করার মুহূর্তগুলো সত্যিই কখনো ভুলবার নয়। এগুলোকে আর স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যই এখানে আমি শেয়ার করছি। এটা আমার একটা ভালো লাগার বিষয়। এটা আমার একটা ভালোবাসার বিষয়। সব মিলিয়ে আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পেরে খুবই ভালো লেগেছিল। যা বলে বোঝানো যাবে না।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
স্থান | লোকেশন |
আজকের মতো এখানেই শেষ করছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কিছু কিছু মুহূর্ত অনুভূতি সত্যিই ভোলা যায় না। আপনি অনেক সুন্দর ভাবে সুইমিংপুলে গোসল করতে যাওয়ার পর্ব গুলো আমাদের সাথে শেয়ার করবেন। আপনার শেয়ার করা প্রতিটি পর্ব আমি দেখেছি। আজকে এই পর্বটি দেখেও ভীষণ ভালো লাগলো। অনেক মানুষ সুইমিংপুলে গোসল করতে এসেছে এবং অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক আনন্দে ছিলেন। ধন্যবাদ ভাইয়া।
গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সুইমিং পুলে গোসল করতে গিয়ে বেশ আনন্দ করেছেন।আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম বেশ উপভোগ করেছিলেন সময়।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
অনেক ক্ষেত্রে সামান্য বিষয়ে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। আপনি সুইমিং পুলে গোসল করতে গিয়ে অনেক আনন্দ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমারও খুব ইচ্ছা হয় সুইমিংপুলে গিয়ে গোসল করার। কিন্তু তেমন একটা সুযোগ এখন পর্যন্ত তৈরি করে উঠতে পারিনি। ধন্যবাদ ভাই আপনার আনন্দের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাই ঠিক বলেছেন ধন্যবাদ।
শুকরিয়া ভাই দারুন একটা পোস্ট শেয়ার করার জন্য।
বাড়ির কাছে সুইমিং পুল হয়ে গেল। এখন যখন ইচ্ছা তখনই যাওয়া যাবে। আর এই উঠতে বয়সের ছেলেদের জন্য খুবই আনন্দঘন একটি স্থান। বেশ দারুণভাবে গড়ে উঠেছে মালসা ধোয়া গ্রামে এই পার্কটা।
ধন্যবাদ ভাইয়া।
কিছু কিছু অনুভূতি কাউকে বোঝানো যায় না। তবে এতটুকু বঝতে পারছি আপনি সুইমিংপুলে গোসল করে খুব আনন্দ পেয়েছেন। আর সেই আনন্দটুক আমাদের সাথে শেয়ার করেছেন। বাসার কাছে কোন সুইমিংপুল থাকলে আমিও প্রতিদিন যেতাম সাতার শেখার জন্য। আপনার সুইমিংএ গোসল করার ফটোগ্রাফিগুলো দেখেই বোঝা যাচ্ছে খুবি ইনজয় করেছেন। যা দেখে আামার ভীষণ ভালো লাগলো।
হ্যাঁ আপু ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে।
যেহেতো সুইমিং পুলটা নতুন হয়েছে, তাই সবার মাঝেই একটা কৌতুহল দেখা যায়। কয়েক বছর এমন কৌতুহল থাকবেই। আসলে পুকুর বা নদী থেকে সুইমিং পুলে গোসল করে মজা আছে। ধন্যবাদ।