You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং।। তেলবাজ মানুষ হতে সাবধান।।
আসলেই সমাজে এমন কিছু মানুষ থাকে যারা সবসময়ই তেল বাজি করতে থাকে৷ তারা এমনভাবে মানুষদেরকে তেল দিতে থাকে যে তাদের মতো ভালো মানুষ আর কেউ নেই৷ এমন অনেক ধরনের কথাই তারা মানুষদেরকে বলে থাকে । এভাবেই তারা সমাজের একটা পর্যায়ে অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছে যায়৷ ফলে আমাদের সবারই উচিত এরকম মানুষ থেকে দূরে থাকা৷ এদের কারণে পুরো সমাজ একটা সময় ধ্বংস হয়ে যায়৷