লাইফ স্টাইল।। প্রথম পরীক্ষার অনুভূতি।।

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (০১/০৭/২০২৪) রোজ: সোমবার।

pexels-jessbaileydesign-762687.jpg

ছবিটিএখান থেকে নেওয়া হয়েছে

💞 শুভ সকাল 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো লাইফ স্টাইল।। প্রথম পরীক্ষার অনুভূতি।।

আপনারা জানেন আমি ইতিপূর্বে আমার এই ইন্টার ফাইনাল পরীক্ষা অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য আমি সাময়িক ছুটি নিয়েছি।

গতকালকে থেকেই আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আজকে পরীক্ষা নেই। আবার আগামীকালকে পরীক্ষা রয়েছে। গতকালকে আমাদের প্রথম পরীক্ষা শুরু হয়েছিল বাংলা প্রথম পত্র দিয়ে। আলহামদুলিল্লাহ গতকালকের পরীক্ষাটি ভালো হয়েছে। তাই ভাবলাম এই পরীক্ষা বিষয় নিয়েই আজকে একটা পোস্ট শেয়ার করি। তাই পোস্ট লিখতে বসলাম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

পরীক্ষা মানেই একটা টেনশন। পরীক্ষা কথাটি শুনলেই যেন একটা সাব সৃষ্টি হয়। আর সেই চাপটা কভার দেওয়া খুবই কষ্টকর অনেকের কাছে মনে হয়। তবে আমি মনে করি পরীক্ষার বিষয়গুলোর প্রতি যদি একটু ভালো পিপারেশন থাকে তাহলে সে চাপটা একটু কমে যায়। তবে একটা বিষয় হচ্ছে পরীক্ষা আসলেই যেন সবকিছু গুলিয়ে যায়। তবে সঠিকভাবে চর্চা করলে এবং পড়ালেখায় ফিরে গেলে সেই চাপথেকে কিছু টা রেহাই পাওয়া যায়। মোটামুটি ভাবে নিজের প্রেপারেশন টা একটু ভালো করে নেওয়ার জন্যই এখান থেকে ছুটি নিয়েছি। কেননা ফোনের সাথে সেভাবে সময় দিতে আর মন চাচ্ছে না এমনকি সময় হয়ে উঠছে না। আজকে ছুটি । তাই একটু ফ্রি হয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করছি।

গত কালকে ছিল প্রথম পরীক্ষা। আর এই প্রথম পরীক্ষা শুরু হল বাংলা প্রথম পত্র দিয়ে। প্রথম পরীক্ষার দিন যেটা হয়ে থাকে একটু আগেই যাওয়ার প্রস্তুতি থাকে সবার। কেননা প্রথম দিন গিয়ে সেখানে নিজের আসন খুঁজে নেওয়ার একটা বিষয় থাকে। কেননা, কার সিট কোথায় হবে? সেটা আগে থেকে না জানলেই বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। আর আগে থেকেই সিট খুঁজে গেলে একটা চাপ কমে যায়। কালকে পরীক্ষা শুরু হয়েছিল ১০ টাই‌। তাই বাসা থেকে আরও এক ঘন্টা হাতে রেখে ঠিক নয়টার সময় পরীক্ষার হলে পৌঁছালাম। গিয়ে সেখানে যে সিট প্লান এর সিট রয়েছে। সেখান থেকে নিজের সিট নাম্বারটি অর্থাৎ রুম নাম্বারটি দেখে নিলাম। আমাদের পরীক্ষা হচ্ছে গাংনী সরকারী ডিগ্রী কলেজের বিজ্ঞান ভবনে। আমার রুম নাম্বার ২০২ বিজ্ঞান ভবনের দ্বিতীয় ফ্লোরে। এরপরে গেট খুলে দিলেই একদম নিজের রুমে গিয়ে নিজের সিটটা আগে খুঁজে নিলাম। নিজের সিট খুঁজে পাওয়াই মনের মধ্যে একটা প্রশান্তি লাগলো। কেননা অনেকেই আছে। ফার্স্ট দিনে একটু দেরী করাই তারা সিট খুঁজে পায় না। তাতে পরীক্ষার নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু হয় তারা পিছিয়ে পড়ে। এভাবে ঠিক দশটার আগে আমাদের এমসিকিউ এর জন্য খাতা দিয়ে দিল। এমনকি গতকালকে ফার্স্ট পরীক্ষা ছিল। তাই আগে থেকেই আমাদেরকে খাতা দেওয়া হয়েছিল। কারণ যাতে আমরা কেউ নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে ভুল না করি। বোর্ড পরীক্ষার একটা প্রয়োজনীয় বিষয় হচ্ছে নিজের রোল নম্বরে এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করা । আর এটা ভুল হলে রেজাল্ট আসবে না‌ । তাই খুবই সিরিয়াসলি ধীরগতিতে নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বসে রয়েছিলাম। গতকালকে পরীক্ষায় আমাদের রুমের একজন মেয়ে সে তার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুল করেছিল সত্যি বিষয়টা খুবই দুঃখজনক। পরবর্তীতে শিক্ষকের সহযোগিতায় সে ঠিক করেছিল। তো এভাবে ঠিক দশটা বাজতেই আমাদের প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছিল। এরপরে ৩০ মিনিট হয়ে গেলে এই খাতা জমা নিয়ে নেয়। এরপরে সিকিউ অর্থাৎ সৃজনশীল এর জন্য আরো একটি খাতা দেওয়া হলো। সেখানে নিজের রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড এগুলো পূরণ করে প্রশ্নপত্র লেখা শুরু করলাম। আলহামদুলিল্লাহ সৃজনশীল বেশ ভালোই কমন এসেছিল। তাতে সৃজনশীল বেশ ভালোভাবেই লিখেছিলাম। কিন্তু বহুনির্বাচন একটু কঠিন ছিল এটা শুধু যশোর বোর্ড নয় আরো অন্যান্য বোর্ডেও এবার অনেক কঠিন বহু নির্বাচনী এসেছে। যাই হোক বহু নির্বাচনীতেও ভালো কিছু আশা করছি আমি। এভাবে পরীক্ষা একাধারে তিন ঘন্টা অতিবাহিত হল। আমাদের পরীক্ষা হয়েছিল সিসি ক্যামেরায় আয়ত্তভুক্ত। এমনকি হল খুব কড়া। কারুর দিকে ঘাড় ঘোরানোর কোন সুযোগ নেই। যাক কালকে পরীক্ষাটি খুব সুন্দর ভাবেই শেষ করতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছিল।

এভাবে পরীক্ষা শেষ করে খুব দ্রুত বাসায় আসি। তবে প্রথম পরীক্ষা নিয়ে আমার খুবই টেনশন হয়েছিল যে শেঠ কোথায় হবে কিভাবে কি করব কেননা প্রথম পরীক্ষায় একটু ভয় কাজ করে। তবে ইনশাআল্লাহ আগামী পরীক্ষাগুলো আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন।

টেবিল ০১টেবিল ০২
ডিভাইসOPPO A15
পোস্ট তৈরি@biplob89

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

আপনার গত কালকে পরীক্ষা হয়েছে জেনে ভালো লাগলো ভাইয়া। পরীক্ষার সময় যেহেতু ছুটি নিয়েছেন তাই ভালো কাজটাই করেছেন। কারণ পরীক্ষা মানে আলাদা রকমের প্রেসার। আশা করছি আপনার পরবর্তী পরীক্ষাগুলোও ভালো হবে। শুভকামনা এবং দোয়া রইলো ভাইয়া।

 5 days ago 

অবশ্যই আপু দোয়া করবেন। ধন্যবাদ আপু।

 5 days ago 

বোর্ড পরীক্ষার সময় গুলো আসলেই অনেক টেনশনে কাটে। আপনার প্রথম পরীক্ষা ভাল হয়েছে জেনে খুবই ভালো লাগলো। বাংলায় লেখা একটু বেশি থাকে তাই সময়মতো শেষ করা কিছুটা কঠিন। আপনি তাহলে ভালোই পরীক্ষা দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 5 days ago 

ধন্যবাদ আপু দোয়া করবেন।

 5 days ago 

ভাইয়া তুমি একজন এইচএসসি পরীক্ষা, শুনে বেশ ভালো লাগলো। আসলে ভাইয়া বোর্ড পরীক্ষার সময় একটু টেনশন থাকবেই।কাল তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষা খুবই সুন্দর ভাবে দিতে পারছো, এটা শুনে বেশ ভালো লাগলো। তোমার জন্য শুভকামনা রইল ভাইয়া। আশা করছি আগামী পরীক্ষা গুলো আরো বেশি সুন্দর হবে।

 5 days ago 

ইনশাআল্লাহ আগামী পরিক্ষাগুলো আরো ভালো ভাবে দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন ধন্যবাদ।

 4 days ago 

পরীক্ষা দেওয়ার জন্য রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কোড।রোল বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। যাইহোক প্রথম পরীক্ষা একটু ভয় ভয় লাগে। তবে পরীক্ষার হলে গেলে পরীক্ষাটা দিলে একেবারে মন ফ্রেশ হয়ে যায়। যাইহোক আপনি খুব সুন্দর ভাবে পরীক্ষাটা দিয়েছেন যেন ভালো লাগবে। আগামী পরীক্ষা গুরোর জন্য শুভকামনা রইলো ভাই।

 2 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তবে কয়েকটি বানান আপনার মিস্টেক হয়েছে ভাইয়া। তাই ঠিক করে নিবেন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15