You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ এক্স (টুইটার) অব দ্যা উইক :: সপ্তাহ -৫৮
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল আমার এবং আমাদের প্রিয় @rme দাদার প্রতি আমাকে এরকম সম্মাণীয় একটি অবস্থানে বসানোর জন্য৷ সবসময় সবার সুন্দর টুইটার এর পোস্টগুলো আমি দেখি এবং অনেককেই দেখি এই অবস্থানে থাকে৷ আজকে আমাকেও এই অবস্থানে বসানোর জন্য অন্তরের অন্তস্তল থেকে গভীর ভালোবাসা।
শুভকামনা রইল সকলের প্রতি যারা সবসময়ই কষ্ট করে যাচ্ছেন।